প্রিয় গান-উড়ছি কেন?

নওশিন মিশু ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০১:০০:০৭পূর্বাহ্ন সঙ্গীত ২৮ মন্তব্য

উড়ছি কেনো ?
উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।

তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো।
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো।

ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি।

এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে।

শিরোনামঃ  উড়ছি কেনো ?
এ্যালবামঃ অতল জলের গান  (২০১৩)
ব্যান্ডঃ জলের গান
গানের অডিও লিংক

 

১০৮৬জন ১০৮৬জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ