অন্ধকারে নিজের পুচ্ছ থেকে নির্গত আলো দিয়ে হাসনাহেনার বাগানকে আলোকিত করবে ভেবে সেই যে জোনাকিপোকাটা একবার এসেছিলো, সে আজ হয়েছে নিরুদ্দেশ।
অযুত লক্ষ নিযুত বসন্তরা চক্রাকারে আসাযাওয়া করে আর নিত্য নতুন জোনাকিরা আলোয় ঝিকমিক করে জ্বলেনিভে মরিচবাতির মতন।
নির্বোধ হাসনাহেনাও মিছে ঘ্রাণের আশায় ফুটে যায় নিত্য; তবে সেই ভুবনজয়ী সুগন্ধির বদলে যা পেলো তার উপমা কেবল গান্ধী পোঁকাই হতে পারে বৈ অন্য কিছু নয়।
বিদঘুটে হুল বিদ্ধকারীর স্পর্শে মাতাল পানকৌড়ির রন্ধ্রে রন্ধ্রে আজ এ কেমন নেশা!! রোমকূপ শিউরে ওঠে, কামনায় বিধগ্ধ হয়। উন্নাসিকতার মোহে লালা ঝরে টপ টপ। বাতাবি লেবুর ঘ্রানে নুয়ে পরে শয়তান!
দিনশেষে আবারও রাত্রি নামে ধরনীর বুকে, হাসনাহেনারা প্রস্ফুটিত হয় ঘর্মাক্ত রমণীর বিস্বাদ নিয়ে। লালা ঝড়া নেড়ি আবারও উদ্বেলিত হয় গান্ধির লোভে।
ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় বেহুশ নির্লজ্জ জোনাকিটা আজ আবারও পুচ্ছ থেকে নীলাভ আলো নির্গত করছে বাতাবি লেবুর সুগন্ধি পাবার মোহে।
আহারে! হাসনাহেনাটা কেবল প্রস্ফুটতই হলো। তার শুকনো রসে এখন নাম না জানা পক্ষীসমাজের আনাগোনা। সে না পেলো বাতাবি লেবুর ঘ্রান, না দেখলো জোনাকীর পুচ্ছরিত আলো।
৩৪টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হাজিরা দিয়ে গেলাম, পুরোটা পড়ে, পরে আসছি মন্তব্যে।
তৌহিদ
হ্যা হ্যা আপু, এভাবেই প্রত্থম হলে চকলেট খাওয়াবো। আসুন আবার।
বন্যা লিপি
আমি চকলেট পছন্দ করিনা, পানের বিরা পার্সেল কইরেন।
তৌহিদ
আমার বাসায় পান সুপারি আছে, দেবোনে আপু।
মনির হোসেন মমি
দ্বিতীয় হলাম।ভাইটি আবারো পড়তে হবে।আসছি ফের।
তৌহিদ
আসুন ভাই, অপেক্ষায় আছি।
ছাইরাছ হেলাল
জোনাকির আলো সবাই দেখতে পায় না।্নালো আলেয়া হয়ে ভেল্কি দেখায়, কুহকের নিমন্ত্রণে।
হা হা, লেখা মনে বুঝতে পারি।
তৌহিদ
আপনি কবি মানুষ, আপনিতো বুঝবেনই। তবে লেখার পরে কি লিখেছি, বিষয় কি এসব আমি নিজেই তালগোল পাকিয়ে ফেলেছি। কিচ্ছু আর মনে নেই।
ছাইরাছ হেলাল
বেশি বেশি মনে থাকার দরকার-ই-বা কী!!
তৌহিদ
ভুলে গেছি,সব ভুলে গেছি ভাই। কিছু কথা মনে রাখলে কষ্ট বাড়ে।
জিসান শা ইকরাম
লেখাটি অনেক উচ্চমানের হয়েছে।
এমন লেখা আরো চাই।
তৌহিদ
উচ্চমানের লেখা! কি যে বলেন ভাই। কেবল শব্দগুলি আয়ত্বে আসছে। মনে চাইলো লিখে ফেললাম। বাকীটা পাঠক বলবেন।
শুভকামনা জানবেন।
শামীম চৌধুরী
হুম বুঝলাম। তাইতো বলি এত কথা কোত্থেকে আসে।
দারুন লিখেছো ভাই।
তৌহিদ
কথাগুলি মন থেকেই আসে ভাই। কিছু মানুষ সময়ের কোকিল হয়ে আসে মনে ঘৃনা জন্ম দিয়ে চলে যায়। তবুও আমরা নতুন আশায় নতুন ভোরের স্বপ্ন দেখি। না হলে বাঁচবো কেমনে বলেন?
আপনিও কিন্তু দারুন লেখেন ভাইয়া। ব্লগে পাখি বিষয়ক পোষ্টগুলি অসাধারণ হচ্ছে। প্লিজ তাড়াতাড়ি পরের পর্ব দিন। পড়ার জন্য মুখিয়ে আছি ভাইয়া।
শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
” নির্বোধ হাসনাহেনাও মিছে ঘ্রাণের আশায় ফুটে যায় নিত্য; তবে সেই ভুবনজয়ী সুগন্ধির বদলে যা পেলো তার উপমা কেবল গান্ধী পোঁকাই হতে পারে বৈ অন্য কিছু নয় ”
হাস্নাহেনা গুলো নির্বোধ থাকে কেন? প্রতিপদে কেবলই নির্বুদ্ধিতার পরিচয় বহন করে যায়। পতঙ্গ গুলো পতঙ্গই থাকে। জ্বোনাক নয়তো গান্ধিপোকার অন্তরালে সব ঘ্রানেই খুঁজে নেয় বাতাবী লেবু আর হাস্নাহেনার সুবাস।
অনেক ভালো লাগা রইলো কবিতায়। ভালো থাকুন ভাই। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এইটা কবিতা? এইটাকে কবিতা উপাধি দিলে জিন্দেগীতেও আর কবিতা লিখবোনা ☺☺
হাসনাহেনারা নির্বোধই থেকে যায়, আসলে বোকা আর সহজসরল বলে সবাই আসে আর তার ঘ্রাণ নিয়ে চলে যায়।
ধন্যবাদ আপু, এভাবেই মাঝেমধ্যে আমার লেখায় উঁকিঝুঁকি মেরে দু’লাইন লিখে যাবেন কেমন?
শুভেচ্ছা জানবেন আপু।
রাফি আরাফাত
কথাগুলো বুজতে সময় লেগেছে অনেক। ভাবতে হয়েছে বেশ। শেষ করে একটু অবাক হয়েছি, আপনিও মানুষ, লেখার শব্দশৈলী আপনাকে নিয়ে গেছে,মানুষের শীর্ষেে।ধন্যবাদ ভাই
তৌহিদ
পড়েছেন জেনে ভালো লাগছে ভাই। আমিও মানুষ আপনিও কিন্তু তেমনি। মাঝেমধ্যে কোত্থেকে যে এসব শব্দ এসে মাথায় জট খায়!!
শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
মনে হচ্ছে,একজন নারী তার সুবাসে সুবাসিত করবে চারিদিক। তার বদলে সে শুধু পাবে উপেক্ষা!!
তৌহিদ ঠিক হলো মন্তব্য?
তৌহিদ
দেহসুখ লাভের আশায় পুরুষ প্রতিদিন নিত্যনতুন নারীদের কাছে যায়। অথচ সে নারী আশায় আশায় মিছে বসে থাকে প্রাণ পুরুষের অপেক্ষায়। পুরুষ আর আসেনা, এক নারীতে তার মন ভরেনা।☺☺
Masum Habibi
খুব সুন্দর একটি লেখা ভাই। মন ছুঁয়ে গেল
তৌহিদ
ধন্যবাদ ভাই, আইডি ছবি কই? নাম বাংলায় করতে হবে যে!
নাজমুল হুদা
দারুণ ছিলো ।
অবশেষে ঘ্রাণ না নিয়ে বাড়ি ফিরলো
তৌহিদ
আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার পোষ্টে আসার জন্য। ভালোবাসা জানবেন ভাই।
নিতাই বাবু
চমৎকার লিখেছেন!
শুভকামনা সবসময়।
তৌহিদ
ধন্যবাদ জানবেন দাদা, শুভেচ্ছা রইলো।
মাছুম হাবিবী
লেখাে পড়ে মনে হচ্ছিলো কোনো এক হাসনাহেনার দেশে হাঁটছি! আর অসংখ্য ফুল পাখিদের সাথে নিজের করধ্বনি মিলাচ্ছি।। অনেক সুন্দর একটি লেখা ভাই।।
তৌহিদ
ধন্যবাদ মাসুম, তুমিও অনেক ভালো লিখ। চালিয়ে যাও।
শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আমার মত নির্বোধ এই হাসনাহেনার কি বা করার আছে নিজস্ব বাহু শক্তি, চলার প্রবনতা না থাকলে বিরবোধের মত স্থিরই থাকা লাগে ার মাঝে মাঝে থাক্কা খাওয়া লাগে। ভাল;অ লাগ্ল। তৌহিদ ভাই।
তৌহিদ
কিছুই করার নেই মজিবর ভাই। সে জন্যইতো বসন্তের কোকিলেরা আসে আর মধু খেয়ে চলে যায়।
ভালো থাকবেন ভাই।
মোঃ মজিবর রহমান
সে জন্যইতো বসন্তের কোকিলেরা আসে আর মধু খেয়ে চলে যায়। ঠিক বলেছেন তৌহিদ ভাই।
তৌহিদ
ধন্যবাদ ভাই
সিকদার সাদ রহমান
খুব ভালো লেগেছে আপনার লেখা! আরো লেখা চাই।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনিও অনেক সুন্দর লিখেন আপনিও।
শুভকামনা জানবেন।