জাতিস্মর…..২

বনলতা সেন ১৪ এপ্রিল ২০১৪, সোমবার, ১২:০১:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

উৎসর্গ- শূন্য শূন্যালয়কে , যার শেষ লেখাটি আমাকে অভিভূত করেছে।

আত্মহত্যার কয়েকদিন আগের ঘটনা । বলা নেই কওয়া নেই নাছরিন উপস্থিত ,’চল তোদের বাড়ীতে যাব ‘ । বেশ অবাক না হলেও একটু কেমন কেমন যেন লাগল । ঝিম ধরা ভাব । যা একান্তই স্বভাব বিরুদ্ধ ওর।কথাবার্তা খুবই কম। হা হা হি হি হই হই রই রই কিচ্ছুটি নেই।সাথে নেই এক গাট্টি গ্যাজেট। কত যে এক্সেসরিজ , দেখতে বিদ্ঘুটে নানা রকম তার-ফার,সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। সাথে নেই পোষাক পরিচ্ছেদের বিরাট লটবহর। নানান রকম জুতা-স্যান্ডেল সবই অনুপস্থিত।বই পত্রের কথা বাদই দিলাম।মনের গভীরে কু ডাক দিচ্ছে।একটি গুমোট অস্বস্তি নিয়ে বাড়ীতে দিয়ে পৌঁছালাম সন্ধ্যা নাগাদ।সংক্ষিপ্ততম কাথাবার্তায় সময় কেটে গেলে কোন রকম সামান্য কিছু খেয়ে আমারা ঘুমুতে গেলাম।
আর কত মটকা মেরে এপাশ-ওপাশ করা যায় । লতা কে ঘুম থেকে তুললাম , একটু গাই-গুই করে উঠে চোখে পানি দিয়ে এলে ছোট্ট কাগজ বের করে পড়ে শোনালাম।

মেঠো পথ ধরে একাকী হেঁটে যেতে যেতে
বিনম্র মুগ্ধতায় গাছের ছায়ায় বুক ভরা নিবিড় নিশ্বাসে ,
গাছের গন্ধ মেখে গাঢ় ঘুমের অতলে ।
কী জানি ! কতক্ষণের এ স্তব্ধতা !
জেগে উঠি গাছের ডাকে , ফুলের গন্ধে ,সবুজ পাতাদের ছোঁয়ায় ।
”কেমন আছ বন্ধু আমার ? এ-যে অনেক কাল পরে ,এ-দেখা ।”

আমি ঠিকানাহীন এ-গাছটির খোঁজ নিতে চাই , আমার জন্য সে অপেক্ষা করছে । লতাকে শক্ত করে জানিয়ে দিলাম ,
এবং এ জন্যই আমি এসেছি এবারে এখানে।

নাছরিনকে এখন ঘুমুতে বললাম সকালে খুঁজতে বের হওয়ার প্রতিশ্রুতি দিয়ে । এবারে আমার মটকা মেরে পড়ে থাকার পালা সকাল পর্যন্ত ।

শুভেচ্ছা নূতন বছরের সবাইকে ।

৫৫১জন ৫৫১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ