মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
এদিক ওদিক দুদিক মিলে
জীবন দিক বেদিক!
উত্তরে দমকা হাওয়া,
দক্ষিণে ঝড়
পূর্বে চলে উজান ভাঁটি
পশ্চিমে নিশ্চল।
এদিক ওদিক মন ছুটে যায়
আমি টেনে ধরি,
মাতাল হাওয়া পূবের কোণে
আমি তর্পে মরি!
কোথায় আছে পথের দিশা
কেউ জানে না হায়,
পথ খুঁজে ক্লান্ত বিকেল
আমি অসহায়!
মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
কোনদিকে জীবন গড়ায়
কোনটা যে সঠিক।
২১/১২/১৮
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুন ছন্দে
ফেললেন লিখে,
একান্ত বিষাদের আনন্দে
দিক বেদিকের তুমুল দ্বন্দে।
আপনার মত সুন্দর হয় না।
শুন্য শুন্যালয়
আপনি এই চেষ্টা নিয়েন না। সবাইরে দিয়া সব হয় নাকি!!
নীরা সাদীয়া
শূন্যদি, “আমায় কেন লজ্জা দিছেন হেন?”
শুন্য শুন্যালয়
আরে তোমারে লজ্জা দেইনাই তো নীরাপি। চাইরটা লাইন লিখছে দেখো ভাইয়া, কিছু হইছে ছন্দ!! :/
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ভাইটি। তবে আপনিও কিন্তু কম ভালো লিখেন না। আপনার লেখা পড়া মানে জ্ঞানের সমুদ্রে বিচরন করা।
ছাইরাছ হেলাল
আরে কিচ্ছু না, একটু মজা নিলাম।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আজ ল্যাক্তে পারি-না বলে কত কী শুনতে হচ্ছে!!
আমরাও একদিন লিখে ফেলব যাচ্ছে তাই,
তখন দেখব কে কোথায় নেয় ঠাই।
ইঞ্জা
দারুণ লিখলেন আপু
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ভাইটি।
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত
তৌহিদ
ভালো লেগেছে। তবে আপনি অসহায় এমন চিন্তা করবেননা। মনকে বশ করুন।
ভালো থাকবেন।
নীরা সাদীয়া
লেখাটি অনেক দিন আগের। আসলে জীবনের টানাপোড়েনের কারনে প্রায়ই এমনটা মনে হয়। বেকার জীবনটাই এমন।
শুভ কামনা জানবেন।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর হইছে নীরা। এইটা আমাদের নিত্যদিনের মনের অবস্থা। হিমশিম খাইতাছি টানাটানিতে 🙂
দারুন। তোমার কাছ থেকে ছন্দ শিখবো। 🙂
নীরা সাদীয়া
আপনারা আমার মত ছোট মানুষের লেখা পদেন, এই ঢের। আমার কী ধৃষ্টতা, আপনাদেরকে কিছু শেখাবো! বরং আপনাদের লেখা পড়ে নিত্যদিন অনেক কিছুই শিখি।
নীরা সাদীয়া
*পড়েন
শুন্য শুন্যালয়
তুমি বয়সে অনেক ছোট হলেও তোমার লেখার যেই ধার, ভাবনাচিন্তার যেই ম্যাচিউরিটি, তা আমাকে দিয়ে কখনোই হবেনা। লেখালেখিতে তুমি আমাদের অনেকের চাইতে বুড়ো 🙂
নীরা সাদীয়া
কী যে বলেন! আপনার লেখা আমি মুগ্ধ হয়ে পড়ি। আসলে সোনেলার একেকজন লেখক একেকটা সোনার খনি।
মনির হোসেন মমি
সঠিক পথের সন্ধ্যান মানুষের অজানা।সময় বলে দেয় পথের দিক।সুন্দর হয়েছে।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
প্রহেলিকা
ছন্দে ছন্দে বলে গেলেন
সত্য কিছু কথা
দ্বিধার ভেতর হাঁটা যেন
জীবনেরই প্রথা!
আমি, আপনি, তারা, সবাই
এই রোগেতে ভুগি,
চেয়ে দেখুন দ্বিধাহীনরাই
বাজায় ডুগডুগি।
নীরা সাদীয়া
ছন্দে ছন্দে আপনিও দিলেন দারুন উত্তর,
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর।
রিমি রুম্মান
বাহ! ছন্দে ছন্দে সুন্দর লেখা!
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
প্রায় সবারই এমন অবস্থা,
ছন্দের কবিতা ভালো হয়েছে।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ দাদা।
শুভ কামনা জানবেন।
মাহমুদ আল মেহেদী
চমৎকার উপস্থাপনা। ভালো লাগলো অনেক।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা জানবেন।
আসিফ ইকবাল
জীবনের টানাপোড়ে। জীবন কে যতোই নিজের মতী চালাতে চাই, সে ততোই চলে তার নিজের মতো।
নীরা সাদীয়া
তা ঠিক বলেছেন।
শুভ কামনা রইলো আপনার জন্য।
আসিফ ইকবাল
ধন্যবাদ।
সেডরিক
সুন্দর লিখেছেন।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে। অনেক শুভ কামনা জানবেন।
রিতু জাহান
ছন্দে ছন্দে লিখে ফেললে জীবনেরই দ্বন্দ্ব
অযথা কিছু টানাপোড়ন
বন্ধুর হয় যে জীবনের পথ তাকে টেনে ধরা খুব কঠিন।
বেশ লাগলো পড়ে।
নীরা সাদীয়া
তা ঠিক বলেছেন। জীবনটাই কেন যেন এমন। ছন্দ হারিয়ে ফেলি বারবার।
শুভ কামনা রইলো।