উড়ে যাওয়া কাকের বিরতিহীন শোক সংবাদে
বুড়িমার চোখ আওড়ায় গলিত মৃতদেহ।
ভাগাড়ে শকুনের উলঙ্গ উচ্ছ্বাস,
মধ্য দুপুরে সূর্য হারাবার শোক,
গোলাপের বাগানে এমন দুর্গন্ধ কিসের !
নাহ! কোন লাশ নেই, কোন জীবাশ্ব নেই,
কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট।
দখল জয়ে দেখো কেমন শোক বিলায় অবলীলায়।
হাটের পরে মাঠ, মাঠের পরে ঘাট,
অতপর ওরা পৌঁছে গেল যোনীপথে।
ওখানেও ওদের মৃত্যুর সুখ !
ওখানেও ওদের পঁচন আনন্দ !
মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।
***—————————————-***
২৭টি মন্তব্য
ফয়জুল মহী
শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালো হয়েছে।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয়।
এস.জেড বাবু
যুগের শ্রেষ্ঠ লিখা
গভীর চিন্তাশক্তি আপনার ভাই।
আরও দোয়া রইলো
হালিম নজরুল
অফুরান ভালবাসা ভাই।
এস.জেড বাবু
সেইম টু ইউ টু প্রিয় লিখক
ছাইরাছ হেলাল
এমন কঠিন সত্যের উপলব্ধি লেখায় প্রকাশ চাট্টিখানি কথা নয়।
উঁপর-চালাকি করে দুর্গন্ধ আঁটকে রাখা যায় না, যায় নি।
আপনি তো দেখছি কবির কবি।
অনেক অনেক ধন্যবাদ।
হালিম নজরুল
আমি পথিক। হাঁটতে চেষ্টা করছি সে পথে, যে পথটা প্রস্তুত করেছেন আপনারা।
ছাইরাছ হেলাল
কবি এখন বিনয়াবতার!!
যাই বলেন-লেখেন! আমার পড়ায় এই লেখাটিকে সব থেকে বেশী ভালোলাগা দিলাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা। ভালো থাকবেন। ধন্যবাদ।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা অফুরান।
প্রদীপ চক্রবর্তী
আপনার প্রতিটি কবিতা ভালো লাগার মতো।
ভালো থাকুন দাদা অনেক।
হালিম নজরুল
আপনাদের প্রেরণাই আমার চলার পথের পাথেয়।
সুপর্ণা ফাল্গুনী
দারুন , অনবদ্য। ভাইয়া বিষয়টি আপনি যেভাবে তুলে ধরলেন জাস্ট বিমোহিত হলাম।
মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস। প্রতিটি লাইন অসাধারণ। শুভ কামনা
হালিম নজরুল
সামান্য মানুষ আমি। আপনাদের সাথে থাকতে চাই। সমাজের দুর্গন্ধ দূর করার জন্য আমিও আপনাদের সহযোদ্ধা হতে চাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ । আমরাও সামান্য , সহযোদ্ধা হতে পেরে গর্বিত। ভালো থাকুন
সুপায়ন বড়ুয়া
“মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।”
এতো কঠিন কঠোর ভাষায় মানুষের উপর
বিশ্বাষ হারাতে চাই না বন্ধু।
জানি হতাশা আছে। আছে মৃত্যু শোক।
ব্যর্থতার গ্লানি আছি।
তবুও লড়ছে মানুষ খোদার শ্রেষ্ট জীব।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
তৌহিদ
দারুণ লিখেছেন ভাই। আসলে অমানুষ আর মৃত লাশের মধ্যে তেমন কোন পার্থক্য নেই।
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
দালান জাহান
নিদারুণ শোকাবহ চিত্র এঁকেছেন হালিম নজরুল ভাই। অভিনন্দন
হালিম নজরুল
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
আতর দিয়ে কি দুর্গন্ধ ঢাকা যায়?
অপুর্ব।
কবিতা লিখা আপনার কাছেই হাতেখড়ি নিতে হবে
হালিম নজরুল
আমি সামান্য একজন মানুষ, একটু লেখার চেষ্টা করি।
মোহাম্মদ দিদার
কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট”
মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।”
মনে দাগ কেটেনগেলো প্রিয় লেখক। গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ গঠেছে লেখায়।
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
মানুষ অমানুষ হলে তার গন্ধ হয় প্রকট,
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
হালিম নজরুল
আপনাদের প্রেরণা আমাকে লেখায় উতসাহ যোগায় ভাই।