নন্দিনী , আমি তোমাকেই ভালোবাসি
তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি ;
ভালোবাসি সমগ্র চেতনায়, গভীর উষ্ণতায় ।
সোনারূপার তুলিতে ক্যানভাসে ছবি আঁকি,
আঁকি গল্প কথার চর ।
তাকে ভালবাসি গভীর মমতায়
আমার উতল হৃদয়
চিঠি লেখে গল্প বর্ণনায় , ছন্দ কবিতায় ।
তালদিঘি, কাশফুল, মা হাসের জলমিছিল
সব মিলে মিশে সংসারটা ঝিলমিল
নিপুণ এক ভাস্কর্য যার অপূর্ব মুখমণ্ডল;
পরম যত্ন আর নৈপুণ্যে দক্ষতায় অলঙ্করণ।
নন্দিনী,
এও এক সন্ধি, একত্র বসবাস এখন বাসী
মনমন্দিরে তুমি নিয়েছ ঠাই, তাই ফিরে আসি ।
সে আমার ঘটির জল , তোলা আছে ঘরে
প্রতিমা প্রতিষ্ঠিত সমাজ আর সামাজিকতা ঘিরে ।
নন্দিনী ,
তুমি দেহহীন দেহবল্লরী।
তুমি আমার দিঘি আমার আকণ্ঠ সুধা বারি ।
তোমার সান্নিধ্যে হৃদয় এক মন্দির
অবগাহনে করি তোমার প্রতিকৃতি স্থাপন
গ্রহন কর বা না কর
তোমাতে আমি করেছি সমর্পণ ।
০৭/০৮/১৫
১৪টি মন্তব্য
তানজির খান
তুমি আমার দিঘি আমার আকণ্ঠ সুধা বারি – সাধু, সাধু। খুব ভাল লাগলো কবিতা।
পারভীন সুলতানা
ধন্যবাদ , আমি উৎসাহিত
শুন্য শুন্যালয়
তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি..এই লাইনটা ভাবালো। দুজনকেই একইভাবে ভালবাসা সম্ভব কিনা এটা আমাকে ভাবায় অনেক সময়। মনে হয় সম্ভব। ঘটির জলে একটা মায়ার স্তর পরে যায়। সে মায়া সাংঘাতিক। আর দিঘীর জলে সাঁতার কাটার আনন্দ সেও বর্ননাতীত। মানব মন বড্ড জটিল। ভীষণ ভালো লাগে আপনার অন্যরকম লেখা কবিতাগুলো।
পারভীন সুলতানা
তাহলে আমি সার্থক । কেননা আমার নিজের জীবনটাই অন্য রকম । ধরাবাধা জীবন আমি পাইনি , তাই উল্টো পায়ে চলি ।
নীলাঞ্জনা নীলা
আবেগ ভরা একটা নরম-কোমল-আদুরে ভালোবাসার কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেলো।
ভালোবাসারা ভালো থাকুক
বেঁচে থাকুক।
-{@ (3
পারভীন সুলতানা
বিভক্তি ভালবাসা ? আপনি বিশ্বাস করেন ? আমি করিনা । এগুলো শুধু পুরুষের মন ভোলানো কথা ।
নীলাঞ্জনা নীলা
ভালোবাসা বিভক্ত নয় তো! একেকজন একেকরকমভাবে অনুভব করে আপা। আপনি মেয়ে, আমিও।
কিন্তু আমাদের ভালোবাসা কি এক?
পুরুষও ভালোবাসতে জানে। কিন্তু সংখ্যায় কম। এই যে এখানে ব্লগে যারা পুরুষ আছেন,
মন্তব্য করছেন, উনারা কি শুধুই মন ভোলানো কথাই বলেন?
আপনি জ্ঞানী মানুষ, যদি ভুল কিছু বলে ফেলি ক্ষমা করে দেবেন।
পারভীন সুলতানা
আমি ত দেখা পাইনি । কিন্তু এটুকু দেখেছি এরা যখন নিজের করে পেতে চায় তখন এদের প্রকাশ দেখে মনে করার অবকাশ থাকে না যে এর চেয়েও কেউ বেশি ভালবাসতে পারে । কিন্তু পথ চলতে গিয়ে দেখেছি পুরুষ শুধু তার নিজের প্রয়োজনটাই ভাল বোঝে । হ্যা ব্যাতিক্রম সব কিছুতেই আছে কিন্তু তাদের সঙ্খ্যা বড় নগন্য ।
মরুভূমির জলদস্যু
-{@ তুমি দেহহীন দেহবল্লরী।
তুমি আমার দিঘি আমার আকণ্ঠ সুধা বারি । -{@
চমৎকার
পারভীন সুলতানা
ধন্যবাদ,
মিথুন
আপনার শব্দগুলোই বলে দিচ্ছে, লেখার হাত আপনার। সামাজিকতার বাইরে একটা মন আছে, সে মন দিঘীর মতই। খুবই সুন্দর কবিতা আপু……
পারভীন সুলতানা
তা হলে বলতে হয় উতরে গেছি আমি । আমি যে অনেক লিখতে চাই ।
রিমি রুম্মান
তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি___ লাইনটি অন্যরকম ভাবালো। সুন্দর। শুভকামনা।
পারভীন সুলতানা
এটা একটা ফাকি দেয়া মনভোলানো কথা, পুরুষের স্তুতি