গুচ্ছ লিমেরিক

মাহবুবুল আলম ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ০৭:১০:৩৪অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

মাহবুবুল আলম ।।

এক.

ভাঙ্গাভাঙ্গি খেলরে সবাই ভাঙ্গাভাঙ্গি খেল

আমজনতার মাথায় ভাঙ্গ শক্ত পাকা বেল

আমজনতা বড়ই বোকা

দেয়া যায় সহজে ধোকা

তবু তাদের হয়না হুস দাঁড়িয়ে দেখে খেল।

দুই.

বুকের ভেতর গুমড়ে মরে একলা গানের পাখি

আয়রে পাখি আমার কাছে, বুকের খাঁচায় রাখি।

তোকে ভীষণ ভালোবাসি

তোরই সাথে কান্না হাসি

তোর সাথে যে বাঁধা আছে আমার মনের রাখী।

তিন.

যারা চড়ে ভুল রথে, যায় তারা ভুল পথে
ফিরে আসেনা আর, সেপথ বড় অন্ধকার।

অতলে ডুবে মরে,
পড়ে থাকে ডুবোচরে

এ ঘৃণ্যজীবনের নেয়না কেহ ভার।

চার.

বুকে আগুন নিয়ে কী করে যে বসে আছো তুমি
পুড়ে যায় দেহ-মন, পুড়ে যায় ফসলি ভূমি

তবুও তুমি নির্বিকার
করনা কোন প্রতিকার

আগুন নেভাতে বেরুও মায়ের কদম চুমি।

পাঁচ.

গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে সর্বনাশের রথ

পুড়িয়ে দাও, দাও পুড়িয়ে বিষকাটালীর পথ

ধ্বংস কর, বিষবৃক্ষের বন

শুরু কর অসুরবিনাশী রণ

গড়বো চল সবাই মিলে দৃঢ় ঐক্যমত।

ছয়.

যারা আমার ফুল বাগানে ছড়াতে চায় বিষ

এদের সাথে যারা দেয় একই সুরে শিস

এরা কারা সবার জানা

অন্ধকারে দেয় যে হানা

এরা সবাই দেশের শত্রু করে যে ফিস।

 

৪৮৭জন ৩৯৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ