প্রেম

আরজু মুক্তা ২০ এপ্রিল ২০১৯, শনিবার, ০৮:৩৮:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

প্রেম কি?একটু চোখাচোখি,লুকোচুরি,তাকে নিয়ে সারাক্ষণ ভাবা,ছোট ছোট লাইনের চিঠিগুলো লুকিয়ে লুকিয়ে পড়া!

রাস্তায় দেখা হলে মস্তিষ্কের নিউরণের ততপরতা বেড়ে যাওয়া!আবার দেখা না হলে,সবকিছু থেকেও কি জানি নাই ,মনে হওয়া!

রাধা রাধা ভাব!কৃষ্ণের বাঁশি শুনলেই হলো।সবকাজ বাদ!তাকে একটু দেখতেই হবে!

প্রেম চলছে চার বছর,পাঁচ বছর!এই মেয়ের যখন অন্যখানে বিয়ে ঠিক হবে,তখন সীতার মতো অগ্নিপরীক্ষায় যেতে হয়।

ছেলেরা হয়ে যায় রাম!ছেলেদের পরীক্ষায় পরতে হবেনা!

এক আল্লাহ্‌র সৃষ্টি!আমি নারী বলে দুই নিয়ম!সতীত্বের পরীক্ষা দিতে হবে!

তুমি,ছেলে রাম!তোমার সাতখুন মাফ!তুমি হাদীস ঘেটে বলো,”চারটা পর্যন্ত বিয়ে করা যাবে!”

মুখে তিন তালাক বললেই তালাক!

তারপর হিল্লা বিয়ে!

আজব নিয়ম!আজব সংসারে!

একই রক্ত প্রবাহিত !আমার বেশি কথা বলা যাবে না!গলা ছেড়ে কাঁদা যাবেনা!

Frailty thy name of woman!

৯২০জন ৭৭৯জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ