***সোনেলায় যদি সবচেয়ে ফাঁকিবাজ ব্লগারের লিস্ট করা হয় তবে আমি থাকবো সবার উপরে ১০০%!***
যাই হোক, বহুদিন পর একটা কবিতা লিখলাম।
——————————-
আমি কি একটু বেশি চাচ্ছি তোমার কাছে?
কিংবা এটাই তো হবার কথা ছিল।
হয়তো, তুমি মুখে কিছু না বললেও
তোমার চোখের দৃষ্টি কিংবা মনের অব্যক্ত কথাই,
আমাকে বার বার বলছে যে আমি ভুল করছি না।
কথা দিচ্ছি, তোমাকে অনেক ভালবাসবো আমি
প্রতিরাতে তুমি ঘুমিয়ে গেলেও তোমার পাশে বসে থেকে,
আমি তোমাকে অপলক চোখে দেখবো
তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে জানি তা,
কিন্তু আমি শুধু তোমাতেই মগ্ন হয়ে রইবো।
পাখির কলকাকলিতে, গাড়ির শব্দে তোমার ঘুম ভাংবে
তখন দেখবে আমি তোমার পানে অপলক চেয়ে আছি।
অবাক হবে তুমি, অনেক অবাক,
আমি যে তোমাকে এক মূহুর্তের জন্য না দেখে থাকতে চাই না!
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
একান্ত অনুভুতির প্রকাশ তবে আপনি লেখার মাঝে স্পেস দিয়ে সোন্দরজ্যহানি করেছেন। আর মনোযোগ দিয়ে লিখুন ভাল লাগবে।
ধন্যবাদ।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
স্পেস মনে হয় কিছুটা কমাতে পেরেছি।
ধন্যবাদ কমেন্টের জন্য 🙂
মৌনতা রিতু
এতো প্রেম! যার জন্য এই কবিতা সে একেবারে মুগ্ধ হয়ে শুনবে।
হুম, স্পেসটা অনেক সময় ফোনের কারনে হয়। ইন্টার চাপ পড়লেই হয়ত এমন হয়। নতুন ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন। আমার এমন হতো। এখন ইউ সি ব্রাউজার দিয়ে লিখি তাই আর সমস্যা হয় না। ভাল থাকবেন। লিখুন বেশী বেশী করে।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
অনেক প্রেম আসলেই!! :p
কিছুটা স্পেস কমাতে পেরেছি মনে হয়। একটু দেখেন কমেছে কিনা প্লিজ।
ধন্যবাদ আপু।
ইঞ্জা
মনোমুগ্ধকর লেখা, আশা করবো এখন থেকে রেগুলার হবেন প্রিয় সোনেলায়।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ইচ্ছে আছে নিয়মিত হবার।
ধন্যবাদ
ইঞ্জা
শুভকামনা
নীলাঞ্জনা নীলা
নিয়ম করে উপস্থিত খাতায় উপস্থিতি না দেখলে নাম্বার কাটা যাবে কিন্তু। 😀 আগেই বলে দিলাম। 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা ।
দিদি, আমি কিন্তু আবার নিয়ম ভাংতে ওস্তাদ! :p
নীলাঞ্জনা নীলা
তাহলে আর আসবো না কিন্তু আপনার ঘরে। কি তখন খুশী হবেন?
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
;( ;( ;(