মাহবুবুল আলম ।।
এক.
ভাঙ্গাভাঙ্গি খেলরে সবাই ভাঙ্গাভাঙ্গি খেল
আমজনতার মাথায় ভাঙ্গ শক্ত পাকা বেল
আমজনতা বড়ই বোকা
দেয়া যায় সহজে ধোকা
তবু তাদের হয়না হুস দাঁড়িয়ে দেখে খেল।
দুই.
বুকের ভেতর গুমড়ে মরে একলা গানের পাখি
আয়রে পাখি আমার কাছে, বুকের খাঁচায় রাখি।
তোকে ভীষণ ভালোবাসি
তোরই সাথে কান্না হাসি
তোর সাথে যে বাঁধা আছে আমার মনের রাখী।
তিন.
যারা চড়ে ভুল রথে, যায় তারা ভুল পথে
ফিরে আসেনা আর, সেপথ বড় অন্ধকার।
অতলে ডুবে মরে,
পড়ে থাকে ডুবোচরে
এ ঘৃণ্যজীবনের নেয়না কেহ ভার।
চার.
বুকে আগুন নিয়ে কী করে যে বসে আছো তুমি
পুড়ে যায় দেহ-মন, পুড়ে যায় ফসলি ভূমি
তবুও তুমি নির্বিকার
করনা কোন প্রতিকার
আগুন নেভাতে বেরুও মায়ের কদম চুমি।
পাঁচ.
গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে সর্বনাশের রথ
পুড়িয়ে দাও, দাও পুড়িয়ে বিষকাটালীর পথ
ধ্বংস কর, বিষবৃক্ষের বন
শুরু কর অসুরবিনাশী রণ
গড়বো চল সবাই মিলে দৃঢ় ঐক্যমত।
ছয়.
যারা আমার ফুল বাগানে ছড়াতে চায় বিষ
এদের সাথে যারা দেয় একই সুরে শিস
এরা কারা সবার জানা
অন্ধকারে দেয় যে হানা
এরা সবাই দেশের শত্রু করে যে ফিস।
১৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
সব গুলোই দারুণ
২নং বেশি মন করেছে
সত্যিই বড্ড বোকা আমরা সাধারণ জনগণ
মাহবুবুল আলম
সুরাইয়া পারভিন! অনেক ধন্যবাদ াাপনাকে!
মাহবুবুল আলম
ধন্যবাদ আপনাকে!
ছাইরাছ হেলাল
ভাল লাগলো লিমেরিক পড়তে।
তবে পাঁচ নম্বরটি বেশি ভাল লেগেছে।
অসুরবিনাশী রণ সত্যি সত্যি দরকার।
মাহবুবুল আলম
ছাইরাছ হেলাল ভাই! ধন্যবাদ! প্যীতি ও শুভেচ্ছা জানবেন।
আকবর হোসেন রবিন
আপনিতো দেখছি ভালো কবিতাও লিখতে পারেন।
১,২,৫ এই তিনটা বেশি ভালো লেগেছে।
মাহবুবুল আলম
এই লিখি আর কী! ধন্যবাদ!!
রাফি আরাফাত
সবগুলো ভালো লাগছে। ৬ নাম্বারটা বেশি ভালো ছিলো।
মাহবুবুল আলম
ধন্যবাদ! অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা!
নিতাই বাবু
ভাঙেই তো! আমরা আমজনতা সত্যিই বোকা। তাই ওঁরা সহজেই দিতে পারে ধোঁকা।
মাহবুবুল আলম
ধন্যবাদ নিতািই বাবু!
এস.জেড বাবু
সবগুলি লিখা চমৎকার
ছয় নং অনেক সুন্দর
এক নং বেষ্ট
ভাঙ্গাভাঙ্গি খেলরে সবাই ভাঙ্গাভাঙ্গি খেল
আমজনতার মাথায় ভাঙ্গ শক্ত পাকা বেল
আমজনতা বড়ই বোকা
দেয়া যায় সহজে ধোকা
তবু তাদের হয়না হুস দাঁড়িয়ে দেখে খেল।
বেল ভাঙ্গার পরও যদি হুস ফিরে আসে- দাড়িয়ে থেকে অঘটনের ভিডিও না করে হয়ত প্রতিবাদ করবে।
শুভ কামনা ভাইজান
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
আরজু মুক্তা
সবগুলোয় ভালো লাগলো।
মাহবুবুল আলম
ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ!
রেহানা বীথি
প্রতিটি লেখাই ভীষণ সুন্দর।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!