পুরনো ক্ষতটা আবারো জাগিয়ে সভ্যতা মাথা নুয়ে পড়ে বেগানা কুমারী মেয়ের মত জীর্ণতার প্রকোষ্ঠে
মানবতার লাল-নীল বাতিগুলো সভ্যতার পদতলে পদদলিত হয়ে জবরদখল করে নেয় সমস্ত মনুষ্যত্ব
অসভ্য পূজারী তবুও নিষিদ্ধ নারীর গল্পের আখ্যানে রাত-দিন মাতোয়ারা হয়ে থাকে।
ক্ষমতাবান পুরুষ তুমি কতদিন ঘুমাবে, নারীর যৌবনের প্রতি আর কত অর্ঘ্য ঢেলে স্বমেহনে মিটাবে বিপুল ক্ষুধা
সভ্যতার পোশাক আরও কত লম্বা হলে অষ্টাদশী প্রেমিকা তোমার নির্ভয়ে কাছে আসবে
রক্তচোষা বাদুরের মত কত রক্ত নিবে শুষে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম, সভ্যতার নামে অসভ্যতা
আধুনিক হওয়ার নামে আরও কত নগ্নতা দেখাবে তুমি।
কচুরিপানার মত ভেসে যাবে তোমার এ অস্বাভাবিক সভ্যতা, ঝরে পড়বে অবক্ষয়ের ধুসর পোশাক ঝরা পাতার মত
শুধু সময়ের অপেক্ষা………………।
তোমার স্বার্থবাদী ম্যানিফেস্টো সভ্যতার নোনা জলে ভেসে যাবে একদিন
সে দিন তোমার শরীর থেকে ঠিকই বের হবে সভ্যতার পচা দুর্গন্ধ।
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
হ্যাঁ , সত্যি একদিন এমন হবে ।
(y) (y)
স্বপ্ন নীলা
কঠিণ —– তবে ভাল লাগলো
সময় বড়ই কঠিন —সে কাউকেই ছাড়ে না
শুন্য শুন্যালয়
এখনই যে মাঝে মাঝে তাই মনে হয় 🙁