ফিরে আসা যাওয়া

তির্থক আহসান রুবেল ১৯ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১২:৩২:৫৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
সময়ের সাথে অসময়ের পরকিয়া
বিচ্ছেদ ঘটে নদীর সাথে ঢেউয়ের
চারদেয়ালে আটকা পড়ে একটা মাছি আর প্রজাপতি
আকাশে ভাসছে জল, নাম দিয়েছি মেঘ
মেঘের রঙ কালো, তোমার চোখের মতো টলটলে
যেন ঢেউ, নদীর মতো, যা আটকে আছে চারদেয়ালে
যেখানে প্রেম, পরকিয়ায় ডুবে ডুবে সময়গুনে
৫৬৮জন ৪৪০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ