কল্পনা করুণ চাদরের উপরে বিছিয়ে রাখা সামগ্রীর উপর একটি কাপড় দিয়ে সবকিছু ঢেকে রাখা আছে। এবার কাপড়টি তুলে নেয়া হলো। এক মিনিট সময়, দেখে নিন কি কি আছে এখানে। এরপর আবার ঢেকে দেয়া হলো। অথবা আপনি এক মিনিট এই সমস্ত সামগ্রীর উপর তাকিয়ে চোখ সরিয়ে ফেলুন। এরপর লিখতে বসুন কি কি আছে এখানে, একবারের বেশী তাকিয়ে লিখলে ঠেকিবেন হাশরে 🙂
২০১৬ সনে আমার প্রাপ্ত উপহার সামগ্রী এসব। পহেলা জানুয়ারী ২০১৭ তে ছবি তুলেছিলাম এসবের। সবাইকে দেখানোর জন্যই, জানি আপনাদের হিংসা বা ঈর্ষা হবে না। কারণ আপনারা সবাই জানেন ঈর্ষা/ হিংসা করা ভাল নয় 🙂
২০১৬ কি টি-সার্ট বছর ছিল আমার জন্য? এত্ত টি-সার্ট কেন গিফট করলো আমাকে? কয়েকজনের উপর তো মেজাজ মুজাজ খুবই খ্রাফ হয়েছে টি-সার্ট পেয়ে। আরে বাবা টি-সার্ট গিফট করবা ঠিক আছে, সঠিক সাইজের দাও। আমি বড় হইছি না? আমার সাইজ কি এখনো ছোটো? জিজ্ঞেস করলে ক্ষতি কি? আর একজনে পাঠিয়েছে পাঁচটা টি-সার্ট তার উদ্দেশ্যে বলছি – আমি কি পালোয়ান হয়েছি? দুইটা জিসান তো ঢুকে যাবে এমন টি-সার্টের মধ্যে। যারা ভাবেন সাইজ ডাজ নট ম্যাটার, তারা অবশ্যই আমাদের সজুর এই পোষ্ট পড়ে নিবেন। ভবিষ্যতে যদি আমার সাইজে না মিলে তাইলে কিন্তু খবর আছে।
২০১৫ সনে আমার জন্মদিনে একটি মোবাইল গিফট পেয়েছিলাম। বুঝলাম না জন্মদিন কি ২০১৬ তে ছিল না আমার? নাকি ২০১৫ তেই আমার একমাত্র জন্মদিন, আর কোন জন্মদিন আসা নিষেধ? আমি নিরীহ মানুষ বলে কিছু কইতে পারিনা, নিরীহ পাইয়া এমন বঞ্চিত করার কারণ ঝাতি জানতে চায়।
একজনে নিভিয়া ক্রীম দিছে বিশাল বড় একখান। আরে এত্তবড় ক্রীমটা আমি একবছরে শেষ করুম ক্যামনে? আর একটু ছোট দেয়া যাইত না?
আর রিভলবার গ্যাস লাইটার দিয়া আমি কি করিব? উহা এখন আমার ছেলেদের মায়ের দখলে। ” সিগ্রেট বাদ লাইটার দিয়া কি করিবা? এটা আমার কাছে থাকুক।” এই কথা বলিয়া তিনি তাহা তাহার জিম্মায় নিয়া গিয়েছেন। গিফট কি আমারে দিছিলা নাকি তোমার ভাবিরে? এই গিফট পাইয়া আমার কি লাভ হইল? 🙁 বুঝছি ফেইসবুকের এবাউট মি পাল্টাইতে হইব।
যাই হোক, কে কি গিফট করেছেন তা আর বলা হলো না। নাম জানিয়া অন্য সবাই আবার গিফটের বায়না ধরতে পারে আপনাদের কাছে। এতে ভবিষ্যতে আমার ভাগে কম পরতে পারে :p তাই আমারই স্বার্থে আপনাদের নাম প্রকাশ করিলাম না।
২০১৭ চলছে। জানুয়ারী থেকেই পাচ্ছি গিফট 🙂 অবশ্য এতে খুশির কিছু নেই। প্রভাতের ‘ সুর্য দেখে বলা যায় দিনটি কেমন যাবে।’
এটি যেমন সত্যি ‘ সব ভাল তার শেষ ভাল যার ‘ এটিও সত্যি। তাই শেষ ভালোর অপেক্ষা করছি।
যারা যারা গিফট করেছেন সবাইকে এত্তগুলান ভালবাসা (3
বেশী বেশী গিফট করুণ, বেশী বেশী ভালবাসা নিন 🙂
২০টি মন্তব্য
মিষ্টি জিন
একেই বলে সৌভাগ্যবান। বাপরে মোবাইল ও নাকি গিফ্ট পায়। এট্টু নামডা বলেন না। আমার মোবাইলটা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। :p
সাইজ বুঝেই মানুষ বড সাইজের টিশার্ট দেয়ে। বোঝে বাড়ন্ত ভূডি। :D)
Nivea যে men হয় ঝানতাম না। মাখেন ভালু করে মাখেন। ছেলের শশুর বাডী যেতে হবে না!!!!
লাইটারটা ব্যাপক পছন্দ হইছে।
গিফ্ট নিয়াও কত সুন্দর পোষ্ট দেয়া যায়।
একেই বলে প্রতিভা ।
জিসান শা ইকরাম
আপনি এখানে আসার আগে মোবাইলের ফটো দিয়া পোষ্ট দিছিলাম, দেখেন নি মনে হয়।
নাম বলা যাইত না, আমি আবার ভাগ্য বঞ্চিত হতে পারি, আবার সে যদি আপনাকে দেয় আবার আমাকেও দেয়, তাইলে তার ডাবল খরচ হইব। তারে ডাবল খরচ করাইতে চাই না।
হ, নিভিয়া ম্যান, বডি স্প্রে ম্যান, বডি লোশন সবই ম্যান 🙂
লাইটার পছন্দ হইলে ফোন দেন বাসায়, ওটা আমার কাছে নাই।
ধুর এইটা কোন পোষ্ট হইল?
প্রহেলিকা
এই তাহলে গিফটের বিবরণ! এলাহিকাণ্ড দেখছি সব। তবে ইদানিং গিফট হিসেবে টি-শার্টকেই অনেকে বেছে নিয়েছেন।
এবার একেকটা টি-শার্ট পরে পরে ছবি আপলোডান।
উপস্থাপনা কিন্তু অসাধারণ।
জিসান শা ইকরাম
বিভিন্ন সময়ে এই টি-সার্ট গায়ে দিয়ে ফটো তুলে আপলোড করেছি কিছু,
গত দুইটি আড্ডায় দুটো টি-সার্ট গায়ে দিয়ে গিয়েছি,
প্রহেলিকার আবদার রক্ষা হরা হবে 🙂
সাধারণ ভাবেই তো উপস্থাপন করলাম, অসাধারন হইল ক্যামনে!
প্রহেলিকা
আসলে যারা লিখতে পারে তাদের কাছে সবই সাধারণ মনে হয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলোকেও বেশ সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। কই গিফটতো আমরা সকলেই কম বেশি পাই কিন্তু সেটা নিয়েতো লিখা দেই না। আসলে লিখতে এভাবে পারব না বলেই দেয়ার সাহস করি না।
লেখকদের আরেক বৈশিষ্ট্য হলো উনারা কোনোদিন স্বীকার করবে না যে, উনারা লিখতে পারেন ভালো।
জিসান শা ইকরাম
ইয়াং ম্যনদের সাথে যুক্তিতে পারা কঠিন 🙂
ছাইরাছ হেলাল
আসর সাজিয়ে আরও গিফট চাইছেন ব্যাপারটা এমন হয়ে গেল না!!
তবে চাইলেই তো আর সবাই অমূল্য হৃদ্য়-উপহার পায় না।
দেখা যাক শেষে কী দাঁড়ায়!!
জিসান শা ইকরাম
হ্যাঁ চাইছেই তো ।
অমুল্য হৃদয় পাইতে যোগ্যতা লাগে, আমার তা নাই।
রুম্পা রুমানা
গিফটময় জীবন। কত গিফটরে । বড় টি শার্ট গায়ে তুলার জন্য মোটকু হন। হালাল তো করা লাগবে এগুলা।
জিসান শা ইকরাম
একপার্ট দিয়ে অবশ্য বডি মাপের ফিটিং করে ফেলেছি।
নীলাঞ্জনা নীলা
আমারে কেউ গিফটায় না। ;( অথচ আমি কি দেখতে কম সুন্দরী? 😀
২০১৭ সাল হইলো এখনও কোনো গিফটো পাইলাম না। 🙁
নানা আমার কপাল এত্তো খারাপ ক্যান? ;(
পোষ্টো ভালো হয় নাই। কারণ আমার হিংসা লাগতাছে। হিংসা খারাপ জিনিস জাইন্যাও হিংসা আসছে। এই পোষ্টো ভালু হয় ক্যাম্নে? ^:^
নাসির সারওয়ার
ডাবল সাইজের জামাগুলো ঘুছিয়ে রাখুন। দোয়া করি ওগুলো যেন খুব শীঘ্রই পরতে পারেন।
ইঞ্জা
গিফটময় জীবন, খুব ভালো তো আর আমরা শুধু চাইয়া দেখবাম শুধু দেখবাম, হায়রে ফাটা কপাইল্লা কারে কয় আমারে দেইখলেই বুঝা যায়, আমারে কেউ গিফটাই না। ;(
আগুন রঙের শিমুল
;(
নীহারিকা
হিংসায় মরে যাচ্ছি।
আমরা পোড়া কপাইল্যা, ২/৪ বছরে ২/১ টা গিফট পাইলে পাই নাইলে নাই। ;(
দোয়া করি আরো আরো গিফট আসুক আপনার।
মৌনতা রিতু
আমারে কেউ গিফট দেয় না ;(
এতো এতো গিফট পাইছেন, ভাইয়া 😮
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু আমারেও কেউ গিফটায় গো ;(
বায়রনিক শুভ্র
এমুন কপাল , অন্যের গিফটের লিস্ট পড়েই জীবন যাবে । ;(
আবু খায়ের আনিছ
সব ভালো যার শেষ ভালো তার, আপনার ক্ষেত্রেও তাই হবে আশা করি ।
শুন্য শুন্যালয়
আপনি অনেক সৌভাগ্যবান। হাজার শুভাকাংখী ঘিরে থাকুক এমনি করে।
গিফট করেছেন কতো তার লিস্ট দিতে পারতেন। আমরা পাইবার চেয়ে দেবার আনন্দে বিশ্বাসি তাই এমন পোস্ট লিখিনি (হিংসায় নিজেকে এভাবে বোঝাই)।
আপনি যে অনেক ভালো লেখেন তা প্রাচীন কথা। শুভকামনা। ২০১৭ পুরোটাই ভালো যাক আপনার, প্রার্থনা করে দিচ্ছি।