নৈঃশব্দকে বেসেছি-ভালো

ছাইরাছ হেলাল ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৫:১০:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে
বৃষ্টি নামে, অবেলার বেলায়,
ক্রমান্বয়ে জড়ো করে রাখা, জড়ো হতে থাকা
বুদ-বুদ গুলো হারিয়ে গেল হুট-হাট করে
এই আচমকার বৃষ্টি-স্রোতে;

মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।

মুছে যাওয়া/খুলে যাওয়া ডানার শৃঙ্খলে,
উপচে পড়া স্বাধীনতার দুঃখ-তাপ মুছে ফেলে
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে বেসেছি-ভালো
করোনাকালের করোনালাপে।

ছবি……নেটের

৬১৪জন ৪৮২জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ