রাত পোহালেই দিন , মেঘ না থাকলে উঠবে সোনালী সূর্য । আজকের সূর্যটা ভিন্ন হতে পারে। হতে পারে একটি আলাদা সূর্য , যে সূর্যের অপেক্ষায় ছিল বাঙ্গালী এতগুলো বছর।
সত্য কি পরাজিত হবে মিথ্যের কাছে ? সৃষ্টিকর্তা কি শুধু তাদের ? যারা মিথ্যেকে প্রতিষ্ঠিত করেছে সত্যের মত করে ?
কে না জানে তারা কি করেছিল ১৯৭১ এ ? এই হত্যা ,খুন ,ধর্ষণের নায়কদের আল্লাহ্ বিচারের বাইরে রাখবেন ? আর লাখো সন্তান হাঁরা , স্বামী হাঁরা মা বাবা গনের আহাজারি তুচ্ছ হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে ? ধর্ষিতা মা বোনদের কান্না এখনো ভেসে বেরায় এই বাংলার বাতাসে। হে আল্লাহ্ , বিশ্বাস উঠিও না তোমার উপর থেকে। আমরা বিশ্বাস রাখতে চাই তোমার উপর ।
এই বিচার আমাদের রক্তের ঋণ শোধের বিচার ।
সব কিছুর উৎস হয়ে আছে এই রক্তঋন । আমরা যখন দেখি ১৯৭১ এর অপরাধের জন্য সাজাপ্রাপ্ত ৭০০+ খুনি , ধর্ষক , অগ্নি সংযগকারী , লুটেরা আমাদের পাশে হেটে বেড়ায় বী্রের মত, শহীদের রক্তে ভেজা এই বাংলার মাটিতে , আস্থাহীনতা এসে যায় বিচার ব্যবস্থার উপরে । আমরা যখন দেখি দুই লাখ মা বোনদের ধর্ষক এবং সহযোগী ২০০০+ মানুষ রুপী হায়েনা মুক্ত হয়ে আমাদেরই দেশের পতাকা উত্তোলন করে তখনো আমাদের অন্তর কেপে উঠে। আমরা ভাবতে শিখে যাই , এই দেশে খুন , ধর্ষণ এর বিচার হবেনা ।
শহীদের আত্মা গুলোকে শান্তি দাও আল্লাহ্ , নির্যাতিতা নারীদের অভিশাপ থেকে এই বাংলাকে রক্ষা করো ইয়া মাবুদ ।
আজ রাজাকার কাদের মোল্লার আপিলের রায় ।
অপেক্ষায় আছি মিথ্যের বিরুদ্ধে সত্যের জয়ের।
ফাঁসীর অপেক্ষা ।
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
শুধু রায়ে তো হবে না ,
এর প্রয়োগটি দেখতে চাই ।
জিসান শা ইকরাম
রায়ের প্রয়োগ অবশ্যই চাই
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর লিখেছেন
জিসান শা ইকরাম
আল্লাহ্ আছেন , সত্যর জয় হয়েছে 🙂
ফাহিমা কানিজ লাভা
বড়ভাই, লেখাটা পড়ে খুভ ভাল লেগেছে। সময় এসেছে রক্তের ঋণ শোধের।
জিসান শা ইকরাম
হ্যা সময় এসেছে রক্তের ঋণ শোধের।
জি.মাওলা
রায় বাস্তবায়ন নিয়ে রাজনীতি বা টাল বাহান মানবনা
জিসান শা ইকরাম
এত বছরের জমাট বাঁধা পাথর , সড়াতে একটু বিলম্ব হতেই পারে ।
তবে আশাবাদী আমি —
কাদের রাজাকার ঝুলে যাবে এই সরকারের আমলেই ।
লীলাবতী
রায় হয়ে গিয়েছে । সত্যের জয় হয়েছে । রায় বাস্তবায়নের অপেক্ষা
জিসান শা ইকরাম
হুম , রায় বাস্তবায়নের অপেক্ষা করছি —
ছাইরাছ হেলাল
রায় চুড়ান্ত বাস্তবায়নের আগে স্বস্তি পাচ্ছি না , দু’মাসে সাত মাস লেগে গেছে ।
জিসান শা ইকরাম
অন্তত কাদের রাজাকারের ফাঁসীটা আশা করছি আমি ।
আমি আশাবাদী মানুষ 🙂
নীহারিকা
আজ ছিল জাতির দায়মুক্তির দিন ।
জিসান শা ইকরাম
রায় বাস্তবায়নের অপেক্ষায় আছি ।
খসড়া
আসছে একটার পর একটা সিড়ি ভেংগে ভেংগে আমাদের দায় মুক্তির ভূমি।
জিসান শা ইকরাম
‘ আসছে একটার পর একটা সিড়ি ভেংগে ভেংগে আমাদের দায় মুক্তির ভূমি। ‘ —- সুন্দর বলেছেন। একমত আপনার সাথে ।