কারুকাজ সমেত সু-প্রাচীন ধ্যানিমত
একটি বিশাল বৃক্ষ দেখে, দাঁড়িয়ে গেলাম,
রৌদ্র-লগ্নতা এড়াতে;
কিছুটা বিশ্রাম নেয়া যেতেই পারে,
অরণ্য-ভাবনার ছিটেফোঁটা মিলে যাবে
সে আমি নিশ্চিত;
এখানে এখন-ও হাওয়ারা দোল খাচ্ছে/দিচ্ছে,
পাতারা শাখা-প্রশাখায় ভর করে
কৌমার্য সমেত হা করে আছে,আকাশ পানে!
উড়াল বাতাসের উজানে দাঁড়িয়ে
এই গভীর সবুজের বৃক্ষটি, ফুল-ফল বীজের
সমারোহে নিসর্গের এই নীল আবাহনে।
সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!
ছবি, নেটের।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
হালিম নজরুল
গভীরে ঢুকতে হলে আমাকে আরও দুই-চারবার পড়তে হবে।
ছাইরাছ হেলাল
ধুর! কী না কী কয়! কবি!
তৌহিদ
বৃক্ষের ছায়া সুশীতল তলে গা জুড়াতে জুড়াতে যার সেই বৃক্ষ নিয়ে এমন ভাবনা আসে সেইতো প্রকৃত প্রকৃতি প্রেমী। শতবর্ষীগুলো টিকে আছে বলেই এখনো পৃথিবী সুন্দর।
ছাইরাছ হেলাল
যে যাই বলুক/বলি,
বৃক্ষ-ই আমাদের শেষ ও একমাত্র আশ্রয়।
ধন্যবাদ।
ইসিয়াক
অসাধারণ একটি কবিতা।
#কবিতাটি লেখার সময় কি আপনার মনটা কোন কারণে বিষন্ন ছিলো হেলাল ভাই? কবিতার ভাজে ভাজে কেমন যেন বিষন্নতার ছোঁয়া।
#মন ছুঁয়ে গেছে কবিতাটি পড়ে।প্রিয়তে নিলাম।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।
এ লেখায় কোন বিষণ্ণতা নেই। আকাঙ্খা আছে প্রকৃতির মাঝে মিলিত হওয়ার।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বৃক্ষ আমাদের জীবন, প্রাণের স্পন্দন। আমার সবথেকে বেশী প্রিয় প্রকৃতির এই দান। খুব ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আমাদের প্রকৃতির কাছেই ফিরে যেতে হয়, সে অকৃত্রিম।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে
থাকবে ছায়ার সু-শীতল নির্মল আলিঙ্গন
থাকবে বাতাসের আলতো স্পর্শে প্রশান্তির ছোঁয়া
থাকবে সবুজ সতেজ অরণ্যের চোখ জুড়ানো তৃপ্তি
এ সব অবলোকন, উপভোগ করার জন্য আমরা থাকবো তো!!
চমৎকার লিখেছেন ভাইয়া
ছাইরাছ হেলাল
চির সবুজ প্রকৃতি ই আমাদের শেষ আশ্রয়, একমাত্র প্রশ্রয়,
আমরা থাকি বা না থাকি, সে থাকবে চির অম্লান।
চোখের যত্ন চালু রাখবেন, নিরাপদে থেকে।
সঞ্জয় মালাকার
সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!
চমৎকার লেখা দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
শামীম চৌধুরী
বাহ। তবে আমার কাছে খুবই কঠিন লাগছে। এর গভীরতা বুঝার ক্ষমতা আমার নেই। তবে ভাল লাগলো। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
উহ্, কোন কঠিন না।
গাছ/প্রকৃতি ই আমাদের ভালবাসা, তাকে আগলে বেঁচে থাকা।
এবারে কিন্তু ফকফকা।
নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
অপরাজিতা এখন বিরল। আমার প্রিয় ফুল।
প্রকৃতির এই ক্রান্তিলগ্নে নিশ্চয় সজীবতা ফিরে পাবে।
ছাইরাছ হেলাল
আমরা প্রকৃতির কাছেই আশ্রয় খুঁজি।
ভাল থাকবেন, আপনি।