চিঠি পর্ব – ১

আর্বনীল ৬ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০১:০৪:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

অনেক দিন পর সোনেলায়…
পুরোনো কিছু স্মৃতি শেয়ার করছি আজ…

নন্দিনীকে লেখা শুভঙ্করের প্রথম চিঠি –

নন্দিনী,
চিঠির শুরুতেই নিও একগুচ্ছ বেলী ফুলের শুভ্র শুভেচ্ছা। জানোই তো এই ফুলটা আমার খুব পছন্দের। আর সেটা যদি হয় তোমার খোঁপায় পচানো বাসী ফুল! তাহলে সেদিন আর কিচ্ছু চাইনা আমার। তোমার শ্যাম্পু করা চুলের গন্ধ আর বেলীর ফুলের গন্ধ মিলেমিশে তৈর হয় অদ্ভুত এক ভালোবাসার গন্ধময় মিশ্রণ। আমি তোমার সেই চুলসমুদ্রে নাক ডুবিয়ে উন্মাদ হতে চাই! তুমি শুধু গন্ধটা মুঠো ভরে তুলে দিও খামে। সাথে দিও দানা দানা প্রেম! কুচি কুচি প্রেমের ঝাঁঝ!

– শুভঙ্কর
১২ ডিসেম্বর ২০১৩

নন্দিনীর চিঠি – – –

শুভঙ্কর,
শুরুতেই নিও শিউলির রক্তিম ভালোলাগা। ভেবেছিলাম আমি-ই তোমায় প্রথম চিঠি দিব। কিন্তু তা আর হল কই? আজও আমি গেরে গেলাম তোমার কাছে। বেলী ফুল আমি কখনও খোঁপায় তুলিনি, এ অপারগতা আমার না, এই অপারগতা কিছু অপারগ ভালোবাসার। জানো এই ফুলটা হাতে নিলেই মনে হয় প্রতিটি পাঁপড়িতে তুমি লেগে আছো! এক অদ্ভুত মাদকতা ছোঁয়ে যায় আমাকে। তোমার পছন্দের সবকিছুতে আমি মিশে থাকব শুভঙ্কর, সাথে তোমার প্রতীক্ষায় ও।

– নন্দিনী
১৩ ডিসেম্বর ২০১৩

চলবে…

১২২৩জন ১২২৩জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ