একাকীত্বের নিঃসঙ্গতা

ছাইরাছ হেলাল ২ মার্চ ২০১৫, সোমবার, ০৫:২০:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৯ মন্তব্য

নীরবে নিভাঁজ নিঃসঙ্গতা ভেসে বেড়ায় দিনের রাতে,রাতের দিনে।অজস্র অগণন শেষহীন সময়ের ভিড়ে। নয় কোন পাহাড় কিংবা সুনসান পর্বত শৃঙ্গে,এই ভিড়ভাড়ের জনারণ্যে। আমিও ভাসি,আমাকেও ভাসায় দিনান্তে,না ছুঁইয়ে ই।

সেবারে কথা বলেছিলাম,কথা হয়েছিল নিবিড়ে,অনেক অনেক। নিস্পন্দ নিঃসীম নিঃসঙ্গতার সাথে।বসেছিল একাকী বনবাগানে,সেজেগুজে। সাথী হতে বলেছিল সে,রাজী হইনি। একদিন টং দোকানে ইয়ার-বন্ধুদের সাথে হুল্লোড়ের গুলতানি ছেড়ে তেড়ে-ফুড়ে সামনে এসে দাঁড়ালে,নকল করে বলে ফেলি—

চোখ রাঙ্গাচ্ছেন বুঝি?
জানিতো,রাগে নয়
মাল টেনে লাল,
ভয়ের কিচ্ছুটি নেই
বরং………
জলে চোখ পাতুন।

দুম করে অদৃশ্য হয়ে গেল,আমিতো থ।

নিঃশব্দ ইশারায় কাছে ডাকে,গেলে শুধুই হাসে,নিস্তব্ধ হাসি। মিসমিসে কালো চকচকে দাঁত বের করে। মুঠো করা দু’হাত সামনে বাড়িয়ে মেলে ধরে হাতের রেখা দেখতে বলে। হাতের রেখায় কী লেখা থাকে জানতে চায়!আরও জানতে চায়!!!!!সত্যিই কি প্যারিস হেলেনকে ভাগিয়ে নিয়েছিল? নাকি হেলেন ভেগেছিল প্যারিসকে নিয়ে ট্রয় নগরীতে?

আমি কিরো কিংবা হোমার নই।
প্রমাদ গুনে অতিদ্রুত পালালাম ভীরুর দেশে,নিঃসঙ্গতাকে একা রেখে,একা ফেলে।

৬৬৯জন ৬৬৯জন
0 Shares

৬৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ