কিছু ছোঁয়া ভালোবাসার
হৃদপিণ্ডে তোলে অবিনাশী ঝড়
কিছু ছোঁয়া ধ্রুবতারা
চিরকাল জ্বলে মনের ভিতর।
কিছু ছোঁয়া উষ্ণতার
ঘটায় মনে ভাবনার প্রজনন
কিছু ছোঁয়া চির যৌবনা
জড়ের মাঝে করে প্রাণের সঞ্চার।
কিছু ছোঁয়া মনুষ্যত্বের
অবিনাশী হয়ে রয়
কিছু ছোঁয়া পরম মমতার
বুকে টেনে নিতে ইচ্ছে হয়।
কিছু ছোঁয়া শ্মশানঘাটের
জ্বালিয়ে দেয় হৃদয়
কিছু ছোঁয়া সাহসের
বাঁচার প্রেরণা দেয়।
কিছু ছোঁয়া অন্তরের
সদা পাওয়ার ইচ্ছে হয়
কিছু ছোঁয়া রমণীয়
উড়িয়ে দেওয়ার মত নয়।
কিছু ছোঁয়া মাদকের
জীবন করে বিপর্যয়
কিছু ছোঁয়া ভালোবাসার
জীবন করে মধুময়।
১০টি মন্তব্য
মশাই
বরাবরের মতই ভাল লাগা রইল। শুভ কামনা।
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
খসড়া
সুন্দর।
মোকসেদুল ইসলাম
পাঠ করার জন্য ধন্যবাদ
রিমি রুম্মান
“ছোঁয়া” ছুঁয়ে গেল হৃদয়…
মোকসেদুল ইসলাম
খুশি হলাম আপনার মন্তব্যে
জিসান শা ইকরাম
ছোঁয়ার অনেক শক্তি 🙂
মোকসেদুল ইসলাম
হু
শুন্য শুন্যালয়
সুন্দর … 🙂
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ অবিরাম