চলে যেতে চাও?

মোকসেদুল ইসলাম ২৯ জুন ২০১৪, রবিবার, ০৪:২৬:৪৪অপরাহ্ন কবিতা ১ মন্তব্য

চলে যেতে চাও? যাও, আমার আপত্তি নেই
শুধু অনুরোধ পুরনো খাঁচাটি রেখে যেও
যার ভিতরে সযতনে আমি লালন করেছি ভালোবাসা।

বিশ্বাসগুলো ফিরিয়ে দিও নিশ্বাসের সাথে
তবেই নির্দ্বিধায় ছিঁড়তে পার বিনিসুতোয় গড়া সম্পর্ক
শুধু কাদাজলে মগ্নমাছের মত স্মৃতি নিয়ে থাকতে দিও।

চলে যেতে চাও? যাও, সঙ্গে নষ্ট জন্মের লজ্জা নিও
আমি না হয় দীর্ঘশ্বাসের নামতা পড়বো নিঃসঙ্গতা আর নির্জনতায়
তপ্ত রৌদ্রে রক্তাক্ত হবো, সিক্ত হবো শীতল হাওয়ায়।

দীর্ঘশ্বাসের বীষবাষ্পে না হয় আমি উঠবো বেড়ে
আমার কষ্টের কবিতার হাতটি ধরে
কপালে আঁকা প্রণয়তিলক মুছবে তুমি কেমন করে?

চলে যেতে চাও? যাও
আমার ভালোবাসা ফিরিয়ে ফিরিয়ে দিয়ে যাও।

৫২৯জন ৫২৯জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ