যদি বলি আমি,

আচ্ছা শোন একটু,
কিছু কথা বলতে চেয়েছিলাম তোমায়!

কি জানি, হয়তো বলতে গিয়ে মাঝপথেই থেমে যাবো। কিংবা বার বার তোতলাবো। কিংবা পিছন ঘুরে ঝেড়েই দৌড় লাগাবো।

যেদিন প্রথম বলেছ তুমি আমাকে, ভালবাসো; সেদিন কেমন জানি এক শিহরণ খেলে গিয়েছিল। মনে হয়েছিল, কোন এক টাইফুন এসে সব ওলোট পালোট করে দিয়ে গেল। ১০ নম্বর মহা বিপদ সংকেতের বদলে আমার কত প্যারামিটারে যেয়ে থেমেছিল কিংবা থেমে আবার চলা শুরু করেছিল তার হিসেব করতেই মনে ছিল না আমার। অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম আমি। আসলে বসে ছিলাম নাকি কল্পনার সাগরে ডুব দিয়েছিলাম মনে নেই।

সবার থেকে নিজেকে আলাদা ভাবতেই আমি পচ্ছন্দ করি। যদিও এই ব্যপারটা সবাই মনে করে যে, সেই সবার থেকে আলাদা। আবার এমনও দেখেছি সবাই তাদের ভালবাসার সম্পর্কটাকে মনে করে অন্য আর সবার থেকে ভিন্ন! আসলে বাস্তবিক পক্ষে সবই ঘুরে ফিরে একই।

আচ্ছা, এসব কি বলছি তোমাকে আমি?

অন্য কিছু কথা বলার জন্যই এসেছিলাম আমি আজ। হয়তো টেনশনে কিছু বলতে পারবো না আজো। হয়তো, তোমার দরজায় টোকা দিয়ে আবার ফিরে আসবো। দূরে দাঁড়িয়ে শুধু দেখবো তুমি দরজা খুলে কাউকে না দেখে আবার ভেতরে চলে গিয়েছ। আর এভাবে করেই মাসের পর মাস পার হয়ে যাবে, তবুও তোমার সামনা সামনি হতে পারবো না।

সবার অগচরে তোমাকে আমি দেখি। শুধু তোমার নয়ন জোড়া দেখার আকুল আকুতি আমার মনে সারাক্ষণ করে। তাই বার বার দেখি। সেই চোখের দৃষ্টিতে এতই মায়া যে, কখন রাত থেকে ভোর, ভোর থেকে দিন, দিন থেকে বিকেল হয়ে যায়! খেয়ালই থাকে না।

তোমার এলো কেশে মাঝে মাঝে হাত বুলাতে ইচ্ছে করে। হঠাৎ বাতাসে তোমার চুলগুলো যখন তোমার গালে এসে পরে তখন অবাক হয়ে তাকিয়ে থাকি। আর বৃষ্টিতে যখন তোমার ছাতা উড়ে কোথাও চলে যায় তখন তোমার মিছে রাগ, কিন্তু পরক্ষণেই উচ্ছাস দেখে চোখ ফেরাতে পারি না। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়।

সবার কথার শেষ কথা হল, তুমি আমার, আমার, আমার! ব্যাস! আর কিছু জানি না।

যদি বল তুমি,
ভাবিনি কখনো তুমি শান্তির দূত হয়ে আসবে আমার এই জীবনে,
সত্যি ভাবিনি তুমি আসবে, ভালবাসবে।
যখন তুমি বল “তুমি আমার” এই কথাটা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক ভাল লাগা দোলা দেয়। পৃথিবীর সব সুখ এসে আমার মনে ভর করে।
কতদিন আনন্দে যে কেদেঁছি নিজেও জানিনা। প্রায় প্রতিটা মুহুর্তে তোমায় ভেবে কাটে আমার সময়,
আমার হৃদয় আকাশে তুমিই হচ্ছ সেই আলোকিত একমাত্র চাঁদ, যাকে আমি সত্যি অনেক ভালোবাসি,
এই যে শুনছ তুমি?
ভালবাসি.. ভালবাসি।


ভালোবাসি শুনে তুমি যখন বল “হুম! ভালোবাসি তোমায়” তখন এত শান্তি লাগে আমার, মনে হয় দৌড়ে গিয়ে তোমার বুকের মাঝে মাথা রাখি।
আর তোমার হৃদয়ের সব ধুকপুকানি কান পেতে শুনি।
আমাকে তুমি শক্ত করে ধরে রেখ,
তোমার ভালবাসার মাঝেই আমি হারাতে চাই অনন্তকাল।
তোমার হৃদয় গভীরেই যেন থাকে শুধুই আমার বসবা

৫৮৩জন ৫৮৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ