গান-১২১

রকিব লিখন ১০ নভেম্বর ২০১৩, রবিবার, ০৮:০০:০৮অপরাহ্ন সঙ্গীত ৭ মন্তব্য


নারকীয় অনলে জ্বলে পুড়ে
আমি হয়ে গেছি ছাই
সুমধুর সুরে হৃদয়ে তোমার
বাজছে সুখের সানাই
তোমার নন্দিত স্বর্গকে আমি
স্বাগত জানাই
আমি স্বাগত জানাই

জোনাক জ্বলা পিদীম আলোয়
হবে তোমার সুখের বাসর
দু’চোখের জলে এ বুক আমার
ক্ষয়ে ক্ষয়ে হচ্ছে সাগর
প্রেমের খেলায় হেরেছি আমি
তবু সুখ তোমার চাই

ঘোর লাগা অবাক চোখে করি
তোমার প্রেমের স্মরণ
লাভের অংক কষলে তুমি
চাইলে আমার মরণ
দুখের অনলে পুড়েও আমি
প্রেমের অর্ঘ সাজাই

৬০৩জন ৬০২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ