প্রোফাইল হালনাগাদ সংক্রান্ত জটিলতার হাত থেকে মোটামুটি মুক্তি পাওয়ায় ভালই লাগছে।
প্রোফাইল এর পূর্বের নাম ছিল আমার স্বপ্ন ও মনের কথা …………
নাম টার কারন আমি যাকে নিয়ে জেগে বা ঘুমিয়ে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নের স্বপ্ন ও তকে নিয়ে লেখা আমার সব কথা তাই নামটা দিয়েছিলাম আমার স্বপ্ন ও মনের কথা।
এখন নাম টা পরিবর্তন করে দিয়ে দিলাম হলুদ পরী ও সাদা নাকফুল।
আমার স্বপ্নের সেই রাজ পুত্রটি আমাকে ভালবেসে নাম দিয়েছিল হলুদ পরী তাই হলুদ পরী ও অনেক আগের থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমি যাকে ভালবাসব,যে আমার বর হবে তার প্রিয় রঙ যেটা থাকবে সেই রঙ এর নাকফুল আমি পরবো। আমার ভালো বাসার প্রিয় রঙ সাদা তাই সাদা নাক ফুল।
সে আমাকে ভালবেসে হলুদ পরী নাম দিয়ে একটা সুন্দর ফটো আমাকে উপহার দিয়েছিল, সেই ফটো টাই বর্তমান প্রোফাইল ফটো করে দিলাম।
…………ইতি
…………………সীমা সারমিন…
১৬টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
ভালোবাসার মিষ্টি কথন ভালোই লাগলো পড়তে। জয় হোক ভালোবাসার।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া।
সত্যই যেন জয় হয় ভালবাসার।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো নতুন আইডি হলুদ পরী…সাদা নাকফুলের অনেক মানিয়েছে আপনাকে … 🙂
হলুদ পরী সাদা নাকফুল
আইডি নতুন নয় নামটা শুধু বদলেছি তাই নামটা নতুন।
আদিব আদ্নান
স্বপ্নের রাজপুত্রটি পুরোপুরি ধরা দিলে আমাদের
খবর দিয়েন আর এই উপলক্ষে আমাদের একদিন খাইয়ে দিলে মন্দ হয় না ।
হলুদ পরী সাদা নাকফুল
হুম ভাইয়া শুধু খাওয়া নয় বিয়েতেও দাওয়াত দিবো তবে সত্যি যদি তাকেই পাই তবেঁ।
এই মেঘ এই রোদ্দুর
ইশ কি ভালা লাগতাছে
ভালবাসা যে কি জিনিস
বাপরে ভয়ংকর সুন্দর
শুভকামনা রইল আপিটা
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ আপনাকেও ———– টা 🙂
খসড়া
আপনার ভাল লাগছে দেখে আমাদেরও ভাল লাগছে।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া 🙂
মা মাটি দেশ
আপা আমার একটা অনুরোধ দোয়া করি দুজনের একটি ছোট্ট সংসার হউক কিন্তু বিয়ের গায়ে হলুদের মঞ্চ আলপনা কিন্তু আমাকে করতে দিবেন একদম ফ্রি…….শুভ কামনা দু জনের জন্য।
হলুদ পরী সাদা নাকফুল
হুম ভাইয়া তার সাথে বিয়ে হলে তো দাওয়াত মিস নাই……… আগের থেকে তৈরি হয়ে থাকেন ।
নীলকন্ঠ জয়
নতুন নামটি ভালো হয়েছে। তবে সীমা শারমীন মন্দ কি?
হলুদ পরী সাদা নাকফুল
ভাইয়া সীমা সারমিন নামটা তো প্রোফাইল নাম ছিল না আগে, আর আমার বাবা মার দেওয়া নামটা থেকে তার দেওয়া নামতাই বেশী ভালো লাগে 🙂
জিসান শা ইকরাম
জানলাম সব কিছু ।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া জানার জন্য 😀