নদী নিয়ে কতকিছু লেখা যায়। কত কবিতা, কত গান, কত ছবি নদীকে নিয়ে। মানব সভ্যতার সাথে নদী জড়িয়ে আছে ওতপ্রোত ভাবে।
মিশরের নীল নদ, চীনের মেকং নদী, উত্তর আমেরিকার মিসৌরি নদী, রাশিয়ার ভলগা নদী, ভারতের গঙ্গা নদী, ব্রাজিলের আমাজন নদী জগৎখ্যাত।
নদীতেই মিশে আছে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। একটি দেশের পরিচয় এবং স্বাতন্ত্রবোধ নদীর মাঝে থাকে মাঝে মধ্যে।
প্রতিটি নদীর উৎপত্তি কোন না কোনো ঝর্না হতে এবং এর শেষ গন্তব্য কোনো না কোনো সমুদ্র বা মহাসমুদ্র। বহমান নদীর তীরেই গড়ে উঠেছে বিভিন্ন সভ্যতা। কেহ বা নদীকে সম্পদ ভাবে, কেহ আবার নদীকে মেরে ফেলে নিজেদের স্বার্থে।
বাংলাদেশের স্বাধীকার আদায়ে এবং নিজেদের একটি আলাদা পরিচিতির জন্য একটি শ্লোগান ১৯৬৯ এর ছাত্র গন আন্দোলনে বেশ প্রভাব ফেলেছিল। স্লোগানটি ছিলো ” তোমার আমার ঠিকানা – পদ্মা মেঘনা যমুনা “। এই শ্লোগানের তিনটি নদীই বাংলাদেশের প্রধান নদী। এই শ্লোগানে তৎকালীন পশ্চিম পাকিস্তানের কোনো নদী ছিলো না। শ্লোগান দিয়েই পাকিস্তানী শোষকদের বুঝিয়ে দেয়া হয়েছিল যে আমরা আমাদের নিয়েই সন্তষ্ট, তোমাদের কোন কিছু আমাদের প্রয়োজন নেই, আমাদের ঠিকানা এই তিন নদীর দুই কুলে।
এই শ্লোগানেই বাংলাদেশের মানুষ পেয়েছিল তার আত্ম-পরিচয়। আমরা ধীরে ধীরে এই শ্লোগানকে ধারণ করে স্বাধীনতার দিকে ধাবিত হয়েছি।
আমার বিবেচনাই স্বাধীকার আন্দোলনে পৃথিবীর সেরা সুন্দর, শক্তিশালী, সাংস্কৃতিক শ্লোগান এটিই।
ছবি তোলক: আমি সাবিনা ইয়াসমিন,
৪০টি মন্তব্য
মোহাম্মদ দিদার
খুব ভালো লাগলো আপু।
শ্লোগানটি ছিলো ”
তোমার আমার ঠিকানা – পদ্মা মেঘনা যমুনা “।
অজানা হলো জানা।
সাবিনা ইয়াসমিন
সুন্দর এবং প্রথম মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ দিদার ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
প্রিয় শ্লোগান।
নদীর ধারে হাট-বাজার, বেদের বহর, সাপের খেলা…. কত স্মৃতি ভেসে ওঠে চোখে। কিন্তু কষ্ট হয় যখন দেখি, নদীগুলো তাদের সেই সৌন্দর্য হারিয়ে ফেলছে। টলটলে পানিতে ভরপুর নদীগুলো এখন আর নেই সেরকম!
সাবিনা ইয়াসমিন
আমাদের দেশের নদীগুলোর বর্তমান অবস্থা এখন খুবই নাজুক। অথচ বাংলাদেশ সবুজ-শ্যামল রুপ পেয়েছে এই নদীর অবদানে।
ভালোবাসা অফুরান বিথী আপু ❤❤
আকবর হোসেন রবিন
নদী নিয়ে অনেক কালজয়ী গানও রয়েছে। আমরা নদীর কাছে অনেক অনেক ঋণী। ধন্যবাদ আপনাকে, সুন্দর লেখার জন্য।
“ রূপালী নদী রে, রূপ দেইখা তোর হইয়াছি পাগল।”
“এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।।”
“এখানে রমণীগুলো নদীর মতন
নদীও নারীর মত কথা কয়।।”
“ও রে নীল দরিয়া
আমায় দে রে, দে ছাড়িয়া”
সাবিনা ইয়াসমিন
“এখানে রমণীগুলো নদীর মতন
নদীও নারীর মত কথা কয়।।”,,,
” পদ্মার ঢেউরে মোর শুন্য হৃদয় পদ্ম
নিয়ে যা যারে ”
কত কত গান নদীকে নিয়ে। ভাটিয়ালী, ভাওয়াইয়া, পল্লীগীতি গুলোর সাথে নদী মিশে আছে আত্মা আর দেহের মতন। নদী মিশে আছে জীবনের প্রতিটি ছন্দে।
চমৎকার মন্তব্যে অণুপ্রেরনা রেখেছেন রবিন। শুভ কামনা অবিরত 🌹🌹
শাহরিন
আরে ধানসিঁড়ির কথা তো বলেনই নাই!!! ওটা তো সোলেনার জনপ্রিয় নদী।
সাবিনা ইয়াসমিন
আরে!! তাইতো, আমিতো ভুলেই গিয়েছিলাম 🙂
জিসান শা ইকরাম
ছবিটার দিকে তাকিয়েই আছি,
লেখা পড়বো কখন!!!
সাবিনা ইয়াসমিন
এসব কি!! কমেন্ট দিতে এত আলসেমি কেন?
মোঃ মজিবর রহমান
কোন নদীর কোন বাঁকে
মন মেতেছে কোন সাঁজে
ক্যামেরা মেতেছে রাঙ্গিয়ে
ছবি সবার হৃদয়ে আঁকিয়ে ।
দারুন একটি ছবি মন ভরিয়ে স্বাধিকার থেকে স্বাধিইনতায় গেছি মিশে।
সাবিনা ইয়াসমিন
বাহ, মজিবর ভাই আপনি কবিতায় কমেন্ট দিয়ে মনটা খুশি করে দিলেন!!
নতুন লেখা দিন, পড়বো 🙂
মোঃ মজিবর রহমান
পারছিনা ক্ষমা করিও আপু। ইচ্ছে করলেও ইচ্ছা পুর্ন হয়না। আমার তাই। নিশ্চুপ বসা হলে কিক্সহুই আসেনা। আর নতুন চাক্রি ম্যাচে থাকা খুব বেমানাআন লাগছে। মেয়েটা বুঝলেও ছেল্বটা শুধুই আব্বুজি য়ুই না বলে গেলা কেন? কারন আমি পুর্বের থেকে কম ও একটি ঘর করতে পকেট খালি আবার তখনকার কোম্পানির প্রায় ৫ মাসের বেতন ফেলে চলে এসেছি। ফাইনান্সিয়াল ক্রাইসিস মাত্র সাড়ে তিন বচ্ছেরে ছেলে বুঝবেনা। ওরে না বলেই এসেছি চুরি করে। কারন পা ধরে দাড়িয়ে থাকবে। ছাড়বেনা। যাইহোক আল্লাহ খুব ভাল রেখেছেন একটি চাকরি পেয়েছি তাতেই আল্লাহর শুকরিয়া।
আর আমি অস্থিরতা নিয়া লিখত্র পারিনা।
আল্লাহ সহায় হলে আবার লিখিব বোন।
ভাল থাকুন। শুভেহা রইল।
সাবিনা ইয়াসমিন
মানসিক অস্থিরতা নিয়ে আসলে কিছুই হয়না। দোয়া করি আপনার আগামীর দিনগুলো ভালো আর সুন্দর হোক।
শুভ কামনা রইলো মজিবর ভাই 🌹🌹
নীরা সাদীয়া
ঐ শ্লোগানটার যে এই তাৎপর্য তা আপনার এ পোস্ট না পড়লে অজানাই থেকে যেত। পঃ পাকিস্তানের কোন নদী ছিলো না। জ্ঞানেেের ভান্ডার সমৃদ্ধ করলাম।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ নীরা।
শুভেচ্ছা ও শুভ কামনা অফুরান 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
নদী পথ ধরে আমাদের অগ্রযাত্রা।
নদীকে নিয়ে আমাদের সভ্যতা।
তোমার আমার ঠিকানা পদ্মা,মেঘনা,যমুনা।
তাই স্বাধীকার থেকে স্বাধীনতা।
কিন্তু আজকাল নদীগুলো মানুষের হারিয়ে যাচ্ছে।
হয়তো নদীমাতৃক বাংলাদেশ এই কথাটি কোনদিন কালের গর্ভে হারিয়ে যেতে পারে।
সাবিনা ইয়াসমিন
নদীগুলো হারায় না ভাই, আমরাই এদের হত্যা করি। নিজের প্রয়োজন মেটানোর পর উপকারী বন্ধুর কথা দ্রুত ভুলে যাওয়াই মানুষের সহজাত প্রবৃত্তি। এর থেকে নিস্তার পায়না প্রকৃতিও। 🙁
সুরাইয়া পারভিন
নদীর উৎপত্তি কোনো না কোনো ঝর্ণা থেকে
নদী গিয়ে মিশে গেছে কোনো না কোনো সমুদ্রে
প্রাণের এই শ্লোগানটিও মিশে রয়েছে প্রত্যেকটি বাঙালির রক্তে,,,চমৎকার লিখেছেন আপু
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সুরাইয়া।
ভালোবাসা নিও,
নতুন লেখা দিও,
শুভ কামনা অবিরত 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
পাকিস্তান বানানটি ঠিক করে দিবেন।
নদভ্রমণ আমার খুব প্রিয়। নদীভ্রমণ নিয়ে আমার একটি কবিতা আছে। কবিতাটি এই ব্লগে পোস্ট করবো দু’একদিনের মধ্যে ইনশাআল্লাহ।
সাবিনা ইয়াসমিন
ঠিক করেছি ভাইয়া। ভুলটুকু ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।
আপনার লেখাটি পড়বো ইনশাআল্লাহ।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
ভাবতে ভাল লাগে আমাদের মাঝে নদী-ভাবনার(!) কেউ আছেন।
ধানসিঁড়িকে বাদ দিয়ে কেউ ভাবলে ভাবতে চাইলে জাতি তা মেনে নেবে বলে মুনে হয় না।
আমাদের ছবি তোলক আছে জেনে আনন্দ হচ্ছে অনেক।
নদীর অন্য রূপ নিয়ে কিছু কইলেও পারতেন। জনপদ খেয়ে ফেলা, লঞ্চ-ইস্টিমার ডুবিয়ে/চুবিয়ে দেয়া!
সাবিনা ইয়াসমিন
ধানঁসিড়ি নিয়ে ভাবার জন্যে আপনিই পারফেক্ট মহারাজ, আমি ওটাতে এত্তো গড়াগড়ি দিতে পারিনা 🙂
আমি নদী ভালোবাসি, তাই এর ভালো ভালো রুপটাই প্রকাশ করি। ভালোবাসার জিনিসের বদনাম করা ঠিক না। 😀😀
ছাইরাছ হেলাল
চুব/ডুব খেলে চেপে যেতে বলছেন!
আরজু মুক্তা
শ্লোগান তো নয় নিজেকে ফিরে পাবার আহবান
সাবিনা ইয়াসমিন
হু, নিজেকে নিজের মাঝে আমন্ত্রন করা, নিজেই নিজের অলিন্দে আবিষ্ট হওয়ার মতো 🙂
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
সবার বলা শেষ হলে আবার আসবোনে।
মোঃ মজিবর রহমান
আসিয়েন কিন্তু দেখা হবেনা। তখন।
মনির হোসেন মমি
কি যেন ভাইয়া!
আর করো লগে না হইলোও কবরে গেলেও আপনার লগে দেখা হইব হুম।দেহেন না আফার পোষ্টের কি অবস্থা! কত সুন্দর কইরা নদীরে শ্লোগানের লগে মিলাইয়া স্বাধীনতার শক্তিকে টেনে এনেছেন। অল্প কথায় এতো চমৎকার বক্তব্য লিখে কেমনে তাই ভাইব্বাই চিন্তায় মরি।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা। মাইক রেডি আছে। বকৃতা কি দাঁড়িয়ে দিবেন না বসে দিবেন ছোট্ট ভাই? চেয়ার রেডি রাখবো? 😉
মনির হোসেন মমি
ওহ্ আফা সরি হুইন্না লাইছেন!!! না আফা আপনি মুরুব্বি মানুষ আপনেরে এতো কষ্ট করতে দিমু না, দাড়াইয়াই কমু।
তৌহিদ
নদী নিয়ে পৃথিবীতেতে এমন কোন লেখক নেই যারা দু’কলম লেখেনি। আমার তাই ধারণা। এবং আমাদের সাবিনা আপুও সোনেলায় নদী নিয়েই লিখলেন!!
নদী মা, নদী জায়া, নদী জননী। এরুপ ভাবাবেগ যাদের মধ্যে আছে তারাই নদী ভালোবাসে, নদীকে নিয়ে লেখে। নিঃসন্দেহে আপনিও তাদের একজন।
সুন্দর লেখা আপু। শুভকামমা রইলো।
তৌহিদ
দুঃখিত, শুভকামনা হবে।
সাবিনা ইয়াসমিন
চমৎকার মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইলো তৌহিদ ভাই। ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
আপনার লেখা “নদী ও শ্লোগান” শিরোনামে লেখাটি সত্যি প্রশংসার দাবি রাখে। আপনার লেখার সাথে আমিও একটি শ্লোগান যোগ করতে চাই
“নারায়ণগঞ্জবাসীর ঠিকানা, শীতলক্ষ্যা ছাড়া বুঝি না”
সাবিনা ইয়াসমিন
দাদা, আপনি নদী প্রিয় মানুষ, আমি জানি। ভালোবাসেন দেশকে, ভালোবাসেন আপনার শীতলক্ষ্যাকে। শ্রদ্ধা ও শুভ কামনা আপনার প্রতি সব সময়েই রাখি। ভালো থাকুন 🌹🌹
নিতাই বাবু
শুভকামনা থাকলো দিদি।
অনন্য অর্ণব
এটা এমন একটা প্রবন্ধ যেখানে অল্প পরিসরেই বিস্তর প্রকাশ। আছে আমেরিকা, আফ্রিকা, ইউরেশিয়া মহাদেশের প্রকৃতি বন্দনার পাশাপাশি বাংলার স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত বর্ণনা। চমৎকার উপস্থাপন আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ অনন্য। নদীকে ভালোবাসি, ধারণ করি আপন অস্তিত্বে। তেমনি ভালোবাসি নিজ দেশ, মাতৃভাষা।
শুভ কামনা 🌹🌹