
“যাও পাখি বলো; হাওয়া ছলোছলো,আবছায়া জানালার কাঁচ।
আমি কি আমাকে; হারিয়েছি বাঁকে,রুপকথা আনাচ- কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকী,জলে হারিয়েছি কানসোনা কি!
জানালায় গল্পেরা কথা মেঘ,যাও মেঘ চোখের খুঁয়ে আবেগ।”
একসাথে শোনা আমাদের গান। আমার তুমি, সুখের সময়গুলো বুঝি অল্পই হয়। তেমনি তোমার সাথে কাটানো সেই অল্প সময় টুকু ভীষন মনে পরে। মিস করি, ভাবিয়ে তোলে, শিহরিত করে, আনমনা হই তারপর ফিরে আসি আমার আমিতে।
এই আমার আমিটা খুবই নগণ্য; কুনো ব্যাঙ। যার ঘরের কোণ পছন্দ, সেখানেই তার বসবাস করতে ভালো লাগে। আর তুমি তো দুর আকাশের উড়ন্ত বাজপাখি কিংবা অন্যকিছু। যার কুনোব্যাঙের সাথে তেমন সম্পর্ক নেই। তুমি শুধু শিকারেই মাটিতে পা রাখ। তেমনি পা রেখেছিলে কোন এক বসন্ত দিনে। আমি বড্ড বোকা; না বুঝেই প্রেমে পরেছিলাম। মনে হয়েছিল এবার খু-উ-ব করে শোধ নেব। আমার কৈশর, যৌবনের যত হারিয়ে ফেলা অপূর্ণতা ছিল সেসবের। দুজনে বেশ খুশিই ছিলাম। বেশ কদিন তোমার পাখায় ভর করে আকাশ দেখলাম; প্রাণ ভরে খেয়েছিলামও মুক্ত বাতাস। জানো? কি যে ভালো লেগেছিল সে সময় তোমাকে বোঝাতে পারব না!
অতঃপর তোমার স্বপ্ন; সেই আকাশেই তুমি পাড়ি জমালে। আমি তো উড়তে জানি না। তুমি আর আমায় কত নিয়ে বেড়াবে। বিরক্তি বলে তো কিছু আছেই! তাছাড়া স্বাধীনতা বলতে তো একটা ব্যাপার থাকেই। তুমি স্বাধীন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু আটকাতে পারি না। আমি তোমাকে আটকাতেও চাইনি কারন তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কারণ তুমি আবদ্ধতা পছন্দ কর না।
তোমার যাবার সময় আমার ভীষন ফুঁপিয়ে কান্না পেল। ইচ্ছে করল চিৎকার করে কাঁদি। তোমার সেটাও পছন্দ না, তাই দিলাম বাদ। সামনে কাঁদব না কথা দিলাম। আমার সেই কোণা তো আছেই; যার সাথে হয় আমার নিভৃতে আলিঙ্গন। আজন্ম কান্নাগুলো আমি সেখানেই কাঁদি, যেন কেউ বুঝতে না পারে।
আমাদের স্বল্প প্রেমের শর্ত ছিল কেউ জানবে না। আজও কেউ জানেনি; আমি খুউব করে লুকিয়ে রেখেছি নিজের কাছে। পাছে তোমার অসম্মান হয়, এটা কি আমি চাইতে পারি? শুধু বুকের ভেতরের চিনচিনে ব্যাথাটা মাঝে মাঝে খুব জ্বালাতন করে। যাওয়ার সময় তুমি তো ওটা দেখতে পাওনি।
যাওয়ার সময় খুব করে বোঝালে; তুমি শেষ হয়ে যাবেনা। আমাদের আবার দেখা হবে, কথা হবে। আমি তোমার বুকে মুখ লুকিয়ে খুউব কাঁদব। তুমি ধমক দিয়ে খুব ভালোবাসবে। হুউম, ভাবলে আমার হাসি পায় কারণ এগুলো তোমার কথার কথা ছিল।
তারপর চলে গেলে দুর আকাশে, বসবাস তোমার মগডালে। তুমি অনেক ভালো আছ। আমি কেমন আছি জানার দরকার নেই। শুধু বলব, আমি আজও চেয়ে আছি হয়ত কোনদিন ফিরবে। এ আমার আশা মাত্র, তুমি কোনদিন ফিরবে না। তবুও আমি প্রতিক্ষায়!!!!! যদি ফিরে আস!!!!!❤️❤️❤️
তোমার কুনোব্যাঙ
ছবি- নেট থেকে।
২৭টি মন্তব্য
বন্যা লিপি
তবুও প্রতীক্ষারা ক্লান্ত হতে শেখে না। যে যায় সে পিছু ফিরে দেখে না, চোখের জল কিংবা ভাঙা বুকপাঁজড়ের খাঁজ কতটা ভাঙলো। তবু অপেক্ষা…..প্রার্থনার মত ফিরে আসুক কোনো এক সন্ধ্যাবেলা।
রোকসানা খন্দকার রুকু
প্রথম ও অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অপেক্ষা আসুক ফিরে।
শুভ কামনা🥰🥰
বোরহানুল ইসলাম লিটন
হৃদয়ের করুণ এক আর্তির ধারা প্রবাহিত চিঠিতে।
পাওয়া না পাওয়ার দোলাচলেই জীবন
তাতে স্বপ্নের স্মৃতি কারো কাছে হয় উপেক্ষিত
কারো বা অন্তরে গভীর মমতায় এঁকে দেয় ক্ষত চিহ্ন।
নিখুঁত সমন্বয়ে নির্মল বিরহী সুধায় মুগ্ধ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য। আমিও মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো।🌹🌹
তৌহিদ
আমার আকুতিপূর্ণ আবেগময় লেখা পড়েও যদি প্রেমিকের মনে নাড়া না দেয় সে বড্ড পাষান। দরকার নাই এমন প্রেমিক!
অপেক্ষার প্রহর শেষ হোক। সে ফিরে আসুক না আসুক ভালোবাসা বেঁচে থাক মনের গহীণে।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
ঠিক ঠিক দরকার নেই এমন প্রেমিক, চুলোয় যাক।
অসাধারণ মন্তব্য। কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।🌹🌹
আরজু মুক্তা
ধুর! ঐ কাপুরুষটটার কথা বাদ দেন। মন গলে না এরকম রোমান্টিক কথাবার্তা শুনে।
তবুও মনের গহীনে ধুকপুক আওয়াজ ঠিকেই বাজে। যদি সে আসে ফিরে। ফিরলেই খাঁটি প্রেম। নচেৎ বাদ দিয়ে নিজের কাজে মন দেন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। একেই বলে আবেগের মাথায় পানি।
সকল প্রেমিক ঢালুক পানি।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম❤️❤️
আলমগীর সরকার লিটন
সুখদুখ নিয়েই জীবন জয় পরাজয় থাকবেই খুব সুন্দর লেখেছেন রুকু আপু
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকবেন। শুভ কামনা।🌹🌹
ছাইরাছ হেলাল
ভালো করে শীত নিদ্রা শেষ করে আকাশে উঁকি দিলে বসন্ত টের পাবেন।
চিঠি কিন্তু বেশ। যদিও ছিচ কাঁদুনে ভাব রয়েই গেছে!!
রোকসানা খন্দকার রুকু
মেয়েরা ছিচকাদুনে বলেই আপনাদের রক্ষা।
আর না বলি,,, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা॥🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আহ্ কি যে একখানা আবেগী চিঠি। এসব আবেগে এমন পুরুষরা টলে না। ওদের দরকার একখানা আইক্কা বাঁশ। স্বার্থের কারণে যখন তখন রুপ বদলিয়ে যাযাবরের মতো ঠিকানা বদল করে। গানটা খুব পছন্দের আমার। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
সবাই চিঠি লিখছে আমিও লিখে ফেললাম। সবটাই চেষ্টা করা দরকার দিদিভাই। 🥰🥰
পপি তালুকদার
অসম্ভব ভালোবাসার কথা! যে ভালোবাসতে জানে সে ফিরে আসবে।শেষ প্রহর যেন ভালোবাসার হয়।শুভকামনা নিরন্তর।
রোকসানা খন্দকার রুকু
আশায় বেচে থাকা। শুভ কামনা রইলো আপুনি🥰🥰
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শীত নিদ্রায় থেকেও কোনো ব্যাঙের প্রেম আর ভালবাসার আবেগময় অনিন্দ্য প্রকাশ। আসলে কেউ ফিরে আসে না। ঠিকই বলেছেন — এ আমার আশা মাত্র, তুমি কোনদিন ফিরবে না। তবুও আমি প্রতিক্ষায়!!!!! যদি ফিরে আস!!!!!❤️❤️❤️।
সুস্থ আর ভালো থাকবনে।
রোকসানা খন্দকার রুকু
বাহ্! অনেক দিন পর অসাধারণ মন্তব্যে সমৃদ্ধ হল লিখনী। ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জ্বি অনেক দিন পরে। সুস্থ আর ভালো থাকবেন আপু। শুভেচ্ছা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। নিয়মিত লিখুন🥰🥰
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দোয়া করবেন। শুভ কামনা রইলো আপু।
রেজওয়ানা কবির
শুধু এটুকুই বলা, ফাটিয়ে দিয়েছ। অন্তহীন অপেক্ষায় তোমার বাজপাখিও আছে কিন্তু তুমিও জানো না।
রোকসানা খন্দকার রুকু
তোমার কাছে এত খবর। হা হা হা হা।
ধন্যবাদ🥰🥰
জিসান শা ইকরাম
যে ফিরবে না বলে চলে গিয়েছে, তাঁর ফেরার অপেক্ষায় কোন লাভ নেই,
তারপরেও অবুঝ মন প্রতিক্ষা করে তাঁর ফিরে আসার।
বিরহের চিঠি ভালো হয়েছে,
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
সবাই লেখে আমিও চেষ্টা করলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া॥ শুভ কামনা রইলো🌹🌹
নবকুমার দাস
খুব খুব ভালো লাগলো । মন ছুঁয়ে গেল । আরো সুন্দর লেখার অপেক্ষায় রইলাম ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো॥