ব্লগার ইঞ্জা সদা হাসিমুখে থাকা, অত্যন্ত বন্ধু ভাবাপন্ন একজন মানুষ। তার লেখা লেখির ভুবন ছিলো ফেইসবুক। ফেইসবুকেই পরিচয় তার সাথে। সোনেলা ব্লগের বিষয়ে আলাপ করার সাথে সাথেই সোনেলায় আইডি করে ফেললেন ৪ বছর ৬ মাস ২৮ দিন আগে। অল্প দিনের মধ্যেই নিজেকে একজন ব্লগার লেখক হিসেবে সোনেলায় প্রতিষ্ঠিত করেছেন। নিজে যেমন লেখেন, অন্য ব্লগারদের মন্তব্য দিয়ে উৎসাহিত করেন তার চেয়েও বেশী। তার লেখায় প্রাপ্ত মন্তব্যের ( ৪৩৫৯ ) চেয়ে তার করা মন্তব্যের ( ৪৬৬২ ) সংখ্যা এটিই প্রমাণ করে।
সোনেলার প্রতি তার ভালোবাসা অসীম। তার অনুপ্রেরণায় সোনেলায় অনেক ব্লগার এসেছেন, যারা এখন এখানে সফলতার সাথে ব্লগিং করেছেন। কয়েকবার ইঞ্জা ভাইয়ের সাথে আমার সাক্ষাত হয়েছে, বহুবার ফোনে আলাপ হয়েছে। সোনেলাকে কতটা ভালোবাসেন উনি তা ওনার সাথে কথা বলার সময়ই উপলব্ধি করেছি। আমাদের সকলের ভালোবাসার সোনেলাকে ধ্বংস করার জন্য সর্বশেষ চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেকের সাথে তিনিও সোনেলাকে রক্ষা করার ভুমিকায় ছিলেন। বেঈমান মীরজাফরদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সোনেলার প্রতি গভীর ভালোবাসার পরিচয় দিয়েছেন। ” সোনেলা ব্লগ কারো ব্যক্তিগত ব্লগ নয়, তাই ব্যক্তিগত দ্বন্দ্বে ব্লগকে ধ্বংস করা যাবে না। ব্লগ ধ্বংস করার চক্রান্ত রুখতে হবে। ” তার এই কথা আমার মত যারা সোনেলাকে ভালোবাসেন তাঁদের সবার অন্তর স্পর্শ করেছিলো। সোনেলা ব্লগ ইঞ্জা ভাইর প্রতি কৃতজ্ঞ।
গল্প লেখায় ইঞ্জা ভাইর খুব প্রিয়। উপন্যাস সম কয়েকটি গল্প তিনি লিখেছেন সোনেলায়। কতটা ধৈর্য থাকলে একজন মানুষ একটি গল্পের চল্লিশটি পর্ব লিখতে পারেন, তা আমি কল্পনাও করতে পারিনা। তার লেখা ধারাবাহিক গল্প সমূহঃ
ভালোবাসি তোমায় : এটি চল্লিশ পর্বে সমাপ্ত করেছেন।
নদী : এটি কুড়ি পর্বে সমাপ্ত করেছেন।
জলতরঙ্গ : এটি সাত পর্বে সমাপ্ত করেছেন।
এক মুঠো ভালোবাসা : এটি চলমান যার আঠার তম পর্ব চলছে।
তার গল্পে সহজ সরল বর্ণনা, চরিত্র গুলো যেন আমাদের চেনা, ঘটনা সমূহ আমাদের অত্যন্ত পরিচিত। মনে হয় যেন আমরা এসব গল্প দেখছি আমাদের চোখের সামনে।
প্রচুর বিদেশ ভ্রমণ করেন তিনি। বিদেশ ভ্রমন নিয়ে তার কয়েকটি পোষ্ট আমাদের সে সব দেশ সম্পর্কে ধারনা দিয়েছে।
সমসাময়িক বিষয় নিয়েও তার প্রচুর লেখা আছে সোনেলা ব্লগে। প্রতিবাদী মানুষ তিনি। তা তার বিভিন্ন লেখায় ফুটে উঠেছে। অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করবেনই।
সোনেলায় তার চার বছর ছয় মাসের অধিক জীবন তার। অথচ মনে হয় এইত সেদিন এলেন তিনি। কখন তিনি দুইশত পোষ্ট লিখে ফেললেন লক্ষই করিনি। নিজের অসুস্থতা কাটিয়ে ব্লগে এখনো নিয়মিত হতে পারিনি। সোনেলার একজন এডমিন জানান আমাকে এটি। আমি পুরোপুরি সুস্থ না হলেও সোনেলার এই পরীক্ষিত বন্ধুকে শুভেচ্ছা, অভিনন্দন জানাবো না তাকি হয়?
দ্বিশততম পোষ্টের জন্য প্রিয় ব্লগার ইঞ্জা ভাইকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সদা ভালো থাকুক উনি পরিবার পরিজন নিয়ে। ট্রিপল সেঞ্চুরী পোষ্টের জন্য আমরা বেশী অপেক্ষা করতে পারবো না ভাই, দ্রুত ট্রিপল সেঞ্চুরী করুণ।
৩৫টি মন্তব্য
জাহিদ হাসান শিশির
তিনি এই ব্লগের রাজা। কোন সন্দেহ নাই। শুভেচ্ছা জানাচ্ছি।
জিসান শা ইকরাম
অনেক বড় শুভাকাঙ্ক্ষী তিনি সোনেলা ব্লগের।
ধন্যবাদ আপনাকে,
শুভেচ্ছা আপনার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, শুভাকাঙ্ক্ষী কিনা জানিনা কিন্তু হাঁ ভালোবাসি সোনেলাকে। 😍
জাহিদ হাসান শিশির
আমরাও আপনাকে ভালোবসি ইন্ঞ্জা ভাইজান।
ইঞ্জা
ধন্যবাদ ভাই। 😍
ইঞ্জা
ভাই রাজা তো আমরা সবাই, আমার আগেও বেশ কয়েকজন দ্বিশত, তিনশত পোস্ট দিয়ে ফেলেছেন।
ধন্যবাদ ভাই। 😍
জিসান শা ইকরাম
চারশত আছে দুইজন 🙂 ছাইরাছ হেলাল, মনির হোসেন মমি।
ইঞ্জা
বুঝেন অবস্থা, উনাদের তুলনায় আমি তো শিশু মাত্র।
ছাইরাছ হেলাল
অভিনন্দন ভাই।
ক্যামনে কী করলেন! টের-ই তো পাইলাম না,
হে-দিন না শুরু করলেন!
ইঞ্জা
ভাই কিভাবে কি করলাম তাও জানিনা, দ্বিশততম পোস্ট দিয়ে হটাৎ প্রবেশ করলাম নিজ ব্লগে যেমন কয়েকমাস পরপর যায়, তেমনি ভাবে প্রবেশ করে নিজেই হতবাক হয়ে গিয়েছিলাম দেখে এই কিছুক্ষণ আগে দ্বিশততম পোস্ট দিয়ে এলাম। 😂
ধন্যবাদ ভাইজান, ভালোবাসা জানবেন।
জিসান শা ইকরাম
সেটাই, দিন চলে যায় কত দ্রুত।
ইঞ্জা
জ্বি ভাইজান, দ্রুতই দিন ফুরিয়ে যায়।
ইঞ্জা
আমি আপ্লুত, আমি আনন্দিত, এরচেয়ে বেশি আমি সম্মানিত, প্রিয় সোনেলার বন্ধুসম আমার ভাইজান আমার দ্বিশততম পোস্টের জন্য অভিনন্দন জানালেন যা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, এই জন্যই ভালোবাসি সোনেলাকে, ভালোবাসি আপনাদের সবাইকে, আন্তরিক ধন্যবাদ আপনাকে সহ সোনেলার সকল সোনাদের।
শুভেচ্ছা ও শুভকামনা অফুরান।
ধন্যবাদ অনিঃশেষ।
জিসান শা ইকরাম
আপনাকেও ভালোবাসি ইঞ্জা ভাই, আমি এবং সোনেলার ব্লগারগনও।
সবার প্রিয় আপনি।
শুভ কামনা সব সময়ের জন্য।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই। ❤💕
শাহরিন
অগনিত ভালোবাসা আর অভিনন্দন ইঞ্জা ভাই। সুস্থ থাকুন আর আমাদেরকে সুন্দর সুন্দর লেখা উপহার দিন
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু, আশা করছি আপনারাও দ্রুত শততম লেখা আমাদেরকে উপহার দেবেন।
আরজু মুক্তা
ইন্জা ভাই এগিয়ে চলেন। আমরা আছি আপনার সাথে।
সবার কাছ থেকে আমীা কিছু কিছু শিখি।সেটা তার পোস্ট অথবা গক্প থেকে।
আপনি সুস্থ ও সবল থাকুন। এ কামনা সবসময়। আর আমাদেরকেও উৎসাহিত করিয়েন।
ইঞ্জা
ধন্যবাদ অবিরাম আপু, অনুরোধ করবো আপনারাও বেশি বেশি লেখা উপহার দেবেন আমাদেরকে।
নিতাই বাবু
সোনেলা ব্লগে ২০০তম পোস্টের জন্য প্রাণ প্রিয় ইঞ্জা দাদাকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দেখে আসছি আপনারই সোনেলা ব্লগটাকে ভালোবেসে আগলে রেখেছেন। আর দূর থেকে শুধু দেখেই আসছি, সময়ের অভাবে আপনাদের মতো ভালোবাসতে পারিনি দাদা। তাই সময় সময় নিজের কাছেও লাজ্জা লাগে, খারাপ লাগে। তবে এখন থেকে চেষ্টা করবো নিজেকে নিয়মিত রাখতে। আবারও ধন্যবাদের সাথে এক নদী ভালোবাসা।
ইঞ্জা
খুব খুশি হলাম আপনার অনুপ্রেরণা পেয়ে, ধন্যবাদ দাদা।
রেহানা বীথি
ভালো থাকুন সবসময় আমাদের সবার ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষটি। অশেষ শুভকামনা তাঁর জন্য।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু, দোয়া করবেন যেন আজীবন আপনাদের ভালোবাসায়, স্নেহের মধ্যে থাকতে পারি।
তৌহিদ
সোনেলার প্রতি ইঞ্জা দাদার ভালোবাসা অকৃতিম। অগণিত সময় তিনি সোনেলার সুখে দুখে আমাদের সবার পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আজকের এমন দিনে ইঞ্জা দাদার প্রতি অনেক ভালোবাসা রইলো। অভিনন্দন দাদা। এভাবেই পাশে চাই সবসময়।💜💜
ইঞ্জা
ধন্যবাদ ভাই, আপ্লুত করলেন, ভালোবাসা জানবেন।
শামীম চৌধুরী
অভিনন্দন সোনেলার প্রাণপ্রিয় ভাইজানকে।
ইঞ্জা
ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
ইঞ্জা
প্রিয় ভাই। 😍
বোকা মানুষ
অভিনন্দন বন্ধু
ইঞ্জা
ধন্যবাদ বন্ধু
নাজমুল হুদা
ভালোবাসলে এমন করেই ভাসতে হয় ।
ধন্যবাদ প্রিয় ভাইয়া 😍
ইঞ্জা
আপ্লুত হলাম ভাই, ভালোবাসা জানবেন।
ইঞ্জা
😍😍
মনির হোসেন মমি
ব্যাস্ততায় লেখাটি চোখে পড়লেও মন্তব্যে দেরী হল। ভাইজান এর বহু মার্তৃক বিষয় লেখার মাঝে এক মুঠো ভালবাসা গল্পটি খুব সুন্দর ভাবে এগুচ্ছে। স্বআগতম অভিন্দন ২০০তম পোষ্টের জন্য।লিখুন ভাইজান মন খুলে ।
ইঞ্জা
ধন্যবাদ অক্লান্ত ভাই, ভালোবাসা জানবেন।