নীলের আবাহনে

ছাইরাছ হেলাল ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:৫৪:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

কারুকাজ সমেত সু-প্রাচীন ধ্যানিমত
একটি বিশাল বৃক্ষ দেখে, দাঁড়িয়ে গেলাম,
রৌদ্র-লগ্নতা এড়াতে;
কিছুটা বিশ্রাম নেয়া যেতেই পারে,
অরণ্য-ভাবনার ছিটেফোঁটা মিলে যাবে
সে আমি নিশ্চিত;

এখানে এখন-ও হাওয়ারা দোল খাচ্ছে/দিচ্ছে,
পাতারা শাখা-প্রশাখায় ভর করে
কৌমার্য সমেত হা করে আছে,আকাশ পানে!
উড়াল বাতাসের উজানে দাঁড়িয়ে
এই গভীর সবুজের বৃক্ষটি, ফুল-ফল বীজের
সমারোহে নিসর্গের এই নীল আবাহনে।

সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!

ছবি, নেটের।

৫৭৬জন ৪৬৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ