কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি
আমাকে অতিক্রম করে চলে গেলে
অরণ্যবাসী পাখিদের সংসারে ।
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।
তুমি অতিক্রম করে চলে গেলে
বুঝলাম তুমি পাখি ভালবাস,
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম
নদীর ঘোলা জলে পা ডোবালাম;
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।
ভেঙ্গে চুরমার ধৈর্যের প্রাচীর
অনাত্মীয় সুজন তুমি বিবশ পংতি তোমার।
হারানো পথে মর্মর হলুদ পাতা ঝড়ার দিন
তুমি এখন স্থবির এবং বড্ড প্রাচীন।
বৃষ্টি এল , নদী হয়ে ধুয়ে দিয়ে গেল
স্তূপীকৃত জঞ্জাল, মিথ্যে ভালবাসার টান
আমাকে পথ ডাকে , ডাকে মায়াবী ঘ্রাণ
একটি বিশেষ মুখ, আয়নায় দেখি প্রতিদিন ।
১৫/০৯/১৫
১১টি মন্তব্য
ইলিয়াস মাসুদ
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম
নদীর ঘোলা জলে পা ডোবালাম;
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।
অলঙ্ঘ্য সুন্দর কবিতা
খুব ভাল লাগলো
পারভীন সুলতানা
আমি ধন্য।
মোঃ মজিবর রহমান
স্বপ্ন দেখি প্রিতিনিয়ত আমরা।
কবিতা ভাল লাগলো।
পারভীন সুলতানা
ধন্যবাদ
আবু খায়ের আনিছ
পাওয়ার জন্যই কি এত আকুলতা? এত পথ ছুড়ে বেড়ানো?
ভালো লাগল কবিতা।
পারভীন সুলতানা
পাইনা বলেই এত আকুতি। পেলে তখন এক ঘেয়েমি
আবু খায়ের আনিছ
হয়ত নতুনের সন্ধানে আবার ছুটে চলা।
অরুনি মায়া
অনুভূতির সুন্দর প্রকাশ
পারভীন সুলতানা
ধন্যবাদ
অনিকেত নন্দিনী
এই যে এতো আকুতি, এতো অস্থিরতা, নিজেকে বদলাতে বদলাতে ক্রমশ অচেনা হয়ে ওঠা নিজের কাছেই – শেষ পর্যন্ত শেষরক্ষাও তো হয়না আপু। মিথ্যে ভালোবাসার টানে ভেসে যেতে যেতে আমাদের সব রঙ ধুয়ে মুছে যায়। আয়নায় তাকালেও নিজেকে দেখিনা, অন্য কাউকে দেখি। 🙁
ভালো থাকবেন আপু। ভালোবাসা। (3
পারভীন সুলতানা
চরম সত্য কথান বড় বেশি নিষ্ঠুর এবং নির্মম । হ্যা এখন আর নিজেকে চিনতে পারি না, শুধুই মনে হয় বেচে ছিলাম অনেকদিন এখন আর কিছুর প্রয়োজন নেই । সব রঙ এখন ধুসর শুধুই ।দারুন সুন্দর লিখেছেন