গান-১৩৭

রকিব লিখন ১১ জানুয়ারি ২০১৪, শনিবার, ১১:১৯:৪১অপরাহ্ন সঙ্গীত ১৬ মন্তব্য


তুমি পালাবে কোথায়
ঝড় হয়ে ধরবে তোমায়
পাগলা হাওয়ায়
যদি তুমি পালাতে চাও
দূরনীলিমায়
দেয়াল হয়ে দেবে বাঁধা
মেঘেরা তোমায়

পাতালে লুকাবে তুমি
মাটি পথ দিবে না
সমুদ্রে পালাও যদি
সেও তোমায় নিবে না
এত বাঁধা ফাঁকি দিয়ে
তুমি পালাবে কোথায়

যদি তুমি আমার হও
পাখিরা শোনাবে গান
আমারই হৃদয় মাঝে
পালানোর পাবে স্থান
আমার এ হৃদয় ছাড়া
বল পালাবে কোথায়

৬৩৭জন ৬৩৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ