উড়ছি কেনো ?
উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো।
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো।
ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি।
এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে।
শিরোনামঃ উড়ছি কেনো ?
এ্যালবামঃ অতল জলের গান (২০১৩)
ব্যান্ডঃ জলের গান
গানের অডিও লিংক
২৮টি মন্তব্য
কৃষ্ণমানব
উড়ুক না বাধাহীন ভাবে ।।
সীমান্তে পৌছাক না বুক ভরা স্বপ্ন যত
জেগে থাকূক না রাত জাগা নীল জোনাকিরা ।
এই ভাবে অনন্তকাল স্বপ্নের পিছে ধাবমান থাকি ।
জবাবগুলো বড় অজানা ।
নওশিন মিশু
হ্যাঁ, ভবিষ্যত মানেই অজানা-অচেনা কিছুর প্রতিক্ষায় থাকা…….
সাইদ মিলটন
http://youtu.be/JK2UNVOGPmI
এটা আমার প্রিয় 😀
নওশিন মিশু
ধন্যবাদ …. 🙂
শিপু ভাই
:c
নওশিন মিশু
Thanks ….. 🙂
ছাইরাছ হেলাল
স্বাগত এখানে আপনি।
শুনলাম আমার পছন্দের গানটি।
নওশিন মিশু
গানটি আমারও পছন্দের ….. 🙂
নওশিন মিশু
ধন্যবাধ ভাইয়া ….
মামুন
ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি। – বাহ! অপুর্ব!! -{@
নওশিন মিশু
হ্যাঁ অপুর্ব…!!!
কিন্তু “লাটাইবিহীন ঘুড়ি” হওয়াটা খুব ১টা কাজের কথা না, তাই….না …????
😀 😀 😀
অরণ্য
আপনার গানটি দিয়ে আজ দিন শুরু করলাম। যদিও মনে হলো গানটি খেতে ভাল লাগবে কোন ক্লান্ত দুপুরে, বিকেলে কিংবা সাঁঝে।
নওশিন মিশু
ধন্যবাদ….
কিন্তু ১টা সরল প্রশ্ন ছিল। সেটা হচ্ছে গান বুঝি খাওয়া যায় :p ????
অরণ্য
হুম! আমি খাই। কোন কোন গান আমার কাছে ধরা দেই ব্রেকফাস্ট হয়ে। কোনটা আবার স্ন্যাক্স হয়ে। কোনটা আবার পান সিগারেটের মত- সারাদিন, সারাক্ষণ। হেঁড়ে গলায় কিংবা গুন গুন।
নওশিন মিশু
Hope ….
পৃথিবী খাদ্য সংকট মুক্তির পথে হাঁটছে ….. 🙂
হৃদয়ের স্পন্দন
আমার পছন্দের তালিকায় প্রথম সাড়ির গান
নওশিন মিশু
🙂
নওশিন মিশু
আমার পছন্দের গানটি যে আপনাদেরও ভাল লেগেছে এটা জেনে খুব খুশি হয়েছি। ধন্যবাদ সবাই…কে 🙂
কৃন্তনিকা
গানটা আসলেই অনেক সুন্দর… (y)
নওশিন মিশু
আমার পছন্দের গানটি আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ …. 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রথম পোষ্টেই একটি সুন্দর গান নিয়ে এলেন
ধন্যবাদ আপনাকে।
গানটি আমি প্রথম শুনলাম।
নওশিন মিশু
এই ব্যান্ডের অন্য গানগুলোও বেশ সুন্দর। সময় করে শুনে দেখবেন।আর আপনাকেও ধন্যবাদ…..
নুসরাত মৌরিন
“ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি”
গানের কথাগুলো আসলেই দারুন।
(y)
নওশিন মিশু
আসলেই অসাধারন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু 🙂
ব্লগার সজীব
খুব খুব প্রিয় গান আমার একটি। শেয়ারের জন্য ধন্যবাদ। প্রথম লাইনের শুধু উত্তর হবে’ আপনি পারেন বলেই উড়ছেন 🙂
নওশিন মিশু
আপনার খুব খুব প্রিয় গান শুনাতে পেরে আমি খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়া …. 🙂
শুভ্র মোহন্ত
অতল জলের গান।আমার খুব পছন্দের একটি গান।
নওশিন মিশু
ধন্যবাদ আপনাকে …. 🙂