ফিরাইয়া দে

নিতাই বাবু ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৩৫:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

যেসুম গেরামের বন্ধুগো লগে উড়াইছি ঘুড়ি,
খেলছিলাম ফুটবল, গোল্লাছুট, কানামাছি।
আইস্বা খেইল্লা দিনগুলা কাডাই দিছি!

যেসুম হগলতে মিল্লা সাদাকালা টেলিভিশন দেখতে যাইয়া মাইষের আতে খাইছি কত মাইরগুতা।
ইশকুলে খাইছি মাস্টারের বেতের গুতা!

যেসুম চারআনা দিয়া বুটভাজা, বাদাম, লেবনচুষ, আইসক্রিম, মালাই খাইছি মনে অনন্দ লইয়া।
হারা দুপুর কাডাই দিছি নদীতে হাতরাইয়া।

যেসুম বড়দা’র কান্দে চইড়া মেলায় যাইয়া কিন্না আনতাম, নিমকি, জিলাপি বাতাসা সন্দেশ।
হেই দিনগুলা অহনে অইয়া গেছে নিরুদ্দেশ!

যেসুম মজা খাওনের লাইগা বাবার পকেট থেইক্কা পাঁচপাই, দশপাই চুরি কইয়া রাখছি পলাইয়া!
হেই দিনগুলা কই গেলগা আরাইয়া?

যেসুম ঘুদারা পাড় অইয়া, পাঁচপাই বাঁচানের লাইগা, পরনের হাপপেন্ট খুইল্লা আন্দা-গুন্দা দৌড়াইছিলাম।
দশপাই লগে লইয়া টাউন দেখতে গেছিলাম!

যেসুম চলছিল সিনামা হলে দি রেইন ছায়াছবি। অভিনয় করছিলো, নায়ক ওয়াসিম ওলিভিয়া।
হেই সিনামা দেখছি বই কিননের টেকা দিয়া।

যেসুম বাবার কান্দে চইড়া ঘরতাম! মা’র কোলে আর বড় দিদিগো কোলে কোলে থাকতাম হারাদিন।
সময়, তুই আমারে ফিরাইয়া দে হেইদিন?

যেসুম মা আমারে ছাড়া থাকতে পারতো না, আমিও থাকতে পারতাম না! মা’র গলেই থাকতাম হারাদিন।
সময়, তুই আমারে ফিরাইয়া দে হেইদিন!

১৩৮৪জন ১২৪৩জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ