ছুটির দিনে একদিন জলের টানে নদীর কাছে……

আর্বনীল ২০ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:১২:৫৯অপরাহ্ন ভ্রমণ ৬ মন্তব্য

ঢাকার বাতাসে হাপিয়ে উঠেছেন? একটু প্রকৃতির কাছাকাছি যেতে পারলে মন ভাল হত তাই না??
নদী…
নৌকা…
জলের উথাল-পাথাল ডেউ…

কি যেতে চান??
ঢাকার খুব কাছে আলীগঞ্জ, পাগলায়।
কিভাবে যাবেন???
– দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে যান গুলিস্থান। সেখান থেকে ‘বোরাক’ বাসে করে (যেটা পাগলা যায়)। অথবা বংগভবনের পেছন থেকে ‘আনন্দ’ বাস আছে। ভাড়া নিবে জনপ্রতি ২০ টাকা। সরাসরি চলে যাবেন আলীগঞ্জ। রাস্তা খুব একটা ভালনা। তাই যেতে ৪৫-৫০ মিনিট লাগতে পারে। নেমে কাউকে নদীর ঘাট কোথায় জিজ্ঞেস করলেই বলে দিবে। ঘাটে গিয়ে চায়ের দোকান পাবেন। এক কাপ চা খেয়ে উঠে পড়ুন নৌকায়……

নৌকা দিয়ে এপার থেকে ওপার যেতে ভাড়া নিবে জনপ্রতি ২টা। ২০ টাকা দিয়ে পুরো নৌকা নিয়ে নিতে পারবেন।

নদী পার হলে দেখবেন কাশফুলের মেলা……

পুরো বিকেল কাটিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলে দেখতে পারেন এমন মনোরম দৃশ্য……

ঘাটে ঝালমুড়ি আমড়া আচার ইত্যাদি পাওয়া যায়…
ছবি তোলার জন্য লঞ্চ বা জাহাজেও উঠতে পারবেন…
আশে পাশে আরো দেখতে পারবেন পাথর বালু কয়লা, ক্রাসার মেশিন ইত্যাদি ইত্যাদি…।

ঢাকায় আবার ফিরে আসবেন কি করে???
– যেভাবে যাবেন ঠিক সেভাবেই ফেরত আসতে পারেন। তবে যারা নদীপথের ভ্রমনের মজা আরো একটু নিতে চান; তারা চলে যান আলীগঞ্জ ঘাটেই। কাউকে জিজ্ঞেস করুন সদর ঘাটের ট্রলার কোত্থেকে ছাড়ে। গিয়ে উঠে পড়ুন। ভাড়া নিবে ২০ টাকা। যেতে সময় লাগবে ৩০-৪০ মিনিট।

আরো কিছু ছবি দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু ছবির সাইজ কমাতে গিয়ে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে বলে দিলাম না। এর জন্য দুঃখ প্রকাশ করছি…

আজ এ পর্যন্তই….
সবাই ভাল থাকুন…

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ