এইতো সেদিন কল্পনাতে ছিলে তুমি
অলস অধর চুমি
আঁচলে ঢাকা মুখটা মোমের মত
হাতে রাঙা মেহেদী
দমকা হাওয়াতে উড়ে গেল ঐ আঁচল
সত্য অসত্যের মাঝে যা ছিল অগোচর
নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে
নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে
নেই কোন কামনা তোমায় সাজিয়ে
নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে
এইতো সেদিন রৌদ্রজ্বলা দুপুরে গোপন অভিসারে
স্পর্শ তোমার বৃষ্টি হয়ে ছুঁয়ে যেত
সময় চলত সুরে সুরে
হঠাৎ ঝড় এসে বদলে দিল সময়
নির্বাক বিস্ময়ে তুমি জানালে চিরবিদায় ।।
—————–
শিল্পীঃ তাহসান
অ্যালবামঃ নেই
গীতিকারঃ তাহসান, মিথিলা
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ, আপনার পছন্দের তারিফ করতেই হয় ।
লীলাবতী
ধন্যবাদ ধন্যবাদ 🙂
বনলতা সেন
তাহসানের গান এই প্রথম শুনলাম ।
মোটামুটি ভালই লাগল , তবে কথাগুলো ভালোলেগেছে বেশ ।
লীলাবতী
তাহসানের বেশ কিছু গান আছে অনেক সুন্দর । যেগুলোর অডিও ভিডিও পাওয়া যাবে , সেগুলোর লিরিক দেব ভাবছি ।
মর্তুজা হাসান সৈকত
তাহসানের ছুঁয়ে যাওয়ার মত একটি গান । যাদের হাত ধরে পরিবর্তন এসেছিলো সমসাময়িক বাংলা সংগীতে তাঁদের একজন…
লীলাবতী
আপনি আমার মনের মত মন্তব্য করলেন । ধন্যবাদ আপনাকে ।
জিসান শা ইকরাম
গানের কথা গুলো সুন্দর । অনেক দিন পরে দেখা গেল লীলাবতীকে 🙂
লীলাবতী
একটু ব্যাস্ত জিসান ভাইয়া ।
যাযাবর
শিরোনাম দেখে ভাবলাম , লিরিক নেই ? তাহলে গেলো কোথায় ? ভালো একটি গান ।
শিশির কনা
আমারো প্রিয় গান এটি । এতদিন কোথায় ছিলেন ? 🙂
আদিব আদ্নান
যাক অনেকদিন পর এলেন , গান শোনালেন ,
ভুলে যাননি দেখে ভাল লাগল ।
"বাইরনিক শুভ্র"
গান টি আমারও পছন্দের । অনেকদিন পর আপনার লেখা পেলাম । নিয়মিত দেখতে চাই ।
মিসু
তাহসান এর আরো কিছু গান আছে যেগুলো ভালো লাগার মত গান ।
লীলাবতী
মন্তব্যের জবাব না দেয়া খুব খারাপ । আমি কেন জবাব দেইনা ? :p ধন্যবাদ সবাইকে ।