
ঐ যোগাযোগ বিহীন সাধনার মাস,
আমাকে পিছিয়ে দিল আজীবনের জন্য।
অপেক্ষা ছাড়িয়ে যাবে,
এইজন্ম থেকে পুনর্জন্ম।
একি ছিল মোর কর্মফল?
স্বপ্ন দিয়ে বুনেছিলাম মায়াজাল,
হৃদয়ের সেই ক্ষত রয়ে যাবে চিরকাল।
হতেও তো পারতো এই দূর্ভাগা জীবনের গল্পটা আরেকটু সুন্দর।
তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি।
আর তোমার গল্পের প্রহরী আমি।
এটাই আমার নিয়তি, আমি মেনে নিয়েছি।
ভাগ্যবিধাতা কপালে আর বেশি কিছু লিখেন নি।
মুখ ফুটে অভিযোগ এখনো করতেও শিখিনি।
চোখের জল সৈকতে ডেউ খেলে,
আকর্ষণ করে পর্যটকদের।
শুধু তোমার মোহনায় গিয়ে মিলতে পারেনি।
এটা আমার নিয়তি,আমি মেনে নিয়েছি।
২৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নিয়তিকে মেনে নিতে জানলে কোনো কষ্টই আর কষ্ট থাকেনা।
কবিতা ভালো লেখেন আপনি।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
সৈকত দে
ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য। আপনি না থাকলে হয়তো তা আর হয়ে উঠতো না। আপনার সুন্দর ও সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি।
সাবিনা ইয়াসমিন
অবারিত শুভেচ্ছা আপনাকেও। 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি। এই কথাটি অসাধারণ
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ দিদি। চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দেওয়ার। আশীর্বাদ কাম্য।
সুপায়ন বড়ুয়া
তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি।
ব্যর্থ প্রেমের কল্প কথা
আর কতকাল শুনব
চলুন এবার জোট বাধি
সফল গল্প বলব
বিজয়ী শুভেচ্ছা !
সৈকত দে
সত্যিই এটা ব্যর্থ প্রেমের কল্প কথা। বিশ্বাস করুন আমিও সাফল্যের কথা লিখতে চাই। কিন্তু আমার জীবনে ব্যর্থতার পাল্লা টাই ভারি। তাই আর হয়ে ওঠে না।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।
নুরহোসেন
চমৎকার লিখেছেন ভালো লাগলো।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।
নিতাই বাবু
দারুণ লিখেছেন কবি। সত্যি মুগ্ধ হলাম। বিজয়ের শুভেচ্ছা জানবেন।
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
সৈকত দে
ধন্যবাদ দাদা।আশীর্বাদ ও সহযোগিতা কাম্য। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
কামাল উদ্দিন
ভাগ্যের বাইরে আমরা যেতে পারিনা, শুধু সর্বোচ্চ চেষ্টাটা করে যেতে পারি………কবিতায় ভালোলাগা।
সৈকত দে
ভাগ্যের নির্মম পরিহাস যেমনেই হোক মানিয়ে নিতেই হবে। যতটুকু পারি এই কবিতার মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ দাদা।
জিসান শা ইকরাম
একজনকে পাওয়া যায়নি বলে জীবন অর্থহীন হয়ে যাবে এমন নয়,
নিয়তিকে মেনে নেয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সৈকত দে
বিবেক দিয়ে নাহয় মেনেই নিলাম কিন্তু আবেগ? সে তো বেহায়া।
বার বার পিছু ছুটে যায়….
রেহানা বীথি
ভালো লিখলেন ব্যর্থ প্রেমের কবিতা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। দোয়া কাম্য।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন। নিয়তি মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ
যা আমার নয় তা যেখানে খুশি থাকুক তার খুশি তার গদ্যের, কবিতার, পদ্যের নায়িকা হোক
সৈকত দে
জীবন কেন জানি চোরা বালির মত। প্রেমে না পড়ার আগে বুঝা খুব কঠিন।
ছাইরাছ হেলাল
মানিয়ে নেয়াও জীবনের অংশ।
মন দিয়ে লিখুন।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। দোয়া ও সহযোগিতা কাম্য।