.
যদি কেউ জেনে যেত, বুঝে নিতো,
আমার হৃদয়-গহীনে,
কোন খেলা চলে
অগোচরে…..
প্রকাশিত হতো কোনো পথে…!
তাহলে হয়তো তারা ঠেলে দিতো
সুতীক্ষ্ণ ধারালো ফলার
নীচে মোরে ঠিক…
শেষ-শ্বাসে,
মস্তক-ছেদ ধর হতে…
তবুও গোপনে বুনি জাল
লাল-নীল স্বপ্ন সূতায় ;
আর প্রস্তুত
নীরবে,
জীবনের সব মেনে নিতে….
.
.
.
০০.৫০
০২.১২.১০
_____________________________________
“And if my thought-dreams Could be seen
They’d probably put my in a guillotine
But its alright, Ma ,It’s life and life only…”
_____________________________________ সংগৃহীত
১৩টি মন্তব্য
শিশির কনা
অসাধারন লিখেছেন মিতু আপু। সত্যি অসাধারন ।
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ শিশির কণা আপু… আগের পোস্টে আপনার মন্তব্য ৬ষ্ঠ ছিল : আর এই লেখায় প্রথম, এ জন্য খুশী হয়ে আমি আপনাকে আমার হৃদয় উপহার দিলাম 🙂 🙂 🙂
এই মেঘ এই রোদ্দুর
অনেক সুন্দর হইছে
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ মেঘরোদকে ….
জিসান শা ইকরাম
লেখাটায় অনেক বিষাদ
এমন কেন কবি ?
অন্তরা মিতু
হয়তো আকাশে সেদিন বিষাদ ছিল……..
অনেক ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেওয়ার জন্য….
লীলাবতী
ভালো লিখেছেন মিতু ।
অন্তরা মিতু
অনেক ভালোবাসা লীলাবতী…… পাশে থাকবেন……… 🙂
জবরুল আলম সুমন
তোকে জাপানে পাঠিয়ে দেবার চিন্তা করছি। ওরা নাকি মানুষের স্বপ্ন স্ক্যান করে বলে দিতে পারে!! তোকে বুঝতে ওদের কোন সমস্যা হবেনা।
কবিতাটা কিন্তু ভালোই হয়ে, মনে আঁচড় কাটলো… আঁচড় কাটালি!
অন্তরা মিতু
আঁচড় কাটতে সক্ষম জেনে গর্ববোধ করছি…..
হতভাগ্য কবি
আহা বেশ
অন্তরা মিতু
সত্যিই বেশ ???
সুখী হইলাম আপনার মন্তব্যে…
সুরাইয়া পারভীন
বিষণ্ণ বিষাদময় লেখা
ভালো লেগেছে খুব