তুমি পালাবে কোথায়
ঝড় হয়ে ধরবে তোমায়
পাগলা হাওয়ায়
যদি তুমি পালাতে চাও
দূরনীলিমায়
দেয়াল হয়ে দেবে বাঁধা
মেঘেরা তোমায়
পাতালে লুকাবে তুমি
মাটি পথ দিবে না
সমুদ্রে পালাও যদি
সেও তোমায় নিবে না
এত বাঁধা ফাঁকি দিয়ে
তুমি পালাবে কোথায়
যদি তুমি আমার হও
পাখিরা শোনাবে গান
আমারই হৃদয় মাঝে
পালানোর পাবে স্থান
আমার এ হৃদয় ছাড়া
বল পালাবে কোথায়
১৬টি মন্তব্য
প্রজন্ম ৭১
গান আর কবিতার পার্থক্য কি বুঝি না ।
শুন্য শুন্যালয়
পালানোর পথ নাই…যেখানেই যাও রকিব ভাই ধরে ফেলবে 🙂
রকিব লিখন
প্রতি গানই কবিতা।। কিন্তু প্রতিটি কবিতাই গান না।।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।। -{@
খসড়া
ভাল লাগলো।
রকিব লিখন
সাধুবাদ।। -{@
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে ।
অভিমান করেন আরো ডিটেইলস মন্তব্য করিনা কেন ? সবার প্রতিটি পোস্টে মন্তব্য করি । প্রতিটি পোস্টে মন্তব্য করা কিন্তু খুব কঠিন । নিজের ব্যস্ততায় হয়ত দু একটা পোস্ট এড়িয়ে যায় , কিন্তু সে সব পোস্টে সোনেলার মোডারেশনে আছেন , এমন কেউ মন্তব্য করবেন ই । মন্তব্য করা সোনেলার দৃশ্যমান কাজ । এর বাইরে যা করি –
# প্রতিদিন গড়ে ২০ টি পোস্ট ডিলেট করি , যা খারাপ , বাজে , এডাল্ট পোস্ট ।
# স্প্যামার আইডি আসে রোজ গড়ে ২৫ টা । এদের চিনহিত করা খুব কঠিন । এদের ই মেইল আইডি চেক করে দেখতে হয় কোন সাইট থেকে এরা আসলো , এরপর ব্যান করি ।
# সোনেলা সাইট হ্যাক করার চেষ্টা হয় প্রায় রোজ । সতর্ক থাকি এটি নিয়ে ।
# ব্লগার রা বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞেস করে , কেউ মন্তব্য করতে পারেনা , কেউ কেউ লগইন হতে পারেন না , কেউ কেউ ছবি লোড দিতে পারেন না , পোস্ট প্রকাশ হয় না কেনো ? বাংলা লেখা যায়না কেনো ? মোবাইলে কমেন্ট করা যায়না কেনো ? ইত্যাদি শত শত সমস্যার সমাধান দিতে হয় ।
এসব হচ্ছে সোনেলা কেন্দ্রিক ।
এর বাইরে আছে ফেইসবুকে ব্লগারদের সাথে আন্ত যোগাযোগ , ফেইসবুকে , গুগলে সবার পোস্ট শেয়ার করা , ব্লগারদের ফোন রিসিভ করা —
নেটের বাইরে , আমার নিজের একটা লাইফ আছে , একটা ব্যবসা আছে যেখানে প্রায় ৫০০ স্টাফ , বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে হয় , ক্লাব সংগঠনে জড়িত । ৩ টা স্কুলের সভাপতি হিসেবে স্কুলে যেতে হয় ।
এখন আপনি বলুন – আমার কি কোন পোস্টে ডিটেইল মন্তব্য দেয়ার জন্য কতটুকু সময় আমি পাই ?
একটা লেখার প্লাটফরম দিয়েছি আমি , সম্পূর্ণ অলাভ জনক , ব্যবসার সামান্য চিন্তা নেই এই সোনেলা থেকে । আমি চাই আপনারা লিখুন এখানে , আপনারা সবাই সবার পোস্টে যান , মন্তব্য করেন । কিন্তু কেউ কি যাচ্ছেন তেমন ?
আমি সহ এই সোনেলার কোন মডারেটর কোনদিন কোন বই বা অন্য কিছু প্রকাশ করবো না । ৪ জন মডারেটর সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমে এখানে নিয়োজিত । আমরা তো আপনাদের জন্যই এসব করছি ভাই । নতুন লেখকদের উৎসাহ প্রদান – নতুন লেখক সৃষ্টি , আর কোন উদ্দেশ্য নেই আমাদের ।
ভালো থাকুন , শুভ কামনা ।
নীলকন্ঠ জয়
এই একই অভিজ্ঞতা আমি এখন ফেস করি । আজেবাজে রিকোয়েষ্টের ভীড়ে সঠিক বাঙালি লেখক খুজে পাওয়া কষ্টকর হয়ে পড়ে মাঝে মাঝে। তাছাড়া সবার চাহিদার ভীড়ও আছে। আপনার প্রচেষ্টা সফল হোক। শুভ কামনা সোনেলার জন্য। -{@
রকিব লিখন
বুঝতে পারলাম ভাই।। অনেক পরিশ্রম করছেন আমাদের জাগানোর জন্য।। আমরা আপনার সোনেলার মান রাখবো।। দোয়া রাখবেন।। -{@ (3
ছাইরাছ হেলাল
আগে আপনার হৃদয়ের পোষ্ট- মর্টেম দাখিল করুণ ।
তারপর কেউ ভাববে ওখানে পালানো ঠিক হবে কি না ।
ভালইত লাগল পড়তে ।
রকিব লিখন
আমার হার্ট অতীব সুন্দর আছে।। কয়েকদিন আগের ইসিজি-র রিপোর্ট তাই বলে।।
ভাল লাগল আপনার মন্তব্য।। (y) -{@
লীলাবতী
ভাইয়া সুন্দর হয়েছে গান ।
রকিব লিখন
দোয়া করবেন, মরার আগে যেন নিজের লেখা করা অন্তত পাঁচটি গান কোন শিল্পীর কন্ঠে শুনতে পারি।।
-{@
হলুদ পরী সাদা নাকফুল
ঠিক পালাবে কোথায়, সুন্দর হয়েছে।
রকিব লিখন
তারপরও পালিয়ে যায়।। কী করি বলুন তো?? -{@
নীলকন্ঠ জয়
পালিয়ে যাবে কোথায়? জুম আল্ট্রা হৃদয় থেকে? অনেক ভালো লাগা। -{@
রকিব লিখন
পালানোর পথ যে তাও সে কোথায় খুজেঁ পায় আমি তা বুঝি না।। এত বাঁধা তারপরও পালায় কেন আমার উদাস মন।। (3 -{@ (y)