তুমি চাইলে

মাছুম হাবিবী ২৯ মে ২০১৯, বুধবার, ০৭:১৩:৪৮অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

তুমি চাইলে,
বুক ছিঁড়ে হৃৎপিণ্ড দেখতে পারো
ধুবধুব শব্দ শুনতে পারো কান পেতে!
নেড়ে নিতে পারো অলিন্দের সমস্ত রগ।।

তুমি চাইলে,
চোখে আঙ্গুল ডুকিয়ে দেখতে পারো তার গভীরতা
ফুঁ দিয়ে হেলাতে পারো তার জল!

তুমি চাইলে,
আমাকে ভালোবাসতে পারো।
ক্ষমা করতে পারো আমার ভুলগুলো
নিমিষে মুছে দিতো পারো হৃদয়ের সমস্ত গ্লানি।

তুমি চাইলে সব পারো,
ভাসাতে পারো জলে! কাঁদাতে পারো শুকনায়।।

রচনাঃ ১৪ জানুয়ারি ২০১৯

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ