জলে ভেজা চোখ

ছারপোকা ৩১ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১০:২৪:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, গল্প ১০ মন্তব্য

অন্ধকার রাত্রি । সময় প্রায় আড়াইটা । গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঢাকার উদ্দেশ্য ছুটছে আমাদের বাস । অন্ধকার ভেদ করে তীব্র গতিতে। সামনের দুটি আসনে বসে আছেন বাবা আর অসুস্থ মা ।মায়ের মাথায় টিউমার । কুমিল্লার চিকিৎসকরা বলেছেন ,অপারেশন ঝুঁকিপূর্ণই হলে ও করতে হবেই । না করলে মৃত্যু নিশ্চিত । করলে বাঁচা মরার সম্ভবনা ফিফটি ফিফটি । ডাক্তারের কথা শোনার পর থেকে আমাদের পরিবারে মেঘে ঢেকে যায় ।আর যেন রোদের দেখা মেলে না । মাকে নিয়ে যাচ্ছি দেশের সেরা বিশেষজ্ঞের কাছে ।অনেক কাঠখড় পুড়িয়ে তার সিরিয়াল নিয়েছেন বড় মামা ।বাবা তার সামর্থ্যের সবটুকু
দিয়ে সহধর্মিণীকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাবা ।সংসারে টানাপোড়নের মধ্যে ও কখন ও তাদের ভালোবাসায় এতটুকু ঘাটতি দেখিনি ।কখন ও মাকে সামান্য একটা ধমক দিতে পর্যন্ত দেখিনি আমার বাবাকে । বাবা মাকে দেখে বুঝেছি ভালবাসা কতটা পবিত্র হতে পারে । মা এখন ঘুমাচ্ছেন । মাথাটা বাবার কাঁদে এলিয়ে দিয়ে ।এই কাঁধ ভর করেই তো মা কাটিয়েছেন জীবনের ৩২ টি বছর ।এবার কি সেই বাঁধন ছিন্ন হওয়ার সময় এসেছে ? ভাবতেই যেন শিউরে উঠি ।মায়ের নিষ্পাপ স্নিগ্ধ আর নিশ্চিন্ত ঘুম দেখে মনে হয় তার কিছুই হয়নি । নির্ভার হয় মাথাটা বাবার কাঁধে ফেলে রেখেছেন । কারণ মা খুব ভালো করেই জানেন এই কাঁধটি ই তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান । হঠাৎ ঝুম
বৃষ্টিতে ভিজতে থাকে মধ্যরাতের নিঃসঙ্গ চরাচর ।বাসের জানালা দিয়ে আসা বৃষ্টিতে মায়ের মুখটা ভিজে ওঠে । আহ ! কি পবিত্র সেই মুখ !বাবা জানালা বন্ধ করতেই ঘুম ভেঙে যায় মায়ের ।ঘুম ঘুম চোখে একবার জানালা দিয়ে বৃষ্টি দেখার চেষ্টা করেন ।ব্যাগ থেকে পানির বোতল বের করে একটুখানি পানি খেলেন ।তারপর বোতল টা রেখে দেন যথাস্থানে । যেন মায়ের কিছুই হয়নি ।সব স্বাভাবিক। বাবা ফের মায়ের মাথাটা টেনে এনে তার কাঁধে চেপে ধরেন । আবার ও ঘুমাতে চেষ্টা করেন মা । বৃষ্টি বাড়তেই থাকে ।প্রবল বৃষ্টি যেন মাটির সবটুকু উত্তাপ নিঃশেষ করে দিতে চায় ।বৃষ্টির দিকে তাকাতেই আমার চোখ কেমন ঝাপসা হয়ে ওঠে ।বৃষ্টির জল আর আমার চোখের জল মিশেমিশে একাকার ।মায়ের যদি কিছু হয়ে যায় আমাদের পৃথিবীটা যে একেবারে শূন্য
হয়ে যাবে ।

১২৫০জন ১২৫০জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ