বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে
বৃষ্টি নামে, অবেলার বেলায়,
ক্রমান্বয়ে জড়ো করে রাখা, জড়ো হতে থাকা
বুদ-বুদ গুলো হারিয়ে গেল হুট-হাট করে
এই আচমকার বৃষ্টি-স্রোতে;
মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।
মুছে যাওয়া/খুলে যাওয়া ডানার শৃঙ্খলে,
উপচে পড়া স্বাধীনতার দুঃখ-তাপ মুছে ফেলে
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে বেসেছি-ভালো
করোনাকালের করোনালাপে।
ছবি……নেটের
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
এক্টু প্রথম হয়ে দেখি, কেমন লাগে 🙂
ছাইরাছ হেলাল
দু’এক বার মন্দ না, তবে অভ্যাস হয়ে গেলে অসুবিধা আছে!
ইসিয়াক
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে বেসেছি-ভালো
করোনাকালের করোনালাপে।
ঠিক বলেছেন ভাইয়া। কবিতায় ভালো লাগা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন
বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে
বৃষ্টি নামে, অবেলার বেলায়,
……….পাশের ঘরের টিনের চালের বৃষ্টির ঝমঝম শব্দটা আমার কাছে ঘুম পাড়ানি গানের মতোই লাগে। দুপুরে বেশ অন্ধকার দেখে বৃষ্টি নামবে ভেবে শুয়ে ছিলাম ঘুম পাড়ানি গান শুনার আশায়। কিন্তু ভালো গান শুনতে না পারায় ঘুমটাও ভালো হয়নি।
ছাইরাছ হেলাল
অপেক্ষা করুন, গান আপনি শুনতে পাবেন-ই।
আপনাকে শোনানো হবে গভীর ঘুম ভাঙ্গিয়ে হলেও।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
আজ দুপুরে ভালোই গান শুনে ঘুমাইছিলাম।
ছাইরাছ হেলাল
ঘুমপাড়ানি গান তাহলে ভালই চলছে!
চলুক।
সুপায়ন বড়ুয়া
“মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,”
একটুখানি বৃষ্টি আপনার হৃদয়কে এতো সুন্দর স্পর্ষ করতে পারে তা করোনাকালের আলাপে না হলে ব্যর্থ হতাম বলে।
ভালই লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হঠাৎ এই ক্ষাণিকের বৃষ্টি ছুঁয়ে দিয়েছে,
সেই অনুভুতিটুকুই টুকে দিয়েছে মাত্র।
ভাল থাকবেন অবশ্যই।
ইঞ্জা
মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।
বাহ চমৎকার লিখলেন ভাইজান।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ, ভাই।
নিরাপদে থাকবেন।
ইঞ্জা
ধন্যবাদ, শুভকামনা ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনাকেও ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আজকের বৃষ্টি টা মনটাকে কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে গেলো। ধন্য সুন্দর একখান করোনাকালের বৃষ্টি-কবিতা উপহার দেবার জন্য। একখান চন্দ্রবিন্দু পাইনি কাঁচের গ্লাসে। ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা
ছাইরাছ হেলাল
বৃষ্টিটি ভাল করেই ছুঁইয়ে গেছে, ছুঁইয়ে দিয়েছে,
আমার দুটো ডিকশনারিতে চন্দ্রবিন্দু নেই কিন্তু। চোখ চালু থাকবে।
ভাল থাকবেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
কাঁচ • (kãs)
glass
Synonym: ছিছা (sisa)। SiO2 সিলিকা যাহাকে বলে।
কাঁচ /বিশেষ্য পদ/ বালি, ক্ষার ইত্যাদি দ্বারা তৈরী পদার্থ বিশেষ; উজ্জ্বল কিন্তু অসার কাঞ্চনের বিনিময়ে পাইলাম কাঁচ.। আধুনিক বাংলায় অনেক কিছুই ব্যবহার করে না । তবে চন্দ্রবিন্দু দিয়েই ‘কাঁচ’ বানান শিখেছি। ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
হুম, এখনকার রীতিতে চন্দ্রবিন্দু নেই, ব্যাপার না।
অনেক অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে দেখতে পেয়েছেন,
আপনি তো মহা ভাগ্যবান
এমন নৈঃশব্দকে আমিও ভালোবাসতে চাই।
ছাইরাছ হেলাল
হুট করে ভালুবাসা হয় না, টাইম নিয়ে লেগে থেকে চেষ্টা চালিয়ে যান।
হলেও হতে পারে! ম্যালা প্যাড়া আছে অবশ্য!
সুরাইয়া পারভীন
নৈঃশব্দ্যের নিঃসঙ্গতাকে ভালোবাসতে পারলেই বাজিমাত। আহা! কবে যে আমিও ভালোবাসতে পারবো নিঃসঙ্গতাকে?
এমন দুর্দিনে আচমকা বৃষ্টির স্রোতে হারিয়ে যাবারই তো কথা।
ছাইরাছ হেলাল
অসাধ্য বলে কিচ্ছু নেই। আপনি অবশ্যই পারবেন।
বৃষ্টি হৃদয় ছুঁয়ে যাওয়ার-ই মত ছিল।
বৃষ্টি আমার খুব-ই পছন্দ, টের পেয়ে যাবেন।
ধন্যবাদ, আপনি নিরাপত্তায় থাকবেন।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । শুভ কামনা আপনার জন্য।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।
————-ভাললাগা জানালাম
ছাইরাছ হেলাল
আপ্নার জন্য- ও শুভ কামনা।
ভাল থাকবেন।
তৌহিদ
ঘরে থেকে নিস্তব্ধ নিরবতায় নিজের সাথে একাকী কথা বলাই ভালো। করোনায় কে যায় বাইরের চিৎকার চেঁচামেচিতে করতে? মরার চেয়ে এই ভালো।
ছাইরাছ হেলাল
অবশ্যই এই পদ্ধতি অতি নিরাপদ,
ভাল থাকবেন।