***সোনেলায় যদি সবচেয়ে ফাঁকিবাজ ব্লগারের লিস্ট করা হয় তবে আমি থাকবো সবার উপরে ১০০%!***

যাই হোক, বহুদিন পর একটা কবিতা লিখলাম।

——————————-

আমি কি একটু বেশি চাচ্ছি তোমার কাছে?

কিংবা এটাই তো হবার কথা ছিল।

হয়তো, তুমি মুখে কিছু না বললেও

তোমার চোখের দৃষ্টি কিংবা মনের অব্যক্ত কথাই,

আমাকে বার বার বলছে যে আমি ভুল করছি না।

 

কথা দিচ্ছি, তোমাকে অনেক ভালবাসবো আমি

প্রতিরাতে তুমি ঘুমিয়ে গেলেও তোমার পাশে বসে থেকে,

আমি তোমাকে অপলক চোখে দেখবো

তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে জানি তা,

কিন্তু আমি শুধু তোমাতেই মগ্ন হয়ে রইবো।

 

পাখির কলকাকলিতে, গাড়ির শব্দে তোমার ঘুম ভাংবে

তখন দেখবে আমি তোমার পানে অপলক চেয়ে আছি।

অবাক হবে তুমি, অনেক অবাক,

আমি যে তোমাকে এক মূহুর্তের জন্য না দেখে থাকতে চাই না!

২২১৪জন ২২১১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ