দেয়ালের অন্দরমহল

ছাইরাছ হেলাল ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:১১:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

কত-শত দিন পেড়ুল,পাশাপাশি কাছাকাছি থেকেও দেয়ালের গা ছুঁয়ে দেখিনি।
ভাল বা মন্দ থাকার কথা জিজ্ঞেস করে শোনা হয়নি,জানতে চাইনি চটে যাওয়া রংয়ের পলেস্তারায় নূতন করে রং দেয়ার কথা। ভাবিই নি।

রেঁধে খাওয়া সময়ের হৃৎপিণ্ড………………

অন্তহীন ঝামেলা পেড়িয়ে,স্থপতি,প্রকৌশলী বড়,ছোট,বড় মিস্ত্রি-ছোট মিস্ত্রি আরও কত কত অনেক কিছু।মাপ-ঝোপ,হাজারো হিসেব নিকেশ করে দিন-রাত দাড়িয়ে থেকে এই দেয়াল তৈরী হয়েছে।শেষে নানা রংয়ের রং চড়িয়ে আনন্দ-আহ্লাদে আট খানা বা নয় খানা নয়,পুরো দশ খানাই হয়েছি।

মনস্তাপ ছুঁড়ে ফেলে,সময়ের অবরুদ্ধ অন্দরমহল ভেদে,শিথিলের মন্থরতায় ঘন হয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম—-দেব নাকি আবার রঙ্গিন করে? হেসে বলল–‘কী দরকার অযথা বাইরে থেকে রং অলংকারের,এই তো বেশ আছি ভাল আছি পাশাপাশি’।

দেয়ালের কাছ ঘেঁসে ঘুমালাম।
দেয়াল,হাসি মাখা চকচকে ভেজা চোখে আমাতেই চোখ রাখে নিগূঢ় অপেক্ষার বারান্দায়।

৫১৭জন ৫১৭জন
0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ