পরিচয়ের ঠিক এক বছর পরে তোমার সাথে দেখা । কত রাত কত দিন আমরা কথা বলেছি ইয়াহুতে স্কাইপিতে । দেখা হওয়াটা অনিবার্য ছিলো । আমার নিরানন্দ জীবনে আনন্দ হয়েই এসেছিলে তুমি এক বছর পুর্বে ।
ষ্টেশনে দেখা হবার পর থেকেই উজ্জ্বল দুজনার মুখ । আনন্দ খুশী চকচক করছে তোমার মুখমন্ডলে । এত খুশী আনন্দ কোথায় রাখি আমি ? দীর্গ ভ্রমণে না খাওয়া তুমি , আর তুমি আমি একসাথে লাঞ্চ করবো এ আশায় না খাওয়া আমি । দুজনার ক্ষুধা যেন কোথায় চলে গিয়েছে । তারপরেও আমার কথা ভেবে তোমার খাবার অর্ডারের তাগিদ । বড়সড় বার্গার এর পুরোটা কিন্তু আমিই খেলাম , তুমি রেখে দিলে প্রায় অর্ধেক ।
হাত ধরা ধরি হেটে যাওয়া দুজনের । তোমার ব্যাগটা আমাকে দিলেই না । টেনে নিয়ে হাটলে আমার পাশে ।
কত কিছু আনলে আমার জন্য । কবে বলেছিলাম আমি চা একটু বেশী খাই । মনে করে চা , চিনি , বিস্কিট , নিজের হাতে বানানো পুডিং । পুডিং কিন্তু খুব মজাদার হয়েছে । আর গরম কালে আনলে একটি সোয়েটার । আর আমি যে কিছুই আনিনি তোমার জন্য । বারন ছিলো তোমার 🙁
মিথুন , তোমার দেয়া সোয়েটার মাঝে মাঝে এখন যখন একা থাকি , বের করে গায়ে দেই । মনে হয় তুমি জরিয়ে ধরেছো আমাকে । তোমার উত্তাপ নেই ।
ইচ্ছে করছিলো তোমাকে বলি যে চলো আমার ক্ষণস্থায়ী বাসস্থানে । কিন্তু বলা যায়নি এটা । বলা উচিত নয় বলেই বলা হয়নি । ইচ্ছে করছিল আমার ক্ষণস্থায়ী বাসস্থানে এসে তুমি চা বানাবে দুজনার জন্য । পাশাপাশি বসে আমরা চা খাবো আর গল্প করবো । তবে ইচ্ছের বাস্তবায়ন কিন্তু আমি করেছি । এই যে দেখো দুকাপ চা । এককাপ আমার , এককাপ তোমার । তোমার আনা চা পাতি আর চিনি দিয়ে বানিয়েছিলাম আমি । মনে মনে ভেবেছি দুজনে এক রুমে বসে একই সাথে খাচ্ছি আর স্বপ্নের জাল বুনছি ।
৩৮টি মন্তব্য
মশাই
কত সুন্দর অনুভূতি না না অনুভূতি না স্মৃতি দুজনের। আমি পড়েই যেন খুশি হয়ে গেলাম, এমন ঘটনা আমার সাথে ঘটলে না জানি কেমন লাগত সেটাই বুঝতে পারছি না। চা ভাল বানান তা কিন্তু জেনে গেলাম। আপনার কথা শুনলাম এবার মিথুনের স্মৃতিচারণ শুনার অপেক্ষায়। কি মিল দুজনের ইচ্ছে করে দেয়ালে টাঙানো ছবিটিকে দেখাই আপনাদের সুন্দর জুটি। শুভকামনা রইল দুজনের জন্যই।
স্বপ্ন
এমন মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো লাগছে আপনাদের এমন ভালোবাসা পেয়ে । আমি মিথুন দুজনেই অত্যন্ত খুশী আপনাদের এমন ভালোবাসায় ।
মশাই
চায়ের দাওয়াত কখন পাচ্ছি জানাবেন কিন্তু।
জিসান শা ইকরাম
হুম , চায়ের দাওয়াত চাই , একা একা চা খাওয়া চলবেনা ।
শুন্য শুন্যালয়
আমিও কিন্তু চায়ের পোকা, দাওয়াতের সময় আমার নামটি যেনো মনে থাকে।
স্বপ্ন
আচ্ছা দাওয়াত দেয়া হবে । তবে চা বানাবেন শুন্য আপু , আমরা সবাই খাবো 🙂
শুন্য শুন্যালয়
ইশ চা আমি বানাবো কেনো? আপনি তো সুন্দর চা বানিয়েছেন দেখছি, আপনিই বানাবেন চা, আর মিথুন বানাবে টা। সময় স্থান জলদি বলে দিন।
স্বপ্ন
ড্রিমস, স্বপ্ন নগর, স্বপ্ন মিথুন দেশ। চলে আসুন আপু 🙂
সঞ্জয় কুমার
সকাল বেলা এমন একটা লেখা পড়ে মন ভালো হয়ে গেল ।
স্বপ্ন
মন ভালো করে দিতে পেরে ধন্য হলাম ।
ছাইরাছ হেলাল
এমন স্বপ্ন স্বপ্ন সুখ সুখ স্মৃতিতেই থেকে যাবে তা কিন্তু হয় না ।
চা খাই না , এখন মনে হচ্ছে খাওয়ার অভ্যেস থাকলে মন্দ হত না ।
স্বপ্ন
প্রচুর বাঁধা যে সামনে , অগনিত শিকল বেঁধে রেখেছে আমাদের স্বপ্নকে । আন্তরিক মন্তব্য পেয়ে আনন্দিত আমি ।
মা মাটি দেশ
মিথুন নামটি বেশ পরিচিত ওয়েল ডান। -{@ (y)
স্বপ্ন
তাই নাকি ? আমার মিথুন যে একজনই 🙂 ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
সিকাল বেলায় এমন অনুভূতিশীল লেখা মনে দাগ কেটে গেল
চালিয়ে যান।
(y)
স্বপ্ন
ধন্যবাদ ভাই প্রেরণামূলক মন্তব্যের জন্য ।
আদিব আদ্নান
সত্যি হোক এ কামনা করি ।
ভালো লিখছেন কিন্তু ।
স্বপ্ন
ধন্যবাদ আদিব ভাই ।
জিসান শা ইকরাম
আপনাদের দুজনের ভালোবাসা দেখে মুগ্ধ হচ্ছি
এত আবেগ দিয়ে লিখছেন , প্রকাশ করছেন ভালোবাসাকে
সুন্দর , কোমল একেই বলা যায় ।
দোয়া করছি আপনাদের জন্য
আপনাদের ভালোবাসা দীর্ঘজিবি হোক ।
স্বপ্ন
এমন মন্তব্য ভালো লাগে খুব । দোয়ার জন্য ধন্যবাদ জিসান ভাই ।
পুষ্পবতী
কিছু কিছু স্মৃতি থাকে যা ভুলা যায় না। ভালো লাগলো।
স্বপ্ন
কিছু কিছু স্মৃতি থাকে যা ভুলা যায় না (y) সত্যি ভুলা যায়না আপু । ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
এহেম!!! একা একা চা,পুডিং আর বার্গার খেয়েছেন আবার কাঁটা ঘায়ে নুনের ছিটা ছবিও দিয়েছেন 🙁
যেভাবে লেখায় আবেগ ছড়াচ্ছেন, আপনাদের দুজনকে যেনো আমরাও দেখতে পাচ্ছি. কাজলের টিপ দিলাম। জোড়ি সহি সালামত রাহে। শুভ কামনা অনেক।
স্বপ্ন
পুডিং আর বার্গারের ছবি কিন্তু দেইনি 😀 সহি সালামতের দোয়া পছন্দ হয়েছে আপু 🙂 ধন্যবাদ । কাজলের টিপ আসলেই প্রয়োজন আমাদের ।
বনলতা সেন
জালের সুতোর দিকে তীক্ষ্ণ নজর রাখুন বুনতে বুনতে ।
বেশ আনন্দ ভাবনা দেখে ভালোই লাগে ।
স্বপ্ন
নজর রাখছি আপু । দোয়া করবেন আমরা যেনো আমৃত্যু এমন ভালোবাসার মাঝে থাকতে পারি।
শিশির কনা
এদেখি আধুনিক যুগের লাইলি মজনু । আপনার লেখা সব পড়তে হবে তো । আবেগকে কত সহজ ভাবে লিখে দিলেন । (y)
আপনাদের দুজনের জন্য -{@ -{@ দুটো ফুল ।
স্বপ্ন
আপনার জন্যও ফুল আপু
আজিম
ভাল লিখেন বেশ আপনি।
ধন্যবাদ।
স্বপ্ন
ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
কত সহজে লিখে ফেললেন এমন আবেগি লেখা । এমনি ভাবে ভালোবাসায় ডুবে থাকুন আজীবন ।
ইয়াহু , স্কাইপিতে আমিও আছি , কিন্তু কেউ এলোনা আমার জীবনে , যাকে নিয়ে এমন লেখা লিখতে পারি ;(
স্বপ্ন
অপেক্ষা করুন সজিব ভাই। আসবে
মিথুন
তা আমার চা টাও তুমি খেয়ে ফেললে? 🙂
পুডিং মজাদার হয়েছে না বললে তোমার রক্ষা আছে? বানাতে কস্ট হয়নি বুঝি?
লেখা ভালো হয়েছে (3
স্বপ্ন
কি করবো? কাউকে তো আর বলতে পাইনা যে চলো রুমে গিয়ে চা বানিয়ে খাই। ভালোবাসা
মিথুন
চা খাবো, বানিয়ে দেয়ার কাওকে দেখছি না ।
স্বপ্ন
আচ্ছা, এরপরে এমন ভাবে বলবো।
অরুনি মায়া
স্বপ্ন আর বাস্তবতার সেতু বন্ধন হোক। ভালবাসার জয় হোক,,,,,,
স্বপ্ন
দোয়া করবেন আপু আমাদের জন্য।