তুই কে রে?
তুই আমার কেউ না !
আজ যে ভালবাসার বন্ধনে তুই আমায় জড়াতে চাস
সেটা সময়েই উবে যাবে… দেখিস !
আমি হলফ করে বলতে পারি।
সময় মানুষকে বদলায় !
আজ যে সুখের জন্যে তুই আমায় আপন করতে চাস
সেই সুখ, দুঃখ হয়েই ফিরে আসবে… দেখিস !
মানুষ খুব স্বার্থপর, জানিস?
সবাই নিজের সুখেই সব করে !
দুঃখ সেথা মাঝে মাঝে ডাকাতের ন্যায় হানা দেয় !
এই যে তুই আজ সারাদিন মান আমায় ভাবিস
কেন? ভালবাসিস বলে?
ধুর… আজ থেকে কিছু বছর পরে তোর এই অনুভূতি থাকবে না !
এই অনুভূতিকে যে তুই আজ ভালবাসা বলছিস,
আর সেটার জন্যে তুই কি না করছিস,
তখন তুই এই অনুভূতিকে কি বলবি?
শোন- সময়ের ফাঁদে পা দিস না।
তুই আমার যেমন কেউ ছিলি না
ঠিক তেমনই আজ-তুই আমার কেউ না !
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এটাই মনে হয় সত্যি, আসলেই তুই কেউ না।
লেখায় এমন বিষাদ কেনো?
মন ভালো হয়ে যাক চটজলদি, সময় শত্রু আবার বন্ধুও।
সিহাব
ভাল বলেছেন, “সময় শত্রু আবার বন্ধুও” !! (y)
বিষাদ আসে চারপাশের বাস্তবতা দেখেই। যে রিলেশন ছিল সবচেয়ে আপন। দুজনের একজন যেখানে ছিল পাগল, তেমনি সময়েরই পরিবর্তনে দেখলাম সেই পাগলটাই হঠাৎ যেন মানুষের পর্যায়ে চলে এসেছে, মানে হুশ এসেছে !! আর যাকে সে পাগলামী করে পাগলা গারদে ভরেছিল, সেই মানুষ গারদের মৃদু আলো, হালকা বাতাসে নিজেকে কখন যে পাগলের পর্যায়ে নিয়ে গিয়েছিল সে নিজেই জানে না !! তাই এই ধরনের প্রেমের বর্তমান অবস্থা দেখেই এই কবিতা লিখা ! আমি এই ধরনেরই বা বললাম কেন !! সব প্রেমই প্রথম প্রথম একই রকম থাকে কিনা !!