আমার একটি ঘোড়া আছে । সাদা ঘোড়া। দুরন্ত গতিতে ছুটে চলার সময়ে , তেলতেলে শরীরে মাংশ পেশীর সংকোচন প্রসারণ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি । রুদ্ধশ্বাসে ছুটে চলার সময়ে তাঁর কেশর পিছন দিকে চলে যায় , দু পায়ের জোড়া ছন্দ মিলানো রিদমিক স্টেপ দেখার মতই। এমন ছুটে চলা দেখে আমি শিহরিত হই । তাঁর ছুটে চলা দেখতে আমার চোখ বন্ধ করতে হয়না। চোখ খুলেই দেখতে পাই ধবধবে সাদা আমার ঘোড়াটিকে।
মাঝে মাঝে ইচ্ছে হয় ঘোড়ার পিঠে চড়েই আমি শহরে ঘুরি । যান্ত্রিক যানবাহনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাফিয়ে লাফিয়ে সবার আগে পৌছে যাই গন্তব্যে। মানুষ ঈর্ষার চোখে দেখুক, জিন্স প্যান্ট , প্রায় হাটু পর্যন্ত উঠানো জুতো , ফেন্সী সার্ট , মাথায় হ্যাট , চোখে সানগ্লাস , হাতে চাবুক এবং খোঁচা খোঁচা দাড়ির একজন ছুটে চলছে এক সাদা ঘোড়ার পিঠে বসে, সবাইকে পিছে ফেলে।
অথবা হাইওয়েতে ছুটে চলছে এক ঘোড় সওয়ারি অত্যন্ত আত্ম বিশ্বাসের সাথে ।
কিন্তু এমন কেউই বাস্তবে দেখতে পায়না।
আমি ঠিকই চলি আমার একান্ত বিশ্বস্ত প্রিয় ঘোড়াটিকে নিয়ে।
আজ ঘুম ভাঙল কুরিয়ার সার্ভিস থেকে আসা ফোনে। একটি প্যাকেট এসেছে আমার নামে। নিয়ে নেই যেনো তাঁদের অফিস থেকে। এমন প্যাকেট প্রায়ই আসে। দুপুরের দিকে স্টাফ পাঠালাম প্যাকেট আনার জন্য।
প্যাকেট আনার পরে খুলে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। একটি ঘোড়া । এত্ত খুশী আমি অনেক দিন হইনি। যিনি পাঠিয়েছেন , তাঁর তো জানার কথা নয়, আমি একটি ঘোড়া লালন করি সেই ছোট বেলা থেকে। কেউ জানে না আমার ঘোড়ার কথা । ঈদের গিফট পাঠিয়েছেন তিনি । আমার জীবনের সেরা ঈদের গিফট হয়ে থাকলো এটি ।
প্রেরকের নাম আসল নয় বুঝতে পেরেছি নাম দেখেই । আমার মোবাইলের সব নাম্বার মুছে গিয়েছে । তাই বুঝতেও পারিনা কে পাঠালো আমার এই প্রিয় উপহার। ফোন দিলাম , রিসিভ হওয়া মোবাইলের অন্য প্রান্ত থেকে শুনলাম ” এ নামে তো কেউ নেই এই নাম্বারে , আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন । ” বুঝলাম পরিচয় দিতে অনিচ্ছুক তিনি। আর কথা বাড়াইনি । থাকুক তিনি অপরিচিত হয়েই।
আমার অতি প্রিয় ঘোড়াকে বাস্তবে আনার জন্য তাঁকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
৩৫টি মন্তব্য
মা মাটি দেশ
আমার অতি প্রিয় ঘোড়াকে বাস্তবে আনার জন্য তাঁকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।লোকটি সবার কি অজানা রয়ে যাবেন? আপনার কি কাউকে সন্দেহ হয়? -{@
জিসান শা ইকরাম
মনে হয় অজানাই থেকে যাবে
কিছু বিষয় অজানা থাকলে ক্ষতি নেই ।
না , কাউকে তেমন নির্দিষ্ট করতে পারছিনা ।
কৃন্তনিকা
আহা, সবার জীবনে কেন এমন ঘটনা ঘটে না?
জিসান শা ইকরাম
ঘটতে কতক্ষন ?
আপনার জীবন তো এখনো শুরুই হয়নি ।
শুন্য শুন্যালয়
প্রথম অংশ টুকু পড়ে এক অন্য জিসান ভাইকে খুঁজে পাচ্ছিলাম। লেখুড়ে জিসান ভাই কিছুটা নিজেকে দেখিয়ে পালিয়ে গেলো।
ঘোড়াটি সত্যিই চমৎকার। আপনি অনেক ভাগ্যবান নিসন্দেহে। স্বপ্নগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে চোখের সামনে চলে আসা সবার হয়না। ঘোড় সওয়ারী জিসান ভাই এবং পুরস্কার দাতা/দাত্রি (দাত্রি হবার সম্ভাবনাই বেশি) দুজনকেই অভিনন্দন।
জিসান শা ইকরাম
লেখুড়ে শব্দটা ভালো লাগলো ।
কেমনে বুঝলেন দাত্রী ?
ঘোড়া দিবে শুধু মেয়েরা ?
হাতি গিফট করলে পুরুষ বুঝবো ? হা হা হা হা
ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
দাতা/দাত্রি যে-ই হোক অন্যের ভাগ্যে আমরা ঈর্ষান্বিত।
ব্লগার সজীব
দাতাও তো হতে পারে তাইনা ? পার্সিয়ালটি চলবে না শুন্য আপু 🙂
শুন্য শুন্যালয়
কোন মেয়ে গিফট করেছে শুনলে আপনার এতো হিংসে হয় কেনো? @ব্লগার সজীব। জিসান ভাইয়ের দাত্রি মহলে পপুলারিটি বেশি :p
জিসান শা ইকরাম
আপনি কি এ বিষয়েও তদন্ত টীমের রিপোর্ট প্রকাশ করলেন নাকি ? @শুন্য শুন্যালয়
ছাইরাছ হেলাল
পুরুস্কার নেলেওয়ালা দেনেওয়ালা উভয়কেই শুভেচ্ছা । আন্তরিক আদান প্রদান সহজ
কাজ নয় । বেশ আবেগময়তা লক্ষ্য করা যাচ্ছে ।
দুলকি চালে চলুক ঘোড়া সোয়ারী নিয়ে এই ঈদেও ।
জিসান শা ইকরাম
হুম , শুভেচ্ছা সবার জন্য —
ঈদে ভালো থাকি আমরা সবাই ।
বনলতা সেন
ঈদের প্রাণময় আদান প্রদান আমাদের বেঁচে থাকার সম্বল ।
প্রেরক নিজেকে লুকিয়ে রেখে বাড়তি আনন্দ নিচ্ছেন ।
জিসান শা ইকরাম
লুকানোই থাকুক তিনি ।
এর আনন্দ আলাদ ।
সীমান্ত উন্মাদ
ঘড়াটা অনেক সুন্দর। ব্যাখাটাও চমৎকার। ঈদ মোবারাক মামা।
জিসান শা ইকরাম
ঈদ মুবারক সীমান্ত উন্মাদ -{@
সিনথিয়া খোন্দকার
দোকানে দেখেছিলাম এমন ঘোড়া। আসলেই খুব সুন্দর।
জিসান শা ইকরাম
হ্যা , সুন্দর খুব ।
লীলাবতী
আমাকে তো কেউ এমন পাঠায় না 🙁 আমার এমন ভালো ভাগ্য নেই 🙁 কে পাঠালো এখনো জানা যায়নি ভাইয়া ?
জিসান শা ইকরাম
ভাগ্য ভালো হতে কতক্ষন ? না জানা যায়নি ।
ব্লগার সজীব
ডিটেকটিভ লাগাবো নাকি জিসান ভাই ?
জিসান শা ইকরাম
ব্লগার সজীবের যে এই যোগ্যতা আছে তা জানি আমি। শুরু করে দিন 🙂
নির্বাসিত নীল
ঘোড়ার ছবির চাইতেও লেখাটা বেশী সুন্দর লেগেছে আমার কাছে০০……
জিসান শা ইকরাম
ধন্যবাদ নীল ।
আগুন রঙের শিমুল
বাঃ
সারপ্রাইজ গিফট 🙂
লাইফ ইজ বিউটিফুল কি বলেন জিসানদা
জিসান শা ইকরাম
হুম, লাইফ ইজ সো বিউটিফুল 🙂
আদিব আদ্নান
অদ্ভুত উপহার এবং প্রেরণকারী । ঈদ দেখছি আগে ভাগেই শুরু হয়ে গেছে ।
জিসান শা ইকরাম
হুম, আগেই শুরু হয়েছিলো ।
প্রজন্ম ৭১
দাতা এবং গ্রহীতাকে ঈদের শুভেচ্ছা -{@
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা ।
ওয়ালিনা চৌধুরী অভি
ঘোড়াটি কিন্তু দেখতে বেশ সুন্দর। কিন্তু জানাবে না কেন তাঁর পরিচয় ? আপনি একটু নিয়মিত লেখুনতো আব্বা।
জিসান শা ইকরাম
পরিচয় কেনো দিলো না বুঝতে পারছিনা । আমার আবার লেখা —-
শিশির কনা
আমার নামটা দিয়ে দিলেই পারতেন। বিনে পয়সায় একটি ক্রেডিট নিতে পারতাম ভাইয়া :p এমনি সব ইচ্ছে পুর্ন হোক আপনার ।
জিসান শা ইকরাম
হা হা হা হা , আগে বলবেন না ? তাহলে দিয়ে দিতাম। আচ্ছা আপনি পাঠাননিতো ?
নীলাঞ্জনা নীলা
আমি পাঠিয়েছি, আমি । কেউ যখন দাবী জানাচ্ছে না, সুযোগটা নিলাম :p চাহিবা মাত্র ইচ্ছে পুরন 🙂