পথের দিশা

নীরা সাদীয়া ২৫ মার্চ ২০১৯, সোমবার, ০১:৫৪:৪০অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
এদিক ওদিক দুদিক মিলে
জীবন দিক বেদিক!

উত্তরে দমকা হাওয়া,
দক্ষিণে ঝড়
পূর্বে চলে উজান ভাঁটি
পশ্চিমে নিশ্চল।

এদিক ওদিক মন ছুটে যায়
আমি টেনে ধরি,
মাতাল হাওয়া পূবের কোণে
আমি তর্পে মরি!

কোথায় আছে পথের দিশা
কেউ জানে না হায়,
পথ খুঁজে ক্লান্ত বিকেল
আমি অসহায়!

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
কোনদিকে জীবন গড়ায়
কোনটা যে সঠিক।

২১/১২/১৮

১জন ১জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ