গোপনে অনুবাদ…

অন্তরা মিতু ২১ জানুয়ারি ২০১৩, সোমবার, ০২:৪৪:৩০অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

.

যদি কেউ জেনে যেত, বুঝে নিতো,
আমার হৃদয়-গহীনে,
কোন খেলা চলে
অগোচরে…..
প্রকাশিত হতো কোনো পথে…!

তাহলে হয়তো তারা ঠেলে দিতো
সুতীক্ষ্ণ ধারালো ফলার
নীচে মোরে ঠিক…
শেষ-শ্বাসে,
মস্তক-ছেদ ধর হতে…

তবুও গোপনে বুনি জাল
লাল-নীল স্বপ্ন সূতায় ;
আর প্রস্তুত
নীরবে,
জীবনের সব মেনে নিতে….

.
.
.

০০.৫০
০২.১২.১০

_____________________________________
“And if my thought-dreams Could be seen
They’d probably put my in a guillotine
But its alright, Ma ,It’s life and life only…”
_____________________________________ সংগৃহীত

 

২৪০৮জন ২৪০৮জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ