পড়ন্ত বেলা

সুপর্ণা ফাল্গুনী ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০১:৫৯:৫৯অপরাহ্ন কবিতা ৩৭ মন্তব্য

 

জীবনের পড়ন্ত বেলায়,
শেষ বিকেলের রক্তাক্ত রঙের ছোঁয়া লেগেছে।
সূর্য যখন পশ্চিমাকাশে ডুবে মরে তার ক্ষণিক আগে-
পুরো আকাশে তার রক্ত ছড়িয়ে দেয়।
আর জানিয়ে দেয় তার মৃত্যুর বার্তা সর্বস্তরে।
প্রতীক্ষার প্রহর গুণে গুণে সূর্য আবার উদয় হয়,
ভোরের আকাশে আলোর ঝলকানি নিয়ে।
কিন্তু মানবজীবন আর ফিরে আসে না এ ধরায়-
সে চিরতরে হারিয়ে যায় এ পৃথিবীর বুক থেকে।

রচনাকাল-১৯৯৮

১০৭৭জন ৮৮৮জন

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ