মুখোশের অন্তরালে লেপ্টে থাকা যৌনক্ষুধা
যদি কখনো ছিটকে বেরিয়ে আসে-
তুমি বরং বেশ্যালয়ে যাও,
তুমি আর যাই হও না কেন- পুরুষ তুমি তো নও ।।
বিকীর্ণ রাতের জোছনা তোমার লাগবে না কভু ভালো
সে পবিত্র অতি, তোমার যে চাই চোখ ধাঁধানো আলো
ফুটপাত ঘেঁষে জ্বলছে দেখো কৃত্রিম নিয়ন বাতি-
তুমি বরং বেশ্যার বুকে ফোলাও বুকের ছাতি ।।
পুরুষ তুমি যে নয়-
তোমার কেবল প্রয়োজন শুধু নিষিদ্ধ যৌনালয় ।।
নিকেতন, ঢাকা।
৩২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা বলেছেন। বিষয়টি ভালো লেগেছে । ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️
মাহবুবুল আলম
লেখা ভাল হয়েছে। শুভেচ্ছা জানবেন!
অনন্য অর্ণব
শুভেচ্ছা সতত দাদাভাই 😍
রেহানা বীথি
খুব খুব ভালো লিখেছেন।
শুভকামনা সবসময়।
অনন্য অর্ণব
শুভ কামনা আপু❤️
ছাইরাছ হেলাল
ইস্, একে বারে মেরে ফেলতে চান বুঝি!
ছাতি ফোলাও শব্দটি বেশ অভিনব হইছে।
নূতন লেখা দেন!
অনন্য অর্ণব
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
আপনি কাল কোথায় ছিলেন ? ব্যস্ত খুব তাই না ,
ছাইরাছ হেলাল
আছি তো, একটু ব্যস্ত নিজের পড়া নিয়ে!
ফয়জুল মহী
অসাধারণ, চমৎকার । ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন I
অনন্য অর্ণব
শুভ কামনা রইলো দাদাভাই 😍
শবনম মোস্তারী
ভালো লিখেছেন।
পৌরষত্ব জাহির করাই কিছু কিছু মানুষের মুখ্য কাজ..
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা সতত 😍
সুরাইয়া পারভীন
সাব্বাশ!👏👏👏
ক’জন পুরুষ পারে লিখতে এমন
চমৎকার লিখেছেন
অনন্য অর্ণব
জ্বী, যারা প্রকৃত পুরুষ তারা অবশ্যই নারীকে সম্মান দিতে জানে। ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
অসাধারন , চালিয়ে যান।
শুভ কামনা।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই 😍
তৌহিদ
ঠিক বলেছেন। যৌনক্ষুধা মেটানই পুরুষের একমাত্র কাজ হতে পারেনা।
ভালো লিখেছেন।
অনন্য অর্ণব
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় 😍
ইসিয়াক
ভালো লাগলো।
শুভকামনা রইলো ।
অনন্য অর্ণব
শুভেচ্ছা সতত 😍
মোঃ মিজানুর রহমান সুমন
দাদা, আপনার লেখার প্রশংসা আমি কি দিয়ে করবো
অনন্য অর্ণব
মিজান তোমার ছোটগল্পের হাত অনেক ভালো। অলস সময়কে কাজে লাগালে একটা ভালো কিছু নিশ্চিত আশা করা যায়। ধন্যবাদ ভাই ❤️
সাবিনা ইয়াসমিন
নষ্ট পুরুষের দিকে ছুড়ে দেয়া প্রতিটি লাইনে যে অভিব্যক্তি দেখলাম, তাতে আমরা নারীরা আশাবাদী হচ্ছি। হ্যা, এভাবেই যদি সমাজের অধিকাংশ পুরুষ গুলো শুধু পুরুষাঙ্গে পুরুষ না হয়ে পৌরুষে পুরুষ হতো, তাহলে অন্তত পুরুষ কবিদের এমন কবিতা লিখতে হতো না।
খুব ভালো লিখেছেন অর্ণব,
শুভ কামনা সব সময়ের জন্যে রইলো 🌹🌹
ত্রিস্তান
কৃতার্থ আপুমনি। ভালো থাকবেন সবসময় 😍
কামাল উদ্দিন
অনন্য অর্ণব ভাই, প্রথমে আপনার নাম পরিবর্তনে চিনতেই কষ্ট হচ্ছিল……….শুভ কামনা।
ত্রিস্তান
শুভেচ্ছা ভাইয়া। ব্লগে এই নামেই লিখতে চাই। ধন্যবাদ স্মৃতিতে রাখার জন্য ❤️
কামাল উদ্দিন
শুভ হোক পথ চলা…….
পর্তুলিকা
চমৎকার কবিতা। এর বেশি কিছু বলতে পারলাম না। সব পুরুষদের ভাবনা যদি এমন হতো তাহলে কাপুরষ বলে কোন শব্দ থাকতো না।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই 😍
দালান জাহান
যৌনতাও জীবনের অংশ। তবে যাদের চোখে লেগে থাকে অপয়া যৌনতার ছাপ। তাদের জন্য ঠিক আছে।
ত্রিস্তান
একদম ঠিক বলেছেন দাদাভাই 😍