তুমি প্রাকৃতিক হও!
ওই যে তোমার ঠোটকে আজ রক্তাব করেছ,
ওটা গোলাপীই তো ভাল!
চোখের পাতার উপর যে রং-এর ছটা ব্যবহার করেছ,
এটি খনিকের!
আমি তোমার চোখে নিজেকে অনন্তকাল দেখতে চাই,
সেখানে কি ক্ষণিকের কৃত্রিমতা মানায়?
আমি যে তোমায় তোমার স্বকিয়তায় ভালবাসতে চাই,
কৃত্রিমতায় নয়!
তুমি দিনে যে সুগন্ধী মেখে সামনে আসো,
তা অনেকেই ব্যবহার করে!
সেই ঘ্রাণে যখন তাকিয়ে তোমায় খুজি,
তখন তুমি কই থাকো?
পাইনা যে খুজে তোমায়!!
আমি তোমার নিজস্ব ঘ্রাণে ভরপুর থাকতে চাই!
এই ঘ্রাণ কেউই পাবে না,
শুধু আমি ছাড়া!
সকাল বেলায় তোমার এলোচুল দেখে
আমি যা অনুভব করি,
সে অনুভূতি আমি তোমার কৃত্রিমতায় পাই না!
অস্থির ভাবে খুজে বেড়াই!
তোমার আলুথালু বেশই
আমার মন হরণে যথেষ্ট!
পরিপাটি হওয়ার এতো তাড়া কিসের?
আমার জন্যে তোমার অন্য কিছু হওয়ার দরকার নেই,
আমি তোমায় ভালবাসি বর্তমানের বেশে!
তোমার প্রাকৃতিক গড়নে,মননে!
তোমাতেই আমি ভালবাসি,
কোন কৃত্রিমতার আড়ালে তুমি হারিয়ে যেও না!
তুমি স্বীয় সুন্দরে বিকশিত হও,
প্রাকৃতিক তুমিই আমার ভালবাসা!
দয়া করো ওগো
প্রাকৃতিক হয়ে…!!
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রাকৃতির সাজই আসল সাঁজ
ভালো লিখেছেন ।
সিহাব
সেটাই…
ধন্যবাদ !!:)
কৃন্তনিকা
কবিতাও প্রাকৃতিক বলে সুন্দর…
(y)
মামুন
ভালো লিখেছেন। সাথেই আছি।
শুভ সকাল। -{@
মরুভূমির জলদস্যু
-{@ -{@ আমি তোমার চোখে নিজেকে অনন্তকাল দেখতে চাই,
সেখানে কি ক্ষণিকের কৃত্রিমতা মানায়? -{@ -{@
চমৎকার
লীলাবতী
কোন কৃত্রিমতার আড়ালে তুমি হারিয়ে যেও না!
তুমি স্বীয় সুন্দরে বিকশিত হও (y) আমি কিন্তু এমনই ভাইয়া -{@
সিহাব
ধন্যবাদ! 🙂
সিহাব
শুভ অপরাহ্ন!
ধন্যবাদ সাথেই থাকার জন্যে 🙂
সিহাব
আমার খুবই প্রিয় একটা লাইন ওইটা!
ধন্যবাদ!
সিহাব
আচ্ছা তাই?? লীলাবতি..!!
খেয়ালী মেয়ে
আলুথালু বেশই মন হরণে যথেষ্ট (y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ন্যাচারাল থাকাই ভালো ভাইয়া।
শুন্য শুন্যালয়
সুন্দর লিখেছেন। আচ্ছা মেয়েগুলো এমন সাজে কেনো? 🙂
সিহাব
😀
সিহাব
হুম, তা-ই তো বললাম! মেঘকুমারী
সিহাব
নিজেকে অন্যের প্রতি আকর্ষনীয় করে তোলার জন্যেই তারা সাজে! শুন্য