চাটগাঁ শহর এসো বর্ষায়

চাটিগাঁ থেকে বাহার ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৯:০৮:২২অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

চাটগাঁ শহর এসো বর্ষায়

এমন শহর কোথাও খুঁজে পাবে নাকো তুমি

পানির তলে দূরবীণ দিয়েও খুঁজে পাবে না ভূমি।

হাসের মত ভাসতে চাইলে চাটগাঁ শহর এসো

রাস্তার উপর নদী দেখে ভিজে ভেসেই হেসো।

সারা শহর ঘুরতে পারো নৌকা-সাম্পানে বসে

সাবধানে বসো!

টেম্পু-রিক্সার সাথে ধাক্কা লাগতে পারে শেষে।

চাটগাঁ শহর ভ্রমন হবে তোমার জীবনে সেরা

দালান কোটা সাগর-বন্দর নদী পাহাড়ে ঘেরা।

শেষ বয়সে নাতি-নাতনির গল্পের পাবে দেখা

হৃদয় পটে খুঁদিত থাকবে চাটগাঁ শহর আঁকা।

(ছবি, সংগৃহিত)

রচনাকাল:২৩/০৭/১৭ইং

৬৯৬জন ৫০৬জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ