চাটগাঁ শহর এসো বর্ষায়
এমন শহর কোথাও খুঁজে পাবে নাকো তুমি
পানির তলে দূরবীণ দিয়েও খুঁজে পাবে না ভূমি।
হাসের মত ভাসতে চাইলে চাটগাঁ শহর এসো
রাস্তার উপর নদী দেখে ভিজে ভেসেই হেসো।
সারা শহর ঘুরতে পারো নৌকা-সাম্পানে বসে
সাবধানে বসো!
টেম্পু-রিক্সার সাথে ধাক্কা লাগতে পারে শেষে।
চাটগাঁ শহর ভ্রমন হবে তোমার জীবনে সেরা
দালান কোটা সাগর-বন্দর নদী পাহাড়ে ঘেরা।
শেষ বয়সে নাতি-নাতনির গল্পের পাবে দেখা
হৃদয় পটে খুঁদিত থাকবে চাটগাঁ শহর আঁকা।
(ছবি, সংগৃহিত)
রচনাকাল:২৩/০৭/১৭ইং
৩১টি মন্তব্য
নিতাই বাবু
হা হা হা, দারুণ! বেশ লিখেছেন শ্রদ্ধেয় দাদা।
চাটিগাঁ থেকে বাহার
পড়ে মন্তব্য করেছেন বলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি…..
আপনি যেভাবে আমার লেখা থেকে কোড করেছেন সেভাবে আমি পারছি না কেন বুঝতেছি না। এটা মন্তব্য অপশনেই আছে?
নিতাই বাবু
না, দাদা। এটা ব্লগের মন্তব্যের অপশনে নেই। এটা html code. (blockquote)
যামন আপনি কারোর লেখা কোডেট করেছেন। সেই লেখাটা কোডেট করতে হলে করবেন এভাবে☛যেমন: লেখাকে কোটেড করতে হলে
ট্যাগের মাঝখানে লেখাটিকে রাখতে হবে।
যেমন, ‘বাস্তবে সে সেবা দিয়ে সুখী থাকে, বাহাবা কুড়িয়ে সুখী হয় না।’ — এই কথাটিকে কোটেড করতে হলে লিখতে হবে
নিতাই বাবু
Text
লেখাকে কোটেড করতে হলে এখানে কোটেড করা লেখা থাকবে ট্যাগের মাঝখানে লেখাটিকে রাখতে হবে।
নিতাই বাবু
আমি ফেসবুকে “নিতাই বাবু” নামে আছি। আপনার ফ্রেন্ড লিস্টে যোগ করুন!
দুঃখিত দাদা, ব্লগের মন্তব্যে পুরোপুরিভাবে দেখাতে পারছি না।
আহমেদ ফাহাদ রাকা
হৃদয় পটে খুঁদিত থাকবে চাটগাঁ শহর আঁকা
এই শহরে আসতে যে চায় আহম্মেদ ফাহাদ রাকা
বেঁচে থাকলে আসবো একদিন প্রিয় ভাই ❤️
এই ধরনের লেখা আমরা নিয়মিত চাই
চাটিগাঁ থেকে বাহার
চাটগাঁ শহর দাওয়াত দিলাম এ এফ রাকা
এলে পরে দিবো না হয় খানিক টুকু লেখা।
আহমেদ ফাহাদ রাকা
ইনশাআল্লাহ সবই হবে যখন হবে দেখা
ইঞ্জা
এই দুঃখ কেউ দেখেনা ভাই, সবাই সবাইকে নিয়ে আছে।
চাটিগাঁ থেকে বাহার
কিন্তু ঐ দিকে উন্নয়ণের জোয়ার বয়ে যাবার মিথ্যা প্রপাগান্ডা চলতেই আছে। এই আমাদের দেশ, স্বাধীন বাংলাদেশ!
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ইঞ্জা
দুঃখ লাগে ভাই।
বন্যা লিপি
বাহ ছন্দের তালে দুঃখ ভাসে।
দারুন লিখলেন।
চাটিগাঁ থেকে বাহার
ছন্দের তালে দুঃখ ভাসে…
দারুন বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
এ বছরের কি অবস্থা? রচনাকাল ২০১৭, ছবি কি এবছরের?
যে ছবি তাতে নৌকায় চলাচলই নিরাপদ।
চাটিগাঁ থেকে বাহার
অবস্থা সেইম ভাইজান! বরং আরো বেশী।
ছবিটি গুগল থেকে নিয়েছি। সঠিক বলতে পারবো না।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কি অবস্থায় আছি আমরা ভাবতেই অবাক লাগে,
একদিন হয়ত আমরা অভাক হতেও ভুলে যাবো।
সাবিনা ইয়াসমিন
দুঃখজনক, উন্নয়নশীল দেশে ঘুমিয়ে স্বপ্ন দেখি দেশ প্যারিস/ সিঙ্গাপুর হয়ে গেছে, অথচ চোখ খুলতেই শুভঙ্করের ফাঁকি!! ঢাকার অবস্থাও তথৈবচ। কিন্তু আপনার মতো করে কবিতা লিখতে আমি অক্ষম বাহার ভাইয়া 🙂
শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
বন্যা লিপি আপু লিখেছেন, ছন্দের তালে দুঃখ ভাসে!
আসলে দুঃখের তালে কবিতারা বেরিয়ে আসে অজান্তে।
আপনিও অনেক ভালো লিখেন।
ছাইরাছ হেলাল
এগুলাইন ‘এডিট’ করা ছবি!!
তবে কবিতা কিন্তু সুন্দর হইছে বলতে চাই।
আরও কিছু দিন।
চাটিগাঁ থেকে বাহার
কনকি! এডিট করা ছবি? কক্ষনো না। আমার অফিস চকবাজার । এ বছর কমপক্ষে ২০বার অফিস থেকে পানি সেচতে হয়েছে। দমকল বাহিনী ডাকার মতো অবস্থা! কোনদিন বর্ষায় বেড়াতে আসিয়েন। দেখানো পানির খেল!
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
মজা করছি তো।
আবার দেখুন লক্ষ্য করে কী বলেছি।
“এগুলাইন ‘এডিট’ করা ছবি!!”
চাটিগাঁ থেকে বাহার
মজা করলে তিতা কফি খাওয়ান লাগবো!
ছাইরাছ হেলাল
জরুর।
রেহানা বীথি
বড় দুঃসহ অবস্থা।
কবিতা ভালো হয়েছে।
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শবনম মোস্তারী
ছন্দে ছন্দে শহরের দুঃখ বর্ণনা ।
ভালো লিখেছেন।
চাটিগাঁ থেকে বাহার
পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আরজু মুক্তা
দিলেন তো চাঁটগাঁকে ডুবায়। আমি হালিশহরে থাকি। এঅবস্থা চোখের সামনে দেখা। আজও চলছে রাস্তার বেহাল অবস্থা।
তবে, পাহাড়, সাগর, নদী সবমিলিয়ে চাঁটগাঁ অতুলনীয়।
চাটিগাঁ থেকে বাহার
অঝর বৃষ্টির কালে চকবাজার আসার আগে সাঁতার শিখে নিতে হবে।
মনির হোসেন মমি
বর্তমান সময়ের বাস্তব চিত্র। দূর্ণীতি অবহেলার আরেক নাম অসায় জীবন। খুব ভাল হয়েছে কবিতা।
সুরাইয়া পারভিন
চমৎকার ছন্দের বিন্যাস