শাক সবজি আমাদের খাদ্য তালিকার অন্যতম একটি উপাদান। শিশু থেকে বৃদ্ধ বয়সী সবাই শাক খায় কেউ পছন্দে কেউ প্রয়োজনের কারনে খায়। । আমার ছোট বেলা থেকেই বাগান করার শখ ছিল অনেক কারণ বশত সেটা সম্ভব হয়নি। লেখা পড়া চাকরি সব মিলিয়ে সময় হয়নি। গত বছর দুই হলো চেষ্টা শুরু করেছি। অল্প জায়গাতে ২/৪ বার ব্যার্থ হয়েও সবজি চাষ করে সফল হয়েছি। বিভিন্ন ধরনের সব্জীর মধ্যে আজ লাল/ডাটা শাক ছাদে চাষ করার অভিজ্ঞতা শেয়ার করবো। লাল আর ডাটা শাক চাষ করার পদ্ধতি একই রকম তাই একসাথে লিখলাম।
শুরুতেই বলে নিচ্ছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখা তাই আমি যেভাবে চাষ করেছি সেটাই বর্ননা করবো।
লাল শাকের জাত/ ধরনঃ
গুগলে বিভিন্ন জাতের নাম শুনলেও বীজ গুলোর দোকানে আমি সব ধরনের বীজ দেখিনি। আলতা পেটি, রক্ত জবা, রক্ত রাংগা, পিংক কুইন আর বারি ১ এর বীজ প্রায় সব জায়গাতে পাওয়া যায়। সব চেয়ে বেশী পাওয়া যায় বারি১। ১৯৯৬ সাল থেকে এই জাতের চাষ শুরু হয়েছে বাংলাদেশে। বর্তমানে বারি ১ ই বেশী চাষ হয়।
চাষের সময়ঃ
বছরের শুরু দিক লাল শাক চাষের সময়। কিন্তু শীতের সময় লাল শাকের ফলন ভাল হয়। এগুলো কৃষি গবেষক দের পরামর্শ তবে ছাদে সারা বছরই চাষ করা যায়। শুধু যখন সিজন না তখন একটু বেশি যত্ন নিতে হয়।
মাটি তৈরীঃ
যাদের আশেপাশে মাটি পাওয়া যায় তারা যদি এটেল মাটি হয় তবে এটেল মাটির সাথে ৩০ ভাগ বালি, আর ৩০ ভাগ ছাই মিশিয়ে ব্যবহার করতে পারবেন। ১০ ইঞ্চি টবের চার টব পরিমান মাটি নিতে হবে। আর মাটি তৈরীর সময় ৭/৮ টি টি এস পি সার এর দানা, ৭/৮ টি ইউরিয়া সার আর ১০ মুঠ জৈব সার মিশাতে হবে। মিশিয়ে ২/৩ দিন রেখে দিতে হবে আর সাথে প্রতিদিন হাত দিয়ে মাটি গুলো ঝুরঝুরে করে দিতে হবে। রাসায়নিক সার ছাড়াও লাল শাক ফলন ভালো হয় কিন্তু আমার মতে সেটা জমিতে। ছাদে যেহেতু মাটি কম এর কারনে মাটি শুকিয়ে যায় ফলে গাছ খাদ্যরস কম পায়। তাই গাছে সার দিলে গাছ গুলো সতেজ থাকে আর ফলন ভালো হয়।
চাষের বেড তৈরীঃ
সাধারণত ৪/৫ ইঞ্চি মাটিতেই লাল/ ডাটা শাক চাষ করা যায়। কিন্তু আমি একটু বেশি পরিমানের মাটি নিয়েছিলাম ৭/৮ ইঞ্চির মত। প্লাস্টিকের ট্রের উপরে পেপার বিছাতে হবে, যেন পানি দেয়ার সময় সব পানি পরে না যায় বা মাটিও ধুয়ে না যায়। ট্রে তে মাটি গুলো বিছিয়ে ঝুরঝুরে করে নিয়ে বীজ গুলো হাল্কা হাতে ছড়িয়ে দিয়ে দিতে হবে। একটি কাঠীর কাহায্যে মাটি গুলো অর্ধেক ইঞ্চি উপর নীচ করে দিতে হবে। এছাড়াও অনেকে ছাদে মোটা পলিথিন বিছিয়ে বেড এর চারিদিক একটু উচু করে বাউন্ডারি দিয়ে বেড বানিয়ে নিতে পারেন।
মাটির বিকল্প হিসাবে কোকোপিট এর ও অনেক ব্যবহার হচ্ছে। কোকোপিট নারকেলের খোসা দিয়ে তৈরী। এটা ব্যাবহার করতে চাইলে ৫০ ভাগ কোকোপিট ৩০ ভাগ বেলে মাটি আর ২০ ভাগ জৈব সার মিশিয়ে বেড বানাতে পারেন।
পরিচর্যাঃ
বীজ বপনের পরে প্রতিদিন ১ বেলা অল্প পরিমানের পানি দিতে হবে। আর মাটি ভেজা থাকলে পানি দেয়ার দরকার নেই। যখন ১ সপ্তাহের মধ্যে চারা বের হবে। ওই সময় গাছের আগাছা পরিষ্কার করে দিতে হবে।
নতুন পাতা বের হলে একটি নেট দিয়ে ঢেকে দিতে হবে নয়তো পাখি পাতা গুলো খেয়ে ফেলে। আর অনেক সময় মাটিতে ছত্রাকের আক্রমণের কারনে গাছের গোড়া পচে যায় তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।
যদি কোন পোকা আক্রমণ করে তবে নিম বাতা বেটে তরল করে স্প্রে করতে পারেন। আর পিপড়ার আক্রমণ করলে বেড এর চারপাশে নিম পাতার রস মাটির নিচে দিতে পারেন। গাছের গোড়া থেকে ৫/৭ সেঃ মিঃ দূরে দিতে হবে।
সপ্তাহে ১ বার আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে গাছের বৃদ্ধি তে সমস্যা হয়।
শাক তোলার সময়ঃ
শাক লাগানোর ৩০ থেকে ৪০ দিন পরে তা খাওয়ার উপযুক্ত হয়। তবে কেউ চাইলে ২৫ দিন পরেও তুলতে পারে।
আমি দুই একদিন খাওয়া যাবে সে পরিমানের উদ্দেশ্যে করেই চাষ করেছি। এর জন্য সর্ব প্রথম বাজার থেকে ভাল মানের লাল আর ডাটা শাকের বীজ সংগ্রহ করেছিলাম। সব ধরনের শাক বা সব্জীর জন্য ঝুরঝুরে মাটির দরকার হয়। ঢাকায় থাকার সুবাদে মাটি সংরক্ষণ করা কষ্টদায়ক ছিল তাই নার্সারি থেকে মাটি সংগ্রহ করেছিলাম।
বিঃদ্রঃ আমি লাল শাক লাগানোর ৭ দিন পরে একই বেড এ ডাটা শাকের বীজ বপন করেছিলাম। লালা শাক উঠানোর পরে ডাটা শাক ভালো ভাবেই হয়েছিল। আর ডাটা শাক কিছু উঠিয়ে কিছু রেখে দিয়েছিলাম ডাটা হওয়ার জন্য। সেটিও ভালো ভাবেই হয়েছে। আমি নিজ অভিজ্ঞতা থেকেই সব লিখলাম কারো অন্য কোন পদ্ধতি জানা থাকলে শেয়ার করার অনুরোধ রইলো।
গাছের প্রতি যত্নশীল হোন গাছ আপনার প্রতি যত্নশীল হবে।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যাক অবশেষে আপনাকে ছাদ-বাগানি রূপে-ও পাওয়া গেল,
আসলে এটি একটি দারুণ বিষয়, আমি গোলাপের চাষ করার জন্য বহু কিছু করেছি,
বিশেষজ্ঞ এর সাহায্য নিয়েও অসফল হয়েছি, এখন সাধারণ ক্যাকটাস লাগিয়েছি, বিনা যত্নে ফুল-ও হচ্ছে।
লেখার হাত তো মাশাল্লা পাকা, কখন কোথায় কেমনে পাকলো আল্লাহ মালুম।
চালু থাকুক।
শাহরিন
ক্যাকটাস আমিও কিনেছিলাম কিন্তু কন্যা ধরে ব্যাথা পায় তাই সংখ্যায় বেশী বাড়াইনি 🙂। আর গোলাপ একটি চারা কিনে ৬/৭ টি কলম করে গাছ হয়েছে। আমি একটু জানি আপনারও গাছের শখ আছে। দেখার সৌভাগ্য হয়েছিল।
আমি যখন প্রথমে বাগান করা শুরু করি তখন অনেক কিছু জানতাম না, গুগল মামা বইয়ের পড়াই লিখতেন আর বেশীর ভাগ লেখা কৃষি ক্ষেত্রে চাষ করার পদ্ধতির জন্য তাই সবাইকে অভিজ্ঞতা শেয়ার করলাম।
হে হে হে আমার সীমিত জ্ঞান সম্পর্কে আপনি আমার চাইতেও ভালো জানেন ভাইজান।
মাসুদ চয়ন
ছাদকে প্রকৃতির নিগুঢ় সান্নিধ্যেে নিয়ে আসলে অবসর কাটানোর জন্যও ভালো একটা প্লেস পাওয়া যায়
শাহরিন
সহমত। আসলে সময় তো কেটেই যায় কিন্তু সঠিক ভাবে কাটানো উচিৎ। অনেক ধন্যবাদ।
তৌহিদ
আমিতো এতদিন শুধু বাজার থেকে কিনেছি আর রান্নাকরে দেয়া সেই খাবার খেয়েছি। আপনার লেখার মাধ্যমে জানতে পারলাম এর যত্ন আত্তি। সেক্ষেত্রে আপনি সফল কারন এই লেখা পড়ে ভাবছি দুই চারটা টবেও চাষ করবো নাকি?
উপকৃত হলাম আপু।
শাহরিন
চেষ্টা করে দেখতে পারেন ভাইয়া নিজে কিছু লাগিয়ে খাওয়ার আনন্দই আলাদা। টবে আরো সুন্দর হবে কারন টবে মাটি বেশি থাকে।
তৌহিদ
জ্বী আপু, ইনশাআল্লাহ চেষ্টা করবো।
শিরিন হক
গাছ বাগান ভালোলাগেনা কম মানুই আছে। আপনার পোস্টটি পড়ে অনেকে উৎসাহিত হবে।একটু খালি জায়গা খোলামেলা বারান্দ পেলেই গাছ লাগানোর লোভ সামলাতে পারিনা।কতদিন একটু জায়গার অভাবে গাছের সাথে সখ্যতা নেই সেই কস্ট বুকে জমা আছে এখনো।
শাহরিন
ঢাকাতে জায়গার অনেক অভাব, তারপর অনেক বারান্দায় রোদও পাওয়া যায় না। আপু অনেক গাছ আছে রোদ ছাড়াও হয় চাইলে ঘরে রাখতে পারেন। অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আমার একটা নিজস্ব ছাদ আছে,
আগামী শীতে লাল শাক, ডাটা শাক করব ইনশ আল্লাহ।
এত সুন্দর ভাবে সব কিছু লিখলে, না লাগিয়ে পারব না।
শাক সবজি আমার অত্যন্ত প্রিয়।
আমার ফুলগাছ গুলো তেমন ভালো হচ্ছেনা,
ভুল কোথায় করছি, বুঝতেছিনা।
শুভ কামনা।
শাহরিন
কি কি ফুল গাছ? দেখ সিজনাল কোন ফুল গাছ আছে কিনা।
আমি দাদা অনেক শ্রম দিয়েছিলাম বাগানটির পেছনে। তোমার ওখানে তো গাছ আর শাক সবজিতে ভরপুর, অনেক অনেক ভালো লেগেছিল দেখে। তোমার বাগানের সবজির কথা এখনো সবাই বলে।
জিসান শা ইকরাম
১। পুর্তলিকা গাছে টব ভরে গিয়েছে, কিন্তু ফুল হয়না।
২। হলুদ আর সাদা জবা ফুল গাছ তেমন একটা তাজা নয়। ফুল হয় দু একটা।
৩। অন্য গাছ গুলোও তেমন সতেজ নয়।
এত গাছ লালন পালন করে তা রক্ষা করতে না পারা কষ্টের।
এবার লাউ, কুমড়া, শশা, পেপে লাগিয়েছি আবার। হলে নিয়ে আসব তোমাদের জন্য।
আরজু মুক্তা
কখনো ছাদ বাগান করলে আপনার অভিজ্ঞতা কাজে লাগাবো।
শাহরিন
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
ভাবছি একটা ছাদ বানাবো। তারপর একটা বাগান করবো। সেই বাগানে লাল শাক, ডাঁটা শাক লাগানোর জন্যে আপনাকে নিয়ে আসবো।
আমার গোলাপ গাছটা হঠাৎ করে মরে গেলো। একজনকে জিজ্ঞেস করেছিলাম, কেন মরলো? সে খুব আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিয়েছে, অতিরিক্ত ফুল হওয়ার কারনে নাকি মরেছে !! কি গাছ লাগালে বেশি ফুল ধরলেও মরবেনা, একটু জানান প্লিজ। ফুল ছাড়া গাছ আমার একদম পছন্দ না। 😒
আরও লিখুন। উপকৃত হই। শুভ কামনা, ভালোবাসা ❤❤
শাহরিন
গাছটি টবে কতদিন ছিল? আমার অত জ্ঞান নেই তবে এক্সপার্টরা বলেন যে যে কোন গাছের টবের মাটি ১ থেকে দেড় বছর পর পর পাল্টিয়ে দিতে হয়। এতে শেকড় এর কোন ক্ষতি হউ না।
আবার অনেকেই বাড়ির তৈরী জৈব সার ব্যাবহার করেন তখন পরিমান টা সঠিক না হলে গোড়ায় পানি জমে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে।
যাইহোক যেটা মারা গেছে সেটা নিয়ে মন খারাপ না করে আরেকটি গাছ সংগ্রহ করুন।
ফুল সহ গাছ পছন্দ হলে সন্ধ্যা মালতী, নয়নতারা, মোরগফুল গাছ লাগাতে পারেন। অল্প জায়গা তে হয় বেশী যত্ন করতে হয় না আর ফুল ও অনেক হয়। তবে ঘ্রান নেই কিন্তু 🙂
হাফেজ আহমেদ রাশেদ
ছাদ কে কুঞ্জবিতানে রূপায়িত করলে,শহরবন্দি জীবনেও প্রকৃতির স্বাদ উপভোগ করা যায়,
শাহরিন
ধন্যবাদ আর মূলত যারা গৃহিনী তারাও নিজেদের অবসর সময় একটু ভালো ভাবে কাটাতে পারবেন সাথে বাচ্চারাও এসব শিখবে।
মনির হোসেন মমি
বেশী করে শাখ গাছ লাগাই
শরিরকে মজবুব বানাই…..
চমৎকার উপস্থাপনা।উপকারী পোষ্ট।
শাহরিন
অনেক ধন্যবাদ ভাইয়া।