পৌরুষের অহঙ্কার

মোকসেদুল ইসলাম ১২ আগস্ট ২০১৪, মঙ্গলবার, ০১:১১:৫১অপরাহ্ন কবিতা, সাহিত্য ৩ মন্তব্য

পৌরুষের অহঙ্কার নিয়ে তোমার সামনে আসিনি আজ।

একমুঠো রোদ্দুরের আশায় পটলচেরা নয়নের দিকে বিভোর হয়ে তাকিয়ে আছি
অহমিকায় ভরা ভালবাসার বুক চিরে রক্ত ঝরাবো বলে গোপন লজ্জার অশ্রুপাত করি।

মেঘলা বিকেলে বৃষ্টির নির্যাস চোখের গভীরে নেওয়ার প্রত্যয় নিয়ে
শুধুই অপেক্ষায় বসে থাকা আমার
মেয়ে তুমি বলো, কবে আমার বুক পকেটটা ভারি হয়ে উঠবে তোমার ভালোবাসার বর্ষণে।

জলপাই রঙের অন্ধকার দূর হওয়ার আশায় শহুরে ক্লান্ত কাকের মতই
বৈদ্যুতিক খুঁটির উপর বসে সময়ের প্রহর গুনী
জীবনের ব্যাকগ্রাউন্ডে জমে থাকা পুরুষ জীবনের অভিজ্ঞতা সাথে মিলিয়ে দেখি
তুমি ছাড়া জীবন অচল প্রায়।

মেয়ে, আমাতে নিবদ্ধ হও
প্রখর রৌদ্রতাপের তপ্ত জলে দগ্ধ করে দাও সমস্ত পৌরুষের অহঙ্কার।

৪৯১জন ৪৯০জন

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ