আমার ভীনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী।আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মা’য়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি।আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া
রাস্তা পাড় হবে সাবধানে
তোমার গায় লাগে না ধূলো
আমার দু মুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী।
অসম্ভব প্রিয় চমৎকার একটা গানের লিরিক। ধীর লয়ের এই গানটা অনেক বার শুনেছি। কত্তবার যে এই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি তার সঠিক পরিসংখ্যান আমার কাছে নেই। লিরিকটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১টি মন্তব্য
জবরুল আলম সুমন
অসম্ভব প্রিয় চমৎকার একটা গানের লিরিক। ধীর লয়ের এই গানটা অনেক বার শুনেছি। কত্তবার যে এই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি তার সঠিক পরিসংখ্যান আমার কাছে নেই। লিরিকটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
লীলাবতী
ধন্যবাদ আপনাকেও 🙂
জিসান শা ইকরাম
অনেক প্রিয় গান আমার
কথা গুলো চমৎকার ।
শুভকামনা ।
লীলাবতী
আমারও খুব প্রিয় ।
প্রজন্ম ৭১
প্রিয় গানটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
ধন্যবাদ আপনাকেও ।
ছাইরাছ হেলাল
অনেকদিন পর শুনতে ভাল লাগল ।
লীলাবতী
প্রিয় গান শেয়ার দিব আরো ।
শিশির কনা
প্রিয় গান আমারও । লিংক কাজ করে নাতো ।
লীলাবতী
তাই ? দেখিনি তো ! ডেখছি এখনি ।
নীতেশ বড়ুয়া
সোনেলায় বোধহয় আপনি একমাত্র জন যিনি গানের লিরিক দিয়ে এভাবে পোস্ট দিয়ে আমাদের গানে ডোবাতেন~