নারকীয় অনলে জ্বলে পুড়ে
আমি হয়ে গেছি ছাই
সুমধুর সুরে হৃদয়ে তোমার
বাজছে সুখের সানাই
তোমার নন্দিত স্বর্গকে আমি
স্বাগত জানাই
আমি স্বাগত জানাই
জোনাক জ্বলা পিদীম আলোয়
হবে তোমার সুখের বাসর
দু’চোখের জলে এ বুক আমার
ক্ষয়ে ক্ষয়ে হচ্ছে সাগর
প্রেমের খেলায় হেরেছি আমি
তবু সুখ তোমার চাই
ঘোর লাগা অবাক চোখে করি
তোমার প্রেমের স্মরণ
লাভের অংক কষলে তুমি
চাইলে আমার মরণ
দুখের অনলে পুড়েও আমি
প্রেমের অর্ঘ সাজাই
৭টি মন্তব্য
খসড়া
বড় কঠিন কথা। ভাল লাগল।
প্রিন্স মাহমুদ
দারুন
তন্দ্রা
ওয়াও, দারুন
বনলতা সেন
এই গীতিময়তা চালু থাকে যেন ।
এই মেঘ এই রোদ্দুর
দারুন গান……..
আমার স্বপ্ন ও মনের কথা
শুনি নি 🙁
আদিব আদ্নান
গান রেখে হাওয়া হয়ে গেলেন কেন ?