আজকাল লেখায় মন নেই, যাই লিখি সব প্যাঁচাল। তবে আমি আমার মত করে লিখবো। কে কি বললো, কার সাথে লেখার ভাবনা মিললো, এসব মিল খুঁজে বেড়ানো কিছু মানুষ আছেই। আমার মনে হয় তারা হিংসুক প্রজাতির। তবে একেবারে যারা কপি করে অন্যের লেখা তাদের কিথা ভিন্ন।
এবারে প্যাঁচাল শুনুন-
১.
একজন লেখককে সবসময় অনুপ্রেরণা দেয়া উচিত। এটা একজন ভালো মনের মানুষের মহৎ গুন।
২.
বিপর্যয়ের পর নিজেকে পুনর্গঠন করা ব্যাক্তিরাই নিজেকে পৌরুষ রুপে প্রকাশ করতে জানেন কিন্তু।
৩.
কুকুরের কাজ কুকুর করিবে কামড় দিবে পায়। তাই বলে কি তাকেও কামড়ানো আমাদের শোভা পায়? আমি হলে ঠ্যাঙ ধরে চটকানা দিতাম। সেই পাতে খায় সেই পাতে পটি করে। বেইমান ব্যাটা।
৪.
মৃতদেহ ত্যাগ করা উত্তম, গলে পঁচে যাওয়া আবর্জনা স্মৃতি ভান্ডারে রেখে দুর্গন্ধ শুঁকে কি লাভ বলেন?
৫.
বিপদেই বন্ধুর পরিচয়। তবে বিপদে এগিয়ে আসা বন্ধুও সবসময় নিরাপদ নয় কিন্তু।
৬.
ডেটিং যেখানে সেখানে যত্র তত্র যারা করে এদের লজ্জা নাই। আবার জায়গার অভাব হলে লিটনের ফ্লাট নামক স্থানও আর আজকাল নিরাপদ নয়। কে যে কখন কোনদিক দিয়ে ধরা খায়!! সাবধান যুগলরা!!
৭.
যে চৌকিদার সেই ভোগ করে, কি অদ্ভুত তাইনা?
৮.
তোমার সব কিছুই আমার, আমার কোন কিছুই তোমার নয়। এটাই এখন মার্কেটে চলছে মনে রাখবেন কিন্তু।
৯.
ছ্যাঁচড়া মাছরাঙাগুলিকে দেখার বড্ড শখ। লাল ঠোঁটটা মুটুশ করে ভেঙে দিতাম। মনে করে দেখাবেন কিন্তু!!
১০.
কিছু লেখক সব জায়গায় হাতড়িয়ে হাতড়িয়ে নোংরা কাঁদা মেখে ফেলে। অথচ পরিস্কার ঝকঝকে পানি গলাধঃকরণ করাই উত্তম। জন্ডিস থেকে মুক্ত। বোঝেনা বেকুব গুলো।
১১.
সব স্মৃতি মনে রাখতেই হবে এমন কোন কথা নেই। স্মৃতি চাইলেও আবার ভোলা যায়না। তখন শুধু হাসবেন। উম, ইয়ে মানে…. ধুর! হাসির সিন মনে আসছে না। আচ্ছা, দু এক দিনের মধ্যে কি খেক শিয়ালের বিয়ে হয়েছিলো? এ বিয়ের মানে বোঝেন তো?
১২.
মাথা ঢিলা দেখলে স্ক্রু টাইট দেয়ার জন্য স্ক্রু ড্রাইভার ছাড়াও আরো একটি যন্ত্র আছে। কি যেন নাম??
ধুর মাথা আউলায় গেলো। কি থেকে যে কি কি সব লিখলাম!!
পাঠকগন না বুঝলে এক থেকে এগারো নম্বর পয়েন্ট আবার পড়ুন। নিজের জীবনের সাথে মেলান। কি মিলে যাচ্ছে এইবার??
(ছবিঃ সংগৃহীত)
২৯টি মন্তব্য
বন্যা লিপি
বিশাল গুচ্ছ প্যাঁচাল পারছেন। আসতাছি পরে। আগে ভালো করে পইড়া নেই।
তৌহিদ
হ্যা আসুন আপু।
সঞ্জয় মালাকার
চমৎকার রচনাচয়ন দাদা
পড়ে খুব ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ধন্যবাদ জানবেন, আর হ্যা প্যাঁচাল গুলি কিন্তু বাস্তব!!
সঞ্জয় মালাকার
হুম , ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
মনির হোসেন মমি
এহন আর কিছুই বলবো না
বলবোনে পরে।
তৌহিদ
অক্ষন কইয়া যান মিয়াভাই। প্যাঁচাল আর ভালো লাগবেনা পরে।☺☺
মনির হোসেন মমি
প্রথম
লেখা পছন্দ বা মান ভাল না অইলোও কি অনুপ্রেরণা দিতে অইবো?
দ্বিতীয়ত
বিপর্যয়ের পর নিজেকে পুনর্গঠন করা ব্যাক্তিরাই নিজেকে পৌরুষ রুপে প্রকাশ করতে জানেন…এখানে আবার কিন্তু লাগাইলেন কেন?
তৃতীয়তঃ
এটাতে বকা ঝকাটা আরো চলতে পারত।
যে চকিদার সেই ভোগ করে….তাহলে করবেটা কে শুনি?
স্মৃতি মনে থাকে না বা রাখে না পাগলে আপনিতো বিজ্ঞ জ্ঞানী এইটা কি কইলেন!
কার মনে কি আছে
এতো বুইজ্জা লাভ কি
আপনে বাচলে বাপের নাম
তাই অতো বুইজ্জা আমার কিসের কাম।
হা হা হা
ভাবী জানেতো
এ খবরটা?
তৌহিদ
প্রথম উত্তর ভালো লেখার অনুপ্রেরণা দিতে হবে, গঠনমূলক মন্তব্য করে তাকে বোঝাতে হবে।
২য় এই কিন্তুর অর্থ হচ্ছে অবশ্যই।
৩য় সমবন্ঠন হওয়া উচিত। রক্ষক একা খাবে তা হবেনা।
৪র্থ সব স্মৃতি মনে রাখতে নেই। কষ্ট দায়ক স্মৃতি মনে না করাই উত্তম এটাইতো জ্ঞানীরা বলেন তাইনা?
আপনে না আমার ভাই, না বুঝলে হবে??
তিনি সব জানেন কিন্তু!!☺
উহ! বহুদিন পরে উত্তর লিখে শান্তি পেলাম। এমনই হওয়া উচিত লেখার মন্তব্য।
বুকে আসেন ভাইটি।
ইঞ্জা
আমার মাথা ভোঁ ভোঁ করছে, আমার মাথা ঘুরছে, ওরে বাবারে এতো প্যাঁচাল দেখলে তো মানুষ অজ্ঞান হবেই নাকি?
তৌহিদ
থাক দাদা, মাথা কুল রাখেন। এসব প্যাঁচাল পড়বেন কিন্তু মাথায় নেবেন না। ☺
প্রদীপ চক্রবর্তী
পড়ে বেশ ভালো লাগলো
তৌহিদ
ধন্যবাদ দাদা।
আরজু মুক্তা
প্যাচালের পাঁচফোড়ন।।
তৌহিদ
হ্যা আপু, এই পাঁচফোড়নে আচার কিংবা চাটনি ভালো হয়।
সাবিনা ইয়াসমিন
১২ নাম্বারটার সমাধান আগে দিন, স্ক্রু টাইট দিতে হবে। ঐ যন্ত্রের নাম কি ? কই পাওয়া যায় ? দেখতে কেমন ? টাইট দিতে গেলে কি ব্যাথা পাবো ? আপনি প্যাঁচালে জবাব পোষ্ট লিখে আমাদের মাথায় প্যাঁচ লাগিয়ে দিলেন। এই প্যাঁচের রহস্য কি ?
তৌহিদ
স্ক্রু ছাড়াও যে যন্ত্রটি দিয়ে টাইট দেয়া যায় তার নাম বাঁশ। ☺
নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন দেখতে কেমন?😃😃
আপু প্যাঁচাল শুনে আর মাথায় প্যাঁচ লাগাবেননা। কুল কুল। আর এই প্যাঁচের রহস্যতো জিসান ভাইয়ের কাছে☺☺
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
বাঁশ দিয়ে হাতুড়ি বানানো যায় জানতাম, বাঁশের স্ক্রু ড্রাইভার আছে তাতো জানতাম না !! যদিও বাঁশের ব্যাবহার সর্বত্র প্রচলিত। প্যাঁচালের পাঁচালিতে কাকে যে বাঁশ দিলেন তা আর জিজ্ঞেস করলাম না। আপাতত কুল মুডে থাকাই উত্তম। 🙂
তৌহিদ
কথা আর কাজে যারা বাঁশ দেয় তাদের থেকে ভালো এই স্ক্রু ড্রাইভার আর কে চেনে আপু? আমিতো অতি নগন্য।☺☺
জিসান শা ইকরাম
* সব সময় ইচ্ছে মত লেখা যায়না আসলে। পরিবেশ, সময়, ব্যক্তি এসব মাথায় রাখতে হয়।
* অনুপ্রেরনা একজন লেখকের অবশ্যই প্রাপ্য। লেখককেও পাঠকদের প্রতি কৃতজ্ঞ থাকতে হয়।
* কুকুরের কাছ থেকে দুরে থাকাই উত্তম। ঘেউ ঘেউ করুক তারা দুরে যাতে কানে না আসে।
* সবাই লিটনের ফ্লাট চেনে না। চেনার আবশ্যকতাও নেই।
আপনার নিজস্ব ঢংয়ে প্যাঁচালের উপস্থাপনা অনেক ভালো হয়েছে।
শুভ কামনা।
তৌহিদ
হ্যা প্রথম লাইনটি মাথায় গেঁথে নিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
এত্তগুলো প্যাঁচাল!!
কোনটা রেখে যে কোনটা যে বলি তাও ভেবে পাচ্ছি না,
তবে ৭ নং কিন্তু খুবই ঠিক, চৌকিদার এখন রাজা সেজে বসে আছে, আর এটাই বাস্তবতা।
সাহায্য সহযোগিতা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আবশ্যক। আমাদের তা করাই উচিত।
তৌহিদ
প্যাঁচাল মাথায় না নেয়াই উত্তম ভাই। মাথা ঘুরান্টি দেয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
মাহবুবুল আলম
সুন্দর প্যাঁচালী! শুভেচ্ছা নিরন্তর!!
তৌহিদ
ধন্যবাদ জানবেন ভাই।
রেহানা বীথি
কঠিন জিনিস লিখলেন ভাই। দারুণ লাগলো। মার্কেটে বর্তমানে চলা বিষয়টা তো দুর্দান্ত
তৌহিদ
আইন পেশায় জড়িত মানুষতো এসব প্যাঁচাল সহজেই বুঝবে আপু☺
শুভকামনা জানবেন।
সিকদার সাদ রহমান
মাথা আমার হ্যাং হয়ে গেছে এ্ প্যাচালে। অহন আমি কি করাম?
তৌহিদ
ফ্রেশ পানি পাণ করুন ভাই, ঠান্ডা হলে ভালো হয়। মন প্রফুল্ল থাকবে। আর হ্যা প্যাঁচাল কম পড়াই ভালো।☺☺
মন্তব্যের জন্য ধন্যবাদ।