তুমি চাইলে,
বুক ছিঁড়ে হৃৎপিণ্ড দেখতে পারো
ধুবধুব শব্দ শুনতে পারো কান পেতে!
নেড়ে নিতে পারো অলিন্দের সমস্ত রগ।।
তুমি চাইলে,
চোখে আঙ্গুল ডুকিয়ে দেখতে পারো তার গভীরতা
ফুঁ দিয়ে হেলাতে পারো তার জল!
তুমি চাইলে,
আমাকে ভালোবাসতে পারো।
ক্ষমা করতে পারো আমার ভুলগুলো
নিমিষে মুছে দিতো পারো হৃদয়ের সমস্ত গ্লানি।
তুমি চাইলে সব পারো,
ভাসাতে পারো জলে! কাঁদাতে পারো শুকনায়।।
রচনাঃ ১৪ জানুয়ারি ২০১৯
২১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নিবেদিত প্রেমের আবেদন। ভালো লেগেছে পড়তে।
শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ অাপু
বন্যা লিপি
তুমি চাইলে সব পারো…… ”
আকুলতার ব্যপ্তি, ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর 🌷🌷
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপু
রাফি আরাফাত
ভাসাতে পারো জলে! কাঁদাতে পারো শুকনায়।।লাইনটা ভাবনার উপরে ভালো লাগছে ভাই। ধন্যবাদ
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
রাফি আরাফাত
শুভ কামনা ভাই। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
সে চাইলে কি না পরি!
চমৎকার কবিতা।
মাছুম হাবিবী
জ্বী, অনেক অনেক ধন্যবাদ
তৌহিদ
মাছুম তুমিও কবিতা লিখো? নাহ্! এহ জনমে আমার আর কবি হওয়া হলোনা। সুন্দর লিখেছ ভাই।
এভাবেই লিখতে থাকো। শুভকামনা।
মাছুম হাবিবী
হাহাহা ভাই কবিতা তেমন একটা লেখা হয় না। আগে লিখতাম, অনেক অনেক ধন্যবাদ।।
ছাইরাছ হেলাল
ভালোবাসা দেখছি এখানে মহা ক্ষমতাশালী।
লিখুন লিখুন।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
কি কি আবেগ ও অনুভূতি কাজ করলো জানাবেন।
মাছুম হাবিবী
কি অার বলবো দিদি। সে তো সব নিয়েই গেল! এখন শুধু নিথর দেহটাই পড়ে অাছে।
জিসান শা ইকরাম
জাস্ট অসাধারন,
এত আস্থা, এত বিশ্বাস আর ভালোবাসায় যেন থাকি আমরা সবাই।
শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ
রাফি আরাফাত
অসম্ভব ভালো লেগেছে ভাই। তুমি চাইলে আকাশটা ছুয়ে দেখাবো তোমার কল্পনায়।ভালো থাকবেন ভাই। ধন্যবাদ
মাছুম হাবিবী
অাপনাকেও অনেক ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
এক কথায় মনোমুগ্ধকর।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ