সে মানুষ আপনাকে ভালোবাসেনা, যে সবার সামনে আপনাকে ভালোবাসি বলতে পারেনা। কিন্তু সেই এসএমএস বা মোবাইলে বলে ভালোবাসি তোমায়। আসল তার ভালোবাসা হলো ভণ্ডামি, কারন যে সত্যিকার ভালোবাসে সেই সবার সামনে উজাড় করে বলবে, আমি তোমাকে ভালোবাসি ।
ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু ভালোবাসার অভিনয় করে কারো মন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নাই।কিন্তু কিছু মানুষ এই পবিত্র ভালোবাসা নিয়ে অভিনয় করে প্ররতারনা করে আর এই সব প্রতারকের জন্য আজ সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া দুষ্কর।কেউ এখন কাউকে বিশ্বাস করে না। সকলে ভাবে এই বুঝি নতুন প্রতারনার স্বীকার হচ্ছি।আর তাই আমরা অনেক সত্য ভালোবাসা নিজের অজান্তে হারিয়ে ফেলি। আর আমরা সকলে প্রতারকদের জন্য অপেক্ষা করে যাই, কেউ কেঁদে কেঁদে বালিশ ভিজায়, কেউ বা নিজের জীবন টা ধ্বংস করে ফেলে।
ভালো মানুষের কেন এত অভাব
আর প্রতারক মানুষ গুলো প্রতারনা করে কি মজা পাই ??
তাদের লাভ টা কী ??
জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন আমার ?????
১৬টি মন্তব্য
খসড়া
ঝাতি ঝানতি ছায়? ?? 😀
নিশিথের নিশাচর
আমি জানি না বলেই তো জাতির কাছে জিজ্ঞেস করেছি।
ছাইরাছ হেলাল
এত্ত এত্ত ভালোবাসাবাসির দরকারটা কী ?
নিশিথের নিশাচর
তার জন্য তো ভালোবাসা বাসি পছন্দ করি না।
স্বপন দাস
আমার উত্তর হলো— যে সত্যিকার ভালবাসা চিনতে পারেনা — সেটা তার প্রাপ্য হতে পারেনা ।।
নিশিথের নিশাচর
সহমত প্রকাশ করলাম।
জিসান শা ইকরাম
ভালোবাসায় লুকানোর কিছু নেই
সবার সামনে নির্ভয়ে বলতে পারাই আসল ভালোবাসা ।
লেখা ভালো লেগেছে ।
নিশিথের নিশাচর
কিন্তু এই ভালোবাসা নিয়ে মানুষ প্রতারনা করে।
আফ্রি আয়েশা
একমত । সত্যিকার ভালোবাসা নিশ্চয় পেয়ে যাবেন – শুভকামনা 🙂
নিশিথের নিশাচর
ধন্যবাদ আপনাকেও শুভ কামনা।
আদিব আদ্নান
ভালোবাসা ভাল নয় ,মনে রাখুন ।
নিশিথের নিশাচর
একমত হতে পারলাম না। আমার জানা মতে ভালোবাসা পবিত্র কিন্তু আমরা সেটাকে প্রতারনা করে অপবিত্র বানায়।
নীল প্রান্তর
সত্যিকারের ভালবাসা দুর্লভ । তাই সত্যিকারের ভালবাসা খুঁজে শুধু শুধু কষ্ট বাড়ায় লাভ নাই ।
তাই ভালবাসার পিছে না যাওয়াটাই উত্তম ।
নিশিথের নিশাচর
যাই না কিন্তু অবচেতন মন মাঝে মাঝে নাড়া দেয়।
ফাহিমা কানিজ লাভা
I feel sorry for you bro :p
নিশিথের নিশাচর
it’s ok . me to sorry 😛 🙂