তুমি পুরুষ নও

অনন্য অর্ণব ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ১১:৪৫:১৭পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

মুখোশের অন্তরালে লেপ্টে থাকা যৌনক্ষুধা
যদি কখনো ছিটকে বেরিয়ে আসে-
তুমি বরং বেশ্যালয়ে যাও,
তুমি আর যাই হও না কেন- পুরুষ তুমি তো নও ।।

বিকীর্ণ রাতের জোছনা তোমার লাগবে না কভু ভালো
সে পবিত্র অতি, তোমার যে চাই চোখ ধাঁধানো আলো
ফুটপাত ঘেঁষে জ্বলছে দেখো কৃত্রিম নিয়ন বাতি-
তুমি বরং বেশ্যার বুকে ফোলাও বুকের ছাতি ।।

পুরুষ তুমি যে নয়-
তোমার কেবল প্রয়োজন শুধু নিষিদ্ধ যৌনালয় ।।

নিকেতন, ঢাকা।

৭৯১জন ৫৮১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ