তোমার শহরে ছুটে গিয়েছিলাম
তোমার স্পর্শের উষ্ণতার জন্য নয়
তোমার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি।
আমারই ছায়া ছিল শুধু সংগী আমার।
কাঠুরের মতো আমার ছায়া কেটে খুঁজি তোমার ছায়া।
আমি তো জানি তোমার ছায়ার পাশে
অন্য ছায়ার আনাগোনা।
সময়ও ছিল তোমার, আসনি তবু সে ক্ষণে।
আমার নয়নের মাঝে যে জল ছবি ছিল
তা ছিল তোমার দৃষ্টির আড়ালে।
তোমার ঘাসবুক ভিজাইনি তা কখনো।
একটু ভিজাতে দিতে, ঝেড়ে ফেলতে দিতে,
ডুকরে উঠতো সব।
ভেবেছো যতসব পাগলামি!
একটি বার শুনে নিতে,
একটি রাতের আকশই না হয় দিতে,
সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো।
শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।
ভেবেছো ভুলে গেছি,
না, অভিমানে সব দরজা বন্ধ করেছি।
শুধু জানি ভাল আছ।
,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,
১৯/১/১৭.
২৭টি মন্তব্য
দীপংকর চন্দ
অনেক আবেগ লেখায়।
হৃদয়গ্রাহী।
//…একটি রাতের আকশই না হয় দিতে,
সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো…//
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।
ব্লগার সজীব
আপু এতো আবেগ প্রকাশ করে লেখেন কিভাবে? মুগ্ধ পাঠ।
মিষ্টি জিন
এইটা কে রে… সজু নাকি?
সজু ঈদের চাঁদ হয়ে গেছে।
দেখাই যায় না ।
মৌনতা রিতু
হ ঠিকই কইছো মিষ্টি আপু। মুই ভাবছি আমাবস্যার চাঁদ।
দেখেও দেখা দেয় না।
ব্লগার সজীব
কোন চাঁদ তা মিলিয়ে কে দেখে? তবে আমি যে আপনাদের কাছে চাঁদ হয়ে আছি এটি আমার পরম পাওয়া @মিষ্টি আপু, @মৌনতা আপু 🙂
মৌনতা রিতু
সজু ভাই, অনেক ধন্যবাদ। একখানা রম্য লিখতে চাই।
সাহায্য চাই। আশাকরি আজই দিব।
মিষ্টি জিন
অসাধারন,,
মন্তব্য করতে পারঁছি না , ভাষা হারিয়ে ফেলেছি।
মৌনতা রিতু
ভাষা খুঁইজা আনি আপু দাঁড়াও।
অনেক ধন্যবাদ আপু। ভালবাসা নিও।
ইলিয়াস মাসুদ
খুব সুন্দর,দারুন কিছু কথা, অসাধারণ লেগেছে
নিয়মিত দেখতে চাই এমন লেখায়
মৌনতা রিতু
আমি তো নিয়মিতোই আছি ভাই, মনে হয়। তাইলে অন্য লেখা আপনি হয়ত খেয়াল করেন নি।
ভাল থাকবেন ভাই। শুভকামনা রইল।
নীলাঞ্জনা নীলা
যারা দিতে পারে, তারা অনীহা প্রকাশ করে।
আর আমরা আমাদের আপ্লুত আবেগ নিয়ে সেখানেই আশার ঝুড়িটা খুলি।
আবেগ আসলে বোকাদেরই থাকে।
আপু অনেক সুন্দর লিখেছো। মন ভরিয়ে দিয়েছো। -{@
মৌনতা রিতু
সেই আশার ঝুড়িটা শুন্য হাতের জন্য খুলে রাখি।
তাই তো ঝুড়িটা শুন্যই থাকে।
তোমার মন ছুঁয়েছে, ব্যাস শান্তি পাইলাম।
অনেক ভালো থেকো আপু।
নীলাঞ্জনা নীলা
শান্ত-সুন্দরী তোমারও আমাদের পাঠকদের মন ভরানোর মতো মন ভরে আসুক মনের মতো অজস্র লেখা।
ভালো রেখো। 🙂
ইঞ্জা
বেশ আবেগময় কাব্য, লিখণী বেশ ক্ষুরধার, মুগ্ধ হলাম আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ, ভাইজু। ভাল থাকবেন।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
নিহারীকা জান্নাত
শুধু জানি ভালো আছো….অসাধারণ
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ। ভালথাকবেন। শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
ছায়া সঙ্গী নিয়ে ঘোরাঘুরি মন্দ না,
যে যা খুশি ভাবুক, কি তাতে এসে যায়!!
এমন দরজায় খিল না থাকাই ভাল!!
মৌনতা রিতু
নিজের ছায়া লইয়া হাটুম। এতে কেউ কিছু ভাবলে মুখ ভেংচি দিমু।
ধুর দরজায় খিল তো দেওয়াই লাগবে। প্রাইভেসি বলে একটা কথা আছে না!
আবু খায়ের আনিছ
যখন চেয়েছি তখন আসোনি, ভালোই তো ছিলে তখন, এখনো থাক, যেমন ছিলে তেমনি।
মৌনতা রিতু
ঠিক তাই ভাইটু। ওমনি থাক।
ধন্যবাদ। শুভকামনা রইল।
শুন্য শুন্যালয়
সব জেনে বুঝে অই শহরে যাবার দরকার টা কী? অবশ্য না গেলে এমন লেখা পেতাম কোথায়? অভিমান করে নিজে নিজে কষ্ট পাবার মানে আছে?
কবিতাতো খুব সুন্দর হইছে ভাবীজান, ঘটনা কী? যাদুটোনা নয়তো আবার! 🙂
মৌনতা রিতু
হুম, যাদুই, তোমাদের যাদু।
সেই শহরে আবারো যাব ভেবেছি।
ভাল থেকো গো। অনেক ভাল থেকো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বহুত আবেগী রোমান্টিকথা।
শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।
ভেবেছো ভুলে গেছি,
না, অভিমানে সব দরজা বন্ধ করেছি। (y)
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।