একটা গল্প ছিল, পাখির।
অথবা নারীর পাখি হবার, মেঘের মত আদুরে
ইচ্ছেদের মত স্বাধীন আর প্রকৃতির মত উদাসীন
তোমার মত ইচ্ছে খুশির ঝলক ছিল অধরে
একটা গল্প ছিল, বৃক্ষের।
বৃক্ষ অথবা মানব, একলা প্রাণ
এক ঠায় দাড়িয়ে সয়ে যাওয়া ঝড় জল
খর তাপে চৌচির,কুয়াশার হিমে জমা,
উষ্ণ আদরে গলতে না জানা, অচঞ্চল
ধীর কিন্ত নিশ্চিত বেড়ে ওঠা, পাতায়, ডালে, শিকড়ে, মায়ায়
নিত্য কর্মের অবসরে, পাখি এসে মানবের প্রাণে দহন বাড়ায়।
একটা গল্প ছিল, প্রেমের।
নারীর পাখি হবার অথবা বৃক্ষের মানব হয়ে ওঠার।
রোদের ছায়া হয়ে, বর্ষণের মায়া হয়ে, পত্র পল্লবে
স্থির বৃক্ষ নারীকে সাজায় অন্তরতমা সাজে।
মানবের আদরে, মায়ায়, তুমুল প্রেমে
পাখীর প্রাণে আগুন, ডানায় ঝড়ের সুর বাজে।
এইবার শেষ গল্পটি, বিশ্বাসের।
অথবা আগাছা এবং পড়োপড়ো দেয়ালের।
নারী আর বৃক্ষের প্রেমে ফুটছিল নিভৃত যতনে
স্বর্গের আলো আর মানবিক সুবাসের ফুল, বিশ্বাস।
ভালোবাসার আলো জলে বেড়ে ওঠে আনমনে
মানবের আদরে পাখিটির ঘুম পায়, পায় ঈর্ষার নীলবিষে
দেয়ালের ফাঁকের আগাছারা পায়, লাল কৃষ্ণচুরা, ভাঁট ফুলেরা
আর পায়, বৃহন্নলাদের নেই নেই চিৎকার, আধ ঘুমে জাগরণে
একটা একটা ইট খুলে পড়ে, গাঁথুনি,
পলেস্তারা, পড়োপড়ো দেয়াল, বিশ্বাস
ঘুমঘোরে পাশ ফিরে শোয় নারী,
জানেনা নিশ্চিত পাহারা দেয়
বৃক্ষের হাহাকার দীর্ঘনিঃশ্বাস।
৩০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আগের লেখাটিতে ম্যাজিক ভালোবাসা দেখলাম ,
কিন্তু এবারে কি হাহাকার দেখতে পাচ্ছি ? লেখাটির অবয়বে যে নারীর ছাপ দেখছি ।
পাখি আর গাছেদের এ যন্ত্রণা আমরা মেনে নিচ্ছি না ।
আগুন রঙের শিমুল
এটা আগের লেখা হেলাল ভাই 🙂
ছাইরাছ হেলাল
মেনে নিলাম ।
আগুন রঙের শিমুল
ভাই,
অনেক আগে লিখছিলাম
মুলতঃ
শিমুল বিফল এক ফুল; শাপগ্রস্ত আগুন
ছায়াহীন বৃক্ষে সর্বাঙ্গে কন্টক অভিশাপ।
ধূলোয় গড়িয়ে শোধরানো কেবল গতজন্মের পাপ।
মালা হওয়া নেই, পূজোয় ব্রাত্য
সঙ্গী কেবল গাঙের বাউড়ি বাতাস;
ভাগ্য তারে বানিয়েছে এক পরিযায়ী বুনোহাঁস।
কিন্ত শিমুল আর বিফল ফুল নয়।
পরিযায়ী বুনোহাঁস তার শান্ত দিঘীর জল খুঁজে পেয়েছে 🙂
শুন্য শুন্যালয়
অভিশাপ কেটে ভাগ্য কোথায় নিয়ে গেলো তাকে ? শিমুল এখন বুনোহাঁস ? দারুন।
জিসান শা ইকরাম
আপনার লেখা যতই পড়ছি , ততই মুগ্ধ হচ্ছি শিমুল ভাই ।
অগনিত ভক্তের মাঝে একজন মুগ্ধ ভক্ত যুক্ত হয়েছে 🙂
শুভ কামনা ।
আগুন রঙের শিমুল
দাদা,
পাঠপ্রতিক্রিয়া ভালোবাসা প্রভাবিত হলে এমনই হয় 😀
(3 ইউ জিসান দা
জিসান শা ইকরাম
(3 ইউ শিমুল ভাই 🙂
আবিদ রোজীনা
পাখির উষ্ণ আদরে বৃক্ষের গলতে বেশী সময় লাগার কথা নয় শিমুল ভাইয়া 🙂
আগুন রঙের শিমুল
হ্যাঁ আপু পরিযায়ী বুনোহাঁস তার শান্ত দিঘীর জল খুঁজে পেলে জন্ম হয় নতুন পৃথিবীর ,
যে পৃথিবীর কিং অফ দ্যা কিংস ইজ শিমুল 🙂
ব্লগার সজীব
‘ ধীর কিন্ত নিশ্চিত বেড়ে ওঠা, পাতায়, ডালে, শিকড়ে, মায়ায় ‘ ……… মায়া বড় সাংঘাতিক একটি বিষয় ।
কবিতা ভালো লেগেছে খুব ।
আগুন রঙের শিমুল
হ সজীব ভাই
মায়া হচ্ছে সৃষ্টির মুল কথা ধংসের ও 🙂
স্বপ্ন
ভালোবাসা বেচে থাকুক।
আগুন রঙের শিমুল
হু
ভালোবাসা অনন্ত জীবনের আগুনে স্নান সেরে অমৃত পান করে নীলকণ্ঠ হোক।
অনন্তকাল বাঁচুক
মা মাটি দেশ
একটা গল্প ছিল প্রেমের খুব হৃদয় ছোয়াঁ উক্তি -{@ (y)
আগুন রঙের শিমুল
🙂
পুষ্পবতী
কবিতা ভালো লাগলো। -{@
আগুন রঙের শিমুল
থেঙ্কু 🙂
বনলতা সেন
এটি ভেবে ভালো লাগল যে অবস্থার উত্তরণ হয়েছে ।
তাই আনন্দের লেখা চাই নিয়মিত ।
আগুন রঙের শিমুল
চেষ্টা করবো সর্বোচ্চ 🙂
আদিব আদ্নান
সুন্দর লেখা ও মন্তব্য পড়ে অনেক ভাল লাগল ।
আগুন রঙের শিমুল
থেঙ্কু আদনান 🙂
ইকু
অস্থির 😀 😀 অনেক ভালো লাগলো
আগুন রঙের শিমুল
😀
সিনথিয়া খোন্দকার
কবিতা লেখার সময় কবির মুখের অভিব্যাক্তি গুলো দেখে যে অভ্যস্ত, তার মন্তব্য খুব প্রয়োজনীয় কিছু না হলেও বলি-
প্রচন্ড ট্র্যাজেডী, সৌন্দর্যের বর্ণনা কিংবা শারীরিক প্রেমের আবেদন ছাড়াও যে সার্থক কবিতা হয় তা আগে জানা ছিল না।
আগুন রঙের শিমুল
🙂
তার মতামতই সবচেয়ে জরুরী
কারন তার পক্ষে অনুভূতি গুলো বোঝা সহজ (3
তাপসকিরণ রায়
খুব সুন্দর আবেদন মাখা,নারীর বাস্তবিক রূপ কাব্যিক ভাবে ফুটে উঠেছে–লেখার যথাযথ ভাষা পেয়েছে কবিতা–ভাব বিভোর কবির সঠিক উচ্চারণ এখানে ধরা পড়ে–ধন্যবাদ কবি !
আগুন রঙের শিমুল
আপনাকেও ধন্যবাদ দাদা
সাদিক মোহাম্মদ
বাহ! সুন্দর কবিতা……
আগুন রঙের শিমুল
thnx 🙂