
সকালের গভীরে জবজবা কুয়াশায়
গৃহস্থালি অস্থিরতা জেগে ওঠে,
ভোর-বসন্তের আলতো রোদ এই বুঝি
চুপি চুপি চুপিসারে পালিয়ে যাবার পায়তারা কষছে,
কাউকে কিছু না-বলে কয়ে, পরকীয়ার নিটোল আনন্দে;
হৃৎপিণ্ড ফুঁড়ে রক্তপাত ছলকে ওঠে,
বসন্তের বিমূর্ত ছবি অক্ষত শরীর-স্বাস্থ্য নিয়ে
এই বুঝি পালানোর স্বভাবজাত ফন্দি আঁটছে,
কুশার ছল ধরে, ছল করে;
ভুল-পথে পথ-ভুলে স্খলন পড়ন্ত যৌবনের মেকি সোনালি
সুখ সুখ দুঃখে খড়ের গাদায় নাড়ার আগুন পুড়বে পোড়াবে;
সযত্নের অবিচ্ছিন্ন মনের সোনার সিন্দুকে গচ্ছিত
বসন্ত ভালোবাসা নৈঃশব্দের হ্রদে ভেসে বেড়াবে
শহুরেদের জঙ্ঘার পচা ডাস্টবিন এড়িয়ে;
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শব্দ চয়ণে বেশ হৃদয়গ্রাহী নিবেদন।
অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ,
ভাল থাকুন।
বন্যা লিপি
শীত কুয়াসা পালাবদল করে শিমুল পলাশের আগুন স্বরুপে বসন্ত এসেছে সেই কবে। এতো বুঝলাম! তারপর যা ওঠালেন শব্দের ঝংকারে!
বসন্ত দোলা দেয় ভুল পথে ভুলে ভুলে নাকি চিত্তচাঞ্চল্যের বিকৃত বহিঃপ্রকাশের কারসাজি? সে যাই হোক, প্রেম বা ভালবাসার বিলবোর্ড যেন ঝকঝকে তকতকে থাকে সবার মনে।
ছাইরাছ হেলাল
ভালোলাগার ভালোবাসাগুলো পরিযায়ী না হলেই হলো!!
ঝংকার আর হল কৈ!!
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তো বসন্তে উচাটন মন কখন কি যে করে ফেলে তা বোঝা মুশকিল। এমনিতেই ভুলে ভরা জীবন আমাদের তারমধ্যে রোমান্টিক বসন্ত আরো উত্তাল করে দেয় । সবাই যেন বসন্তে আরো শুভ্র, রঙীন আর পবিত্র হয় ফুলের মতো। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
বসন্ত বসন্তের মত ফুলে ফুলে জাগুক/থাকুক এ আমাদের প্রত্যাশা।
ভাল থাকুন।
আরজু মুক্তা
বিশুদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ হোক পৃথিবী।
ছাইরাছ হেলাল
তেমন প্রত্যাশা হোক আমাদের সবার কিন্তু……
নিরন্তর শুভ কামনা আপনার জন্য।
রেজওয়ানা কবির
বসন্ত এসে গেছে সবার মনে ভালোবাসার সঞ্চার হোক, ভালোবাসায় পরিপূর্ন হোক সবাই। শুভকামনা।
ছাইরাছ হেলাল
বাসন্তী রঙ রস ছড়িয়ে যাক প্রকৃতির পরতে পরতে সে আশা ই রাখি।
ভাল থাকবেন।
তৌহিদ
আপনার লেখা পড়ে মনে হলো ভালোবাসা কিছু সময় খাঁটি সোনা হয়ে ধরা দেয় জীবনে। শুধু খোঁজার মতো চোখ থাকতে হয়। শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
খোঁজার চোখ আর মন অবশ্যই থাকতে হবে।
পড়ার জন্য ধন্যবাদ।